পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+ ৰক্স-শিক্স ---- এইভাবে সমস্ত ঠিকঠাক হইলে কাপড় বুনিতে আরম্ভ করা হয় । তাতীরা কেমন করিয়া তাত খাটায় তাহা ছবিতে দেখিতে পাইবে । সেকালের ইংরাজ-ভ্রমণকারীবা তাহীদের ভ্রমণ-কাহিনীতে ঢাকার মসলিন বোন নিজের চোপে দেপিয়া আiশ্চৰ্য্য হইয়া বলিয়াছেন—“ভাৰতবাসীরা যে সকল যন্ধের সাহায্যে এই স্বশ্ন কাপড় বুনিয়া থাকে ইউরোপীয়দিগের কদাকার অঙ্গুলিতে সে সকলের

  • - - -
    • r, 7

- - ভাটিতে চড়ান আবশুক। মসলিন কাপড় প্রতি রাত্রে ভাটি করিয়া পরদিন উহা ক্ষার জল মাখাইয়া রৌদ্রে শুকানো হইত। এই ভাবে দশ পনের দিন কাটিয়া গেলে শেখ ভাটিব পরে কাপড়গুলি পরিস্কার জলে ধোয় হইত। সে সময় জলের সহিত লেবুর বস মিশান দবকার ছিল । থান প্রতি একটি করিযী বড লেবুর বস ব্যবহৃত হইত। শাদ। কাপড়ের জন্য যেমন লেবু, তেমনি কাপাস ও মুগ। ē: : Հ՝ میبایی *-- -

  • _

--ow لعينعت ۔ سیتسے خ- : মাড় দেওয়ার কল সাহায্যে মোট ক্যানভাস কাপড় ও তৈয়ার করিতে পারে কি না সন্দেহ ।" গ্রীষ্মের সময় তাতীর মসলিন কাপড় বুনিতে পারিত না । উৎকৃষ্ট কাপড় মাত্রেই সকালে বৈকাল বুনা হয় । আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসই খুব ভাল মসলিন বুনিবার উপযুক্ত সময় । ঢাকার মসলিন কাপড় ধোয়াও ভারি সহজ ছিল না। এই কাপড় দশ বারো । বার ( রেশম) মিশ্রিত কাপড় সমূহের জন্য লেবুর রস ও চিনি ব্যবহার করা হইত, চিনিতে নাকি কাপড়ের উজ্জলতা বৃদ্ধি করিত । জুলাই হইতে নভেম্বৰ এই কয় মাস মসলিন ধুইবার উপযুক্ত সময় । যে কাপড় যতবার ভাটি করা হইত, তাহা সেই পরিমাণে শাদ ও পরিষ্কার হইত। এইজন্য গান কাপড় ধুইতে ও পাট করিতে ৩০ টাকা হইতে কখন কখন ১৬১২ টাকা পৰ্য্যস্ত ব্যয় হইত । > * > R) هنگ»----- تم- همه ج.