পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- এ ত গেল কিনারের কথা, যেখানে প্রাণী ও শৈলালের নমুনা নিজে দেখে কুড়িয়ে সঞ্চয় করা যায়। ডুব জলে অন্য উপায় গ্রহণ করতে হয়। ছোট নৌকায় সমুদ্রতলের উদ্ভিজ্জ চেপে খানিকটা লেরিয়ে গিয়ে জলের মধ্যে জাল ও বড় বড় বড়শী ফেলে, কড়া, কোদালি তাওয ইত্যাদি নানা বিচিত্র আকারের Dredging যন্ত্র জলে নামিয়ে দিয়ে সমুদ্র গর্ভেব ও সমুদ্রতলের রকম রকমের শৈবালাদি ও মৎস্তাদি জীবের নমুনা জোগাড় করা হয ! এৰ চেযেও দূর সমুদ্রে, যতদূর পৰ্য্যন্ত ডুবুরীর নামতে পেরেছে, সেখানকার জীব-জস্থর তথ্য তারাই সংগ্রহ করে নিয়ে আসে । ডুবুরী মানে ত শুধু অজ্ঞ অশিক্ষিত মজুর নয়, বড় বড় বিশেষজ্ঞ পণ্ডিতেরা ডুবুরীর কাপড় পরে এই কাজের জন্য সমুদ্রগর্ভে নামেন। সম্প্রতি লোহার র্যাচার ভিতর ডাক্তার বাব নামে এক পণ্ডিত ছুই হাজার দুশে ফুট অবধি নেমেছিলেন। --- אטלס\ SLASDBB SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS আগের পরিচ্ছদে তোমাদিগকে Lucas ও Baillie এর যন্ত্রের কথা বলেছি। ঐ সকল যন্ত্রের সঙ্গে নানা রকমের পাত্র জলে नाभि८ग्न नि८न उष्णtबtन्न जल कtनानि मभून' তুলে আনা হয়েছে, ও পরে অণুবীক্ষণ দ্বার। পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেই নমুনাতে কি কি রকমের জীবাণু আছে। কিন্তু মাঝ-দরিয়ায় যেখানে জল অথই সেখানকার তলার অবস্থাত ডুবুরী দেখে আসতে পারে না ! যন্ত্র নামিয়ে ও সেখানকার তলার জল কাদার নমুনা সংগ্রহ করে আন অসম্ভব। তাই, অতল সমুদ্র সম্বন্ধে আমা দের অনেকটা যুক্তি তর্ক ও আন্দাজের উপব নির্ভর করিতে হয়। পূর্ব পরিচ্ছদ গুলি পড়ে তোমাদের সমুদ্রতলের অবস্থা সম্বন্ধে একটা মোটামুটি • • www51łą wt£twte (Cushion star) জ্ঞান নিশ্চয় জন্মেছে। তবু কতকগুলি কথা আবার এখানে বলতে হবে, কেন না জলের প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব, তাদের স্বরূপ, তাদের সংখ্যা, অনেকাংশে নির্ভর করছে পারিপাশ্বিক অবস্থার উপর। জলগর্তের পরিস্থিতি যে নানারূপ হতে পারে -o-o-o-o-o-o-o-o