পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রনাথ ভারত বর্ষকে coloured ) offin wiss “মহামানবের সাগর” বলিযাছেন। বস্বত: মানবজাতিব প্রধান বিভাগগুলির অল্পবিস্তর নিদর্শন ভারতবর্ষে এখনও বর্তমান। “শিশুভারতীর" প্রথম খণ্ডে (১১৯ ১২০ পৃষ্ঠায়) তোমরা পড়িয়াছ যে মানব-জাতি সাদা, কালো, হলদে প্রভৃতি বিভিন্ন ভাগে বিভক্ত। নৃতত্ত্ববিৎ পণ্ডিতেরা গাষের রং এবং মাথার ও মাকের আকৃতি ও চুলের পার্থক্য প্রভৃতি শারীরিক লক্ষণ অনুসারে সমুদয় মানবসমাজকে তিন চারিট মূল জাতিতে(primary races) বিভাগ করেন। মূলত: শ্বেত বর্ণের জাতিগুলিকে শ্বেতাঙ্গ বা ককেসিক জাতি ( White or Caucasian race ), *::so wife'sfoto কৃষ্ণাঙ্গ বা নিগ্রো এবং নেগ্ৰিটো (Black বা জাতি Negritic race), এবং পীতাভ বা পীতবর্ণের জাতিগুলিকে পীত বা মোঙ্গোলীয় জাতি (Mongolian Hj Yellow race) **il H I CYFR কেহ আমেরিকাবাসী তামাটে রঙ্গের ( copper sftt+ ( Red Indiansc*) স্বতন্ত্র শ্রেণীভুক্ত করিতেন ; কিন্তু এখন উহাদিগকে মূলত: পীতাভ মোঙ্গোলীয় জাতির অন্তর্গত বলিয়াই পণ্ডিতেরা নির্ণয় করিয়াছেন। অষ্ট্রেলিয়ার অসভ্য জাতিদিগকে কোনও কোনও পণ্ডিত একটি স্বতন্থ জাতীয়রূপে পরিগণিত করেন। কিন্তু বাসভূমির জল হাওয়ার প্রভাবে তাহাদের গায়ের বং কৃষ্ণাভ এবং কোনও কোনও বিষয়ে ত;ছারা কৃষ্ণ-বর্ণ নিগ্রোদের অমুরূপ হইলেও, মূলত: উছারা মিশ্র ককেসিক জাতি বলিয়া অনুমিত হয়। অষ্ট্রেলিয়াবাসী আদিম জাতিদিগকে ছাড়িয়া দিলে, অবশিষ্ট (বিশেষত: ইউরোপীয় ) শ্বেতাঙ্গ জাতিদিগকে সাধারণতঃ তিন শ্রেণীতে বিভক্ত করা হয় :–উত্তর ইউরোপে নর্ডিক ( Nordic ) জাতি, মধ্য ইউরোপে আল্লাইন (Alpine) জাতি, ও দক্ষিণ ইউরোপে মেডিটেরানিয়ান ( Mediterranean ) জাতি। ভারতের ককেসীয় জাতিদের