পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

---- ভাল বাড়ী, তার থাক সবচেয়ে বড় ক্ষেতখামার, তাব হোক সব চেয়ে বেশী টাকাপয়সা । কিন্তু ঘর বাড়ী খেত খামাব টাকাপয়স যদি কারু নিজস্ব না হয়, তবে লোকে বিবাদ কববে কি নিয়ে ? সবাই সমাজের জন্য খাট্‌লে, যার যে রক ন পায়োজন, সে .সই বকম পাবে কেউ কিছু জমান্তে পাবৰে না, এই তোল প্লেটোব আদশ রাজ্যের লাবস্থ। । বিশেষ করে শাসকদেল বেল। প্রটে। এ বিষয়ের কড়াকড়ি চেয়েছেন, বলেছেন দেশের যাবা শাসক হতে চায়, তালা দেশেব কাজ করবার জন্সই শাসক তবে, তার্থলোভে নয়, আজকাল আমাদের দেশে যেনন যে যত বড় চাকরী কবে, অর্থাং দেশেল সেলা করবার যে যত বেশী সুযোগ পায়, সেই বেতনও চায় তত বেশী । এ দেখলে প্লেটে। অবাক হয়ে যেতেন, ভাবতেন যে এ নিশ্চয়ই পাঞ্চলে কাণ্ড। এমনি পড চাকবী কর। মানে ক্ষমতা তাতে পাওয়া ক্ষমতাব টানেই লোকে তা পেতে চায়, তার উপর যদি তাতে টাকা পয়সাব ও বাড়াবাড়ি থাকে, তবে লোকে দেশের সেবা করতে না এসে নিজের স্বার্থের খাতিরে, টাকা পয়সাল লোভে সে সমস্ত কাজ পেতে চাইবে । তাল ফলে হবে এই যে দেশেব শাসন দেশের উপকারের জন্য হবে না –বড় বড় চাকুরের নিজেদের সুখ শুবিধাব দিকেই দৃষ্টি দেবে বেশী। সাধারণ মানুষের সঙ্গে প্লেটো শাসকদের তফাৎটা বড্ড বড় করে দেখেছেন। আইনকামুন শাসকেরাই করবে, সাধারণ লোকে কেবলমাত্র তাদের হুকুম তামিল করবে। সাধারণ মানুষের বৃদ্ধিতে প্লেটোর বিশ্বাস ছিল না, সে কথা আগেই বলেছি। কিন্তু শিশু-ভগৱতী তা হলেও প্রায় সকলেই তো সাধারণ মানুষ তাদের বুদ্ধি ত বেশী না হলেও নিজেদের শুখ-সুবিধা ভালোমন্দ তাবা কি একেবারেই বুঝতে পারে না ? যে জুতো তৈৰী করে, সে হয় তো জুতোর বিষয় আমব চেয়ে ঢের বেশী জানে কিন্তু তবুও জুতো পায়ে দিলে আমাৰ যে কোন খানটায় লাগছে, সে কথ। কি তার জুতোওয়াল৷ বলতে পাবে ? তাসল কথা সাপারণ মানুষকে প্লেটো নাবলিক ভাবে দেখেছেন, ভেলেছেন যে শাসকেব। তাদেল শিশুল মতনই লালনপালন করবে। শাসকদের নান ও দিয়েছেন তিনি পালক প। অভিভালক । কিন্তু শিশুকে .য পালন করে, তাল ও তে। ভুল ত’তে পাবে ? শিশু যদি কাদে হাবি দাঠ যদি ঘুমোতে চায় তা হলে ? অবশ্য প্লেটো বলেছেন যে শাসকদের ধনসম্পত্তি থাকলে না, বাড়ীঘৰ থাকবে না, স্ত্রী-পুত্ৰ কিছুক্ত থাকবে না- এক কথায় নিজের বলতে কিছুই থাকলে না । কিন্তু তা হলেও তাদেরও তো ভূল হতে পারে । একট। প্রবাদ আছে যে একটা মাথায় যতই বৃদ্ধি থাক না কেন, হাজার মাথাব বুদ্ধি আরো বেশী, তা কি একেবাৰেই ভুল ? বড় হয়ে তোমরা এ সব বিষয়ে নিজেরা আরো অনেক বেশী ভাববে –নিজের প্লেটো এবং আবে অনেক দার্শনিকের বই পড়বে। দেশবিদেশের অবস্তাব খবর নেবে, ইতিহাস থেকে শিখবে। একদিন হয় তো তোমাদেরই একজন প্লেটোৰ মত এ বিষয়ে নতুন কথা বলতে পারবে। এবং আজ যেমন তু'হাজার বৎসর পরে আমরা প্লেটোর কথা নিয়ে ভাবি, তেমনি আরে. ছ'হাজার বছর পরে তোমাদের কথা নিয়েই কত অালোচনা হবে। wox 2 - i