পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেলি-তাল ভূতত্ত্ববিৎ পণ্ডিতগণের মতে প্রায় ৮• • • হাজার বৎসর পূৰ্ব্বে ভূমধ্যসাগরের অস্তিত্ব ছিল না। এখন যেখানে ভূমধ্যসাগর অবস্থিত তথায় কয়েকট মাত্র হ্রদ ছিল। উক্ত পণ্ডিতগণ আরও বলেন নৰ-প্রস্তর যুগের শেষভাগে হঠাৎ একবার আটলান্টিক মহাসাগরে প্রবল বঙ্কার আবির্ভাৰ ছয় । বস্কার জল জিব্রাল্টার প্রদেশের উপর দিয়া পূৰ্ব্বদিকের হ্রদগুলির মধ্যে প্রবলবেগে গড়াইয়। পড়িতে থাকে। ইহার ফলে পূৰ্ব্ব দিকস্থ কেনান প্রদেশ জলমগ্ন হুইয়। বক্তার জল শত শত মাইল ব্যাপিয়। দক্ষিণ ও পুৰ্ব্ব দিকের দেশগুলিকে ভাসাইয় দেয় । আটলান্টিকের বস্তাব বিশাল স্রোত অবিরাম-গতিতে নীচু হ্রদগুলির মধ্যে গড়াইয়া পড়াতে হ্রদের বাডীঘর জনমানৰ লুপ্ত হইল ; হ্রদগুলি এ ককার হইয়া ক্রমে স্থানটী সাগরে পরিণত হইল। ইছাই বৰ্ত্তমানেব ভূমধ্যসাগর। মহাপ্লালন। পণ্ডিতেবা অনুমান করেন খৃ: পূ: প্রায় ৬৪৩ অব্দে এই গ্লাবন হইয়াছিল । চল্লিশদিন পবে আকাশের বর্ষণ থামিয়া গেল কিন্তু ভূপৃষ্ঠ তখনও জলমগ্ন ৰুছিয়া গেল। গাছপাল। বনজঙ্গল, পাহাড়পৰ্ব্বত সমস্তই জলের মধ্যে অদৃশু হইয়া রহিয়াছে। চারিদিক শুধু জলময়। স্থৰ্য্য জলে উঠে জলেই ডুবিধা যায়। উত্তাল তরঙ্গের লুহের জাহাজ আন্দোলিত হইতে হইতে কখন এদিকে কখন ওদিকে ধাবিত হইতে লাগিল । এইরূপে দিনের পর দিন অতিৰাস্থিত হইতে লাগিল ; ক্রমে জলও কমিতে লাগিল । কোথাও একটা পৰ্ব্বতের কোথাও একটা বুক্ষের চুড়া দৃষ্টিগোচর হইতে লাগিল । হজরত নুহ জাহাজ হইতে অবতরণ করিবার জন্য ব্যগ্র হইয়া উঠিলেন । কোথাও শুদ্ধস্থান পাওয়া যায় কিনা জানিবার জঙ্ক তিনি কাককে ছাড়িয়া দিলেন । কাক আর ফিরিয়া অভ্যাসিল না। তখন কপোতকে ছাড়িয়া দিলেন। কপোত জলপাই বৃক্ষের একটী পাতা ८%ाप्प्ले कब्रिग्रा बाहाप्ण किब्लिग्रा चालिग । नृश्. ভাৰিলেন বৃক্ষাদি দৃগুমান হইয়াছে। আরও অধিকতর নিশ্চিন্ত হইবার জন্তু এইবার তিনি কুকুটকে ছাড়িয়া দিলেন। কুকুট ফিরিয়া এই প্লাবনই হজরৎ মূহের সেই আসিল না। তখন তিনি নিশ্চিন্তরূপে বুঝিলেন माीि त्क झ्रेग्राtछ । তোমরা এশিয়ার মানচিত্রের প্রতি দৃষ্টিপাত করিলে দেখিবে এশিয়ামাইনরের পুৰ্ব্ব প্রাস্তে আৰ্ম্মেনিয়ার পাৰ্ব্বত্যপ্রদেশ। ইহাব দক্ষিণদিকে মেসোপটেমিয়ার উৰ্ব্বর সমতলভূমি। এই আন্মেনিয়া প্রদেশে মারারট নামে একটা পৰ্ব্বত আছে। আরব্য ভাষায় উহাকে জুদী পাহাড় বলে। নুহ জাহাজ হইতে ৰহির্দেশে দৃষ্টিপাত করিতেই এই জুদী পাহাড়ের চুড়া তাহাব দৃষ্টি পথে পতিত কইল। তখন তিনি জাহাজ সেই দিকে চালিত কবিলেন এৰং পাহাড়ের সাহুদেশে নঙ্গর করিয়া তথায় অবতণ করিলেন । ক্রমে প্লাবনের জল শুকাইয়া গেল । নুছ তাছার পরিবার বর্গ ও অস্কাঙ্ক বিশ্বাসিগণ সহ সেই স্থানে নুতন করিয়া বাসস্থান স্থাপন করিলেন। নৃহেব পুত্ৰগণের মধ্যে হাম শাম ও যাকুছ ব৷ যাসেৎ (Japhet) নামক পুত্রগণই পিতার অনুগত থাকিয়া পিতৃ প্রদশিত ধৰ্ম্ম পালন করিতেন , সেইজন্ম তিনি জাহাজে এই তিন জনকেই সঙ্গে লইয়াছিলেন । প্লাবনের পর দেশ যখন জনমানবহীন হইয়া পড়িল, তখন নুহের এই তিন পুত্র হইতে আবার মানবজাতির *नद्भन्ाप्नश्च श३५ ।। দিনের পর দিন অতিবাহিত হইতে লাগিল ; ক্রমে উtহাদেব বংশ ও বৃদ্ধি হইতে লাগিল ; তখন একস্থানে সকলের বাসস্থান সংকুলন না হওয়ায় হামের বংশধরগণ পূৰ্ব্বস্থান ত্যাগ করিয়া পুৰ্ব্বদিকে অগ্রসর হইল। ইহার বহু শতাব্দী পর্য্যন্ত পারতের নানাস্থানে বাস করিয়াছিল। পশ্চিম পারতের অন্তর্গত জাগ্রস পৰ্ব্বতের গুহা হইতে এই সকল জাতির অনেক অস্ত্রশস্ত্র ও তৈজসপত্র আবিষ্কৃত হইয়াছে। কালক্রমে এই *ांथा श्राद्र s प्रभिग नेिtक छ्फाइंग्रn *tफू ; ५द१ অবশেষে বেলুচিস্তানের ভিতর দিয়া ভারতে প্রবেশ করত: সিন্ধু, গুজরাট প্রভৃতি অঞ্চলে বাস করিতে থাকে। ইহারাই সম্ভবত: দ্রাবিড়, কোল, ভৗগ প্রভৃতি ভারতের আদিম অধিবাসীদের পুৰ্ব্বপুরুষ। शtभद्र 5ङ्कर्थ ५८जद्र नाभ ८कमांम । डिनि পশ্চিম দিকে অগ্রসর হইয়া ভূমধ্যসাগরের পূৰ্ব্ব Հե-Ֆ Ց


o{