পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সাগৰুর গৰ্ভেজ্ঞ alist <C উদ্ভিদ- - মত এক এক সারি ছোট জল জ্বলে চোখই বল, কি বাতিই বল, আছে । জোনাকীর মত আলো বিকিরণের গুণ সমুদ্রের Plankton এরও আছে, তাই রাত্রিবেলা নৌকার দাড় টেনে যেতে যেতে মনে হয় যেন নৌকার চারিদিকে আগুনের ফিনকী উড়ছে। খুব গভীর জলে, একেবাবে তলায় যে সব মাছ থাকে তারা একেবাবে অন্ধ, চোখ কিছুই দেখতে পায় না, স্পর্শ দ্বাবা শিকার করে । জলের উত্তাপের দরুন ও মাছের তানেক তফাৎ হয়। বিষুবরেখা সন্নিকটস্থ উপর স্তরের তপ্ত জলের মাছ আবি মেরু প্রদেশের উপর স্তবের শীতল জলেস মাছ, এথা চতরাতে এক নয় । তবে মনে রেথে) যে গভীব জলের মাছ পৃথিবীর সকল সমুদ্রেই এক রকম, কেন ন দশ দিশ হাজার ফুট নীচেব জলের উত্তাপ সৰ্ব্বত্রই অল্পবিস্তর এক, অর্থাৎ বরফের উত্তাপের চেয়ে কিছু বেশী। অবশ্য উত্তাপ ভেদের দরুন প্রাণীব স্বরূপভেদের কপী যা উপরে বলেছি সেট। সামুদ্রিক কীট শুধু মৎস্যাদি ঠাণ্ড রক্তওয়ালা প্রাণীর সম্বন্ধে প্রযুজ্য। তিমি, জলহস্তী, সীল প্রভৃতি যে সমস্ত স্তন্যপায়ী জীব সমুদ্রে বাঁস করে তাদের রক্তের একটা আপন উষ্ণতা আছে বলে তার সকল প্রদেশেষ্ট থাকতে পারে । মাছের রক্তের স্বাভাবিক উষ্ণতা নেই । ডাঙ্গার প্রাণীদের মধ্যেও সাপের রক্ত દૈ1st, তাই তারা শীতের দিনে একেবারে কাবু হয়ে পড়ে, এ কথা তোমরা নিশ্চয়ই জান । কাকড়া সামুদ্রিক প্রাণীর সব পরিচয় দেওয়া চলে না । সমুদ্র যেমন বিরাট ও বিশাল, তেমনি তার অতল তলে যে কত প্রকার প্রাণী তাছে তাদের স্বরূপ নির্ণয় করা ও বড় সহজ নহে । ধব স্তাব। মাছ,-তোমরা অনেকেই পুরী, ওয়ালটেয়ার বা অন্য কোনও সামুদ্রিক বন্দরে উহাদের দেখে থাকলে । কিন্তু এই তাব। মাছেরই বা কত প্রকার ভেদ ?び電びエ এ সমুদয় সামুদ্রিক প্রাণীর ইতিহাস, চাহাদেব শ্রেণা বিভাগ এবং বিভিন্ন শ্রেণীর আকৃতি ও প্রকৃতিব পরিচযও বড সহজ নহে । কাকড়া—এই কাকড়াই বা কত রকমের তাকার ভেদ অাছে তাদের গঠনই রা কত বিচিত্র রকমের, তারপর তাদের কাৰ্য্য-প্রণালাই বা কত অদ্ভুত রকমের । এইরূপ ভাবে সামুদ্রিক প্রণালীর বৈচিত্র্য পূর্ণ ইতিহাস সম্বন্ধে বিস্তারিত ভাবে বলা যে কত কঠিন তা বুঝতেই পার। כר לכ\ -