পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

محم-Hi পাটে আছড়াইবার সময় মসলিনের স্বল্পতর স্থতাগুলি অনেক সময় স্থানে স্থানে এলোমেলো হইয়। পড়ে । কাপড় ধোয় হইলে সেই স্থানভ্রষ্ট স্বতাগুলিকে কেমন করিয়া দোরস্ত করা হয়, তাহাই চিত্রে দেপান হইয়াছে। একদিকে জমির দুটি খোপার সহিত সংলগ্ন একটি *নৱদ’ বা দণ্ডে দুই জনে কাপড়ের থানটি গুটাইযা পবিঘা আছে অপর দিকে আর একজন ঐ থানের গানিকটা -िश्वs-प्झछान्छाप्छौँो বাহির করিয়া তাহার স্থানে ঠিক সেইরূপ লম্বা আর একগাছি ভাল ও স্বল্প স্থতা পরাইয়া দিতে পারিত। ঢাকায় সেকালে এইরূপ অনেক দক্ষ বিকুওয়ালা ছিল । ঢাকার মসলিন কি ভাবে তৈয়ারী হইত সেকথা বলিলাম। এগন মসলিন সম্বন্ধে আরও কয়েকটি কথা বলিতেছি । বিচিত্র কারুকার্য্য-খচিত মসলিনের নাম জামদানী। জামদানী নানা প্রকারের প্রস্তুত - কাপড়ের কলের এঞ্জিন ঘর বিস্তার করিয়াছে। মধ্যস্থলে চতুর্থ ব্যক্তি যেখানে যেখানে উহা স্থত। হেলা গুছা হইয়া গিয়াছে তাহা ঠিক করিয়া দিতেছে । মসলিন পাটে আছডাইবার সময় তাহার অনেক স্থতা ছিড়িয়াও নষ্ট হইয়া যায়। রিফুল্লাগারের সেই সেই স্থতার পবিবৰ্ত্তে নূতন স্থতা লাগাইয় দেয়। ঢাকার মুসলমানেরা রিকুগারিতে বিশেষ দক্ষ । একজন স্বদক্ষ বিফুগার ২০ গজ লম্বা একটি স্বাক্ষ মসলিন খান হইতে একগাছি ষ্টেড বা মোট স্বত - - ליליםbי হইত। যথা—কারেল তোড়াদার, বুটিদার, তেরছা, জলবার, পাল্লাহাজরা, ছাওয়াল, দুবলীজাল, মেল ইত্যাদি । এক এক থrনি জামদানী ১৫০২ হইতে ৪৫ - টাকা মূল্যে বিক্রয় হইত। এখনও ২• • দুইশত টাকা মূল্যের কয়েকখান জামদানী বস্ত্র প্রতি বৎসর ত্রিপুরার মহারাজ ও অন্যান্ত সম্রাস্ত পবিবারের জন্য প্রস্তুত হয়। সম্রাট ঔরঙ্গজেবেব জন্য ২৫-২ টাকায় এক একখানা জামদানী প্রস্তুত হইত। ঢাকার নায়েব নাজিম মহম্মদ রেজাখার ل*۔--۔ج۔س*۔--ج۔--*۔--*۔--مم----