পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উলডিল সময় লাnে কেশপাষ গেলে ? এখনই ফিরিষ। আইস ।" কিন্তু কেই উত্তৰ দিল না। তখন হন্ডব্র্যাণ্ডের প্রতি চাহিয়া বুদ্ধ বলিল, “উনডিন বন্ড দুষ্ট, মেয়ে, আরও কয়েকবার এইরূপ কবিয়াছে : খুজিয়া কোথাও পাই নাই, আবাব নিজেই ফিবিয়া আসিয়াছে। মহাশয় । এই ঝড়ে ও অন্ধকাবে তাহাকে পাওয়া অসম্ভব। ও বড় দুষ্ট : নিকটেই কোথাও আছে, আমরা একটু অপেক্ষা করিষা দেখি, ঝড় একটু কমিলে পজিতে যাইব ।" এই বলিষ। ধীবর নীরব হইল ধাবল বলিতে লাগিল,—“আপনি কঘ ত আমাদেব পালিত-কল্প উনচিনেল বিষম জানিতে কৌতুহলী তইঘাড়েন। কিরূপে গঙ্গাকে একটি স্বন্দী বালিকা গুছে প্রবেশ কৰিল পাইয়াছি, তাছা আমি আপনাকে বলিতেছি । পনেরো বৎসব পূৰ্ব্বে আমাব একটি কল্প। জন্মিয়াছিল । আমার আব কোন সস্তান-সন্ততি ছিল ন। বুড়া বয়সেব একমাত্র মেযেটি আমাদের অত্যস্ত আদলের হষ্টল। যখন বয়স দুই বৎসব, তখন এক দিন আমি সছরে মহন্ত বিক্রয কবিয়া গুছে ফিলিয়া অসিতেছিলাম। গুচের নিকটে আসিয। দেপিলাম, আমার পত্নী কৰুণ-স্বরে কাদিতে কাদিতে কুটীর হইতে দৌড়াইয়া আমার দিকে আসিতেছে। আমার প্রাণ র্কাপিয়া উঠিল। আমি বলিলাম, “দয়াময় ভগবন ! কি হইয়াছে ? কোণায় মেয়ে ? S CC 00 AAASAASAASAASAASAAAS KB BB S BS BB BB BBBB BBBS BBB করিল, “যাহাকে ডাকিলে, তাহারই নিকট সে গিয়াছে।” তাহাব পল পত্নীব নিকট শুনিলাম যে, সে হুদেব পালে কস্তাটিকে কোলে লক্টধা বলিষছিল, সহসা শিশু জলেব দিকে চাছিয়া হ্রদে ঝাপ দি যা পণ্ডিল, এবং মুহুৰ্ত্তমপো একেবাবে ডুবিয়া গেল। আমরা কত খুজিলাম, কত কাদিলাম, কিন্তু কায । আব সেই হৃদয়ের ধনকে ফিবিয়া পাইলাম না। সেইদিন বাত্রে আমরা শোকার্বঙ্গদযে নীরবে কটারে বলিয়াছিলাম। সহসা দ্বাল খুলিযা গেল, এবং একটি সুন্দলী বালিকা হাসিতে চাসিতে গুচে প্রবেশ করিল। তাহাব পবিধানে স্বন্দল কাপড়, কিন্তু তাহাব সমস্ত দেহ আদি বস্ত্র ও কেশ হইতে বিন্দু বিন্দু জল ঝরিতেছে। কিছুক্ষণ লিম্মিত ও নিৰ্ব্বাক ভাবে আমরা তাহার প্রতি চাহিয়া লছিলাম। তাহাব পর আমি বলিলাম এইমাত্র আমাদের প্রাণাধিক সন্তানকে হাবাইযাছি ; তাই আমাদের সাস্থনা কলিতে বুঝি দযাময় এই স্বন্দর শিশুটিকে পাঠাইuছেন। সেই দিন অবধি উনডিন আমাদেপ নিকট রচিযাছে। কাছাৰ সন্তান, কিরূপে কোথা হইতে আসিল, জানিতে পাবি নাই। কিন্তু বোধ ৮ধ, বহু দূবে কোন অপলিচিত শুন্দর দেশে বাস কলিত। কারণ, সে "ফটিক প্রাসাদ’ ও ‘প্রবাল-মন্দিরের’ গল্প করিত। আমি উচ্চাব নাম ডলোথিয়' ( 'ভগবানের উপকাল' ) লাগিতে চাকি যাছিলাম। কিন্তু পালিক। তাছাতে কোনও মতে লাজী হইল না। সে জেদ কবিষ বলিল, তাছাল নাম “উনডিন”। আমব। অগত্যা তাঙ্কার সেই উনডিন নামই লাগিলাম। উনডিন বড় চঞ্চল প্রকৃতি । সহসা জলপ্রবাহের শব্দ হইল, এবং অতি লেগে কুটীরেব ভিতলে জল পচিম আসিল । তখন বুদ্ধ ধীবর ভীত হইয়া চাংকাব করিয৷ বলিল,—উনডিন। উনডিন তুমি এখন কোথায !" যুবক ও ধীবর দ্রুতপদে বাহিরে গেলেন। তখন ঝড় বৃষ্টি থামিয়াছে, মেঘ সরিয়া গিয়াছে এবং চন্দ্রালোকে চারিদিক প্রফুল্প ও উজ্জল হইয়াছে। যে ক্ষুদ্র নদী অরণ্য --