পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- or a- or--

    • Wo 1: "riikirah

EL INTETITrarr. --TA TT Tr = • 7 * **o-ooooooo... " : * --: - * ב"ריף: - - - পাল ও সেনরাজ বংশ পালরাজবংশের শেষ কথা রামচন্দ্র, রাবণ রাক্ষসকে বধ কৰিয়া সীতাদেবীর উদ্ধার করিয়াছিলেন—ইহা সকলেই জান । পালবংশের রামপালও তেমনি এক সীতা উদ্ধার করিয়া দ্বিতীয় রামচন্দ্র বলিয়া বিখ্যাত হইয়াছিলেন । ঐ আমলের কবিগণের মধ্যে রামপালকে রামচন্দ্রের সহিত তুলনা দেওয়া একটা চলতি প্রথা হইয়া গিয়াছিল। র্তাহারা বলিতেন, রাম করিয়াছিলেন রাবণ বধ করিয়া সীতার উদ্ধার, রামপাল করিয়াছিলেন ভীমকে বধ করিয়া জনকন্তুর উদ্ধার। জনকভূর এক মানে সীতা, জনক হইতে যিনি হইয়াছেন। আর এক অর্থ জনকের অর্থাৎ পিতারও জন্মভূমি— অর্থাৎ পিতৃরাজ্য বরেন্দ্রীদেশ এখন এই জনক-ভূ উদ্ধারের কাfহনী তোমাদিগকে বলিতেছি । দ্বিতীয় মহীপালদের নিহত হওয়ার পর রামপালদেব কারামুক্ত হন। কিন্তু তাহাজের রাজ্য তখন শক্রপক্ষের হস্তগত। রামপাল কিরূপে তাহার উদ্ধার করিবেন, ভাবিয়া স্থির করিতে পারিতেছিলেন না । অবশেষে তিমি মামাস্থান পরিভ্রমণ - -- করিয়া সামন্ত রাজগণের নিকট o : *>eb "務「壺 ప్స్లో সাহায্য প্রার্থনা করেন, তাহারা 4उIगन्1 :ே كانت تغييتيتية রামপালকে সাহায্য কবিতে সম্মত হন। তাহার পর রামপাল গজারোহী, অশ্বারোহী পদাতিক তিন প্রকার সৈন্য iংগ্রহ কfরয়া ভীমের সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইলেন । নদী পার হওয়ার জন্য অনেক নৌকাও সংগ্ৰহ করিয়াছিলেন। সামন্তরাজগণ ভিন্ন রামপালদেবের মাতুলবংশীয়েরাও এইযুদ্ধে যোগদান করেন । র্তাহার মাতুলপুত্র রাষ্ট্ৰকুটবংশের শিবরাজ প্রথমে গঙ্গা পার হইয়া ভীমের রাজ্যে উপস্থিত হন। এবং তাহার লোকজনকে পরাজিত করেন। কিন্তু বরেন্দ্রী অধিকার করিতে পারেন নাই। অবশেষে রামপাল সমস্ত সামন্তরাজা ও মাতুলংশীয়দিগকে লইয়া আবার যুদ্ধযাত্রা করিলেন । তিনি অনেক নৌকাদ্বারা সেতু বাধিয়া গঙ্গাপার হইলেন এবং ভীমের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। ভীমও নিজ পরাক্রম দেখাইতে ক্রটী করেন নাই। কিন্তু সে যুদ্ধে তিনি জয়লাভ করিতে i ***-aa---------