পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- **** --Hi----------- - --- - - - - ioni. _ === நீக் f

f i o li | | fi - --- - F. 7 "---- -- oil---------in-in- --- ..: 韶苷* ***-imio ச்ெiங்க் * 闇、


Fభ్షౌ o இ_ _ ն: *:: - -- * ... ." . - - o o

- -- তিৱতে বাঙ্গালী পণ্ডিত মহীপালের পর তাহার পুত্র নয়পাল পালবংশের সিংহাসনে উপবিষ্ট হইয়াছিলেন। কিন্তু ইহার রাজ্যের কোন কোন অংশে অন্ত লোকে অধিকার করিয়া লয়। এই সময়ে একজন বৌদ্ধপণ্ডিত বিখ্যাত হইয়া উঠেন । তাহার নাম দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ । তাহার শ্ৰী অর্থাৎ সৌন্দর্ঘ্য এমনি ছিল যে তিনি যেখানে যাইতেন, সেই স্থানই যেন প্রদীপের আলোকে হাসিয়া উঠিত। আর তিনি জ্ঞানেও সকলের বড় ছিলেন, এই জন্য র্তাহাকে জ্ঞান-অতীশ বলিত । লোকে তাহাকে শুধু অতীশ বলিয়াও সম্বোধন করিত। তাহার পুৰ্ব্ব নাম ছিল চন্দ্রগর্ত, পূৰ্ব্ববঙ্গের বিক্রমপুব তাহার জন্মস্থান, চন্দ্রগর্ভ বৌদ্ধমন্ত্রে नौभिऊ श्या नौ*कद्र ॐ छान आउँौ* नाभ नाच् করেন। ক্রমে তিনি একজন প্রসিদ্ধ বৌদ্ধ ভিক্ষু বা সপ্ল্যাণী হইয়া উঠেন। অতীশ অনেক শাস্ত্রেব জ্ঞান লাভ করিয়া একজন বিখ্যাত পণ্ডিত হন, যেখানে বুদ্ধদেব জ্ঞান লাভ করিয়াছিলেন, সেই বুদ্ধগয়ার মহাবোধিমঠে তিনি বহুদিন বাস করেন । তাহার মহাবোধিনঠে বাস করার সময় চেদি ੋ বংশের কর্ণদেব মগধ আক্রমণ করিয়াছিলেন। নয়পালের সহিত র্তাহার যুদ্ধ হয়। কর্ণদেবের সৈন্যগণ নয়পালের সৈন্সের হস্তে নিহত হইতেছে দেখিয়া দীপঙ্কর শ্ৰী তাহাদিগকে রক্ষা কবিয়াছিলেন। তাহারই চেষ্টায়ু উভয় পক্ষের মধ্যে সন্ধি স্থাপিত হয়, নয়পালের বাজত্ব কালেই দীপঙ্কর ঐ নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ নিযুক্ত হন । তাহাব অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্যের পরিচয় পাইয়া তিব্বতের রাজা লোক পাঠাইয়া তাহাকে তিব্বতে লইয়া যান। দীপঙ্কর শ্ৰী বুদ্ধ বয়সেই তিব্বতে গিয়াছিলেন। সেখানে গিয়া তিনি বৌদ্ধধর্শের অনেক উন্নতি সাধন করেন। দীপঙ্কর ত্র অনেক সংস্কৃত গ্রন্থ তীব্বতীয় ভাষায় অনুবাদ করিয়াছিলেন। অনেকে তাহার শিষ্য হইয়াছিল । তিব্বতে।গিয়া তিনি। অতীশ নামেই প্রসিদ্ধ হন। আজিও তিব্বতে অতীশের গৌরব ঘোষিত হইয়া থাকে। এইরূপে একজন বাঙ্গালী পণ্ডিত হিমালয় পার হইয়া সেই বরফের দেশে গিয়া সম্মান লাভ করিয়াছিলেন । [অতীশের বিস্তৃত জীবনী 'শিশুভারতীর ১৫৫৪ পৃষ্ঠায় দেখিতে পাইবে । ] triot-frt-tri-frt:::::::::::::Hii-tri-Erft t

t---f