পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰাঙ্গশলা-কু-মুসলমাল অনেকবার জাজনগর বা উড়িষ্যা আক্রমণ করিয়াছিলেন। ক্রমে ক্রমে সে কথা বল। যাইবে । সিংহলে বাঙ্গালী পণ্ডিত্ত এই সময়ে রামচন্দ্র কবি-ভারতী নামে একজন বাঙ্গালী পণ্ডিত যথেষ্ট খ্যাতিলাভ করিয়াছিলেন । তিনি বরেন্দ্রীনগুলেল বীরালতী নামক স্থানেৰ অধিবাসী। পাশ্চাতা বৈদিক ব্রাহ্মণ-কুলে তাতাল জন্ম হয় । ললি सूलङाम छज्रवक् ইক্‌তিয়ার উজবক নামে লক্ষ্মণাবতীতে শাসনকৰ্ত্তা অত্যন্ত পবল হইয়া উঠিয়াছিলেন । তিনি স্বাধীনতা ঘোষণা কবিয়া সুলতান মগীসউদ্দীন উপাধি ধাৰণ কবেন । প্ৰথম প্ৰথম তিনি মূদ্রায় বাদশাহেব নামের সহিত নিজ নাম হাঙ্কিত কবাষ্টয়া পৰে কেলল তপিনাব নামই অঙ্কিত কবাহঁতেন । তাহাব সমনে লাঙ্গলাম মসলমান রাজ্য, প৬ সোনা মসজিদ— গী৬ ভারতী বৌদ্ধধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন । সেইজন্স তাহাব আত্মীয় স্বজন তাহার সহিত সম্বন্ধ বাখেন নাই । বামচন্দ্র তথন স্বদেশ পরিত্যাগ কবিয়। সিংহলে উপস্থিত হন । সে সময়ে পল। ক্রমবাচ্চ সিংহলে রাজা ছিলেন । তিনি কবি-ভারতীকে সম্মান কবিয সমূদ্ধাগমচক্রবর্তী উপাধি প্রদান করেন । রামচন্দ্র অনেক সংস্কৃত গ্রন্থ ও কোন কোন প্রসিদ্ধ গ্রস্থের টীকা প্রণয়ন করিয়াছিলেন । কবি-ভারতীর প্রণীত “ভক্তিশতকম”, একখানি প্রসিদ্ধ গ্রন্থ। দক্ষিণে নবদ্বীপ উত্তবে বহুদূর পর্যা ৯ বিস্তত হইয়াছিল। উজবকের মুদ্রায় নবদ্বীপেৰ নাম পাওযা যায়। উজবক ও জাজনগব আফ্রিমণে গমন করেন । তিনি প্রথম দুইবার জয় লাভ করিয়া তৃতীয়বার যুদ্ধে পরাজিত হইয়। ফিরিয়া আসেন । তাহাব পর দিল্লীর বাদশাতের সাহায্যে তিনি জাজনগরের রাজাকে পরাজিত করিয়াছিলেন । উক্ত বক কামরূপ জয় করিতে গিয়া পরাজিত ও বন্দী হইয়া প্রাণত্যাগ করেন । אז dאנסי