পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fவுெளு. தtது தி রামমোহন রায় ১৭৭৪ খৃষ্টাব্দে হুগলি জেলার রাধা নগর গ্রামে জন্মগ্রহণ করেন । তাহার পিতা রামকান্ত রায় মুশিদাবাদে নবাব সরকারে কৰ্ম্ম কবি েশুন । তিনি পারস্য ও আরব। ভাষায় বুৎপন্ন ই ইয়া সংস্কৃত লিখিবার জন্ত কাশী যাত্রা করেন ; কাশী হইতে সংস্কৃত শিগিয়া যখন দেশে ফিরেন তপন তা তার বয়স মাত্র ষোলে। বৎসর । অল্প বয়সেই পিতার সঙ্গে ধৰ্ম্ম বিষয়ে তাহাব মনা স্তর হয, এবং বাড়ী ছাড়িয়া মান স্থানে ঘুরিবার পর চি মালয়ের নিকটে কোথাও গিয়া শুনি কিছুকাল অতিবাহিত করেন । তাখার পব তিনি মগন দেশে ফিরিয়া হাসিলেন তখন র্তাহার বয়স কুড়ি বৎসর। নাম বিষয়ে জ্ঞান লাভ কfরতে তাৰ ও কয়েক বৎসর কাটিব। গেল । ছবিবশ বৎসর বয়সে তিনি চাকুরি গ্রহণ করেন ; রঙ্গপুর, রামগড়, ভাগলপুর, ক্রমান্বয়ে এই তিনটি স্থানের কালেক্টরিতে কৰ্ম্ম কfরয়। পরে কলিকাতায আসিয়া বসবাস করিতে অ1রস্ত করেন **ার পূবেৰষ্ট, শর্থাৎ বাইশ বৎসর বয়সে তিনি প্রথম ইংরাজি শিখিতে আরস্ত কবেন : সাতাইশ বৎসর বযসে ইংরাজী বুঝিতে পারিতেন কিন্তু লিপিতে পারিতেন ন, শেসে অবশ্য ইংরাজি ভাষায় নানা বিষয় কতিত্ব সহকাবে লিখিয়াছিলেন । ইহা ভিন্ন অত্যাগ্য ভাষা ও তিনি শিখেন । রঙ্গপুরে তাহাব প্রথম কৰ্ম্ম গ্রহণ, তিনি সামান্য কে রাণি হইতে নিজ গুণে দেওয়ান পর্যান্ত হইয়াছিলেন ; তাহার চাকুবি কাল মোট ১৩, ১৪ বৎসর । আপার সারকিউলার রোডে, এখন যেখানে শুকিয়া ঠাঁটের থানা আছে, সেখানে রামমোহনের নিবাস ছিল। এই সময় কলিকাতা ছিল, শুধু বঙ্গভূমির নহে ভারতের ও রাজধানী। স্ত্রীশিক্ষা, উচ্চশিক্ষা, সমাজসংস্কার, সতীদাহ বা সহমরণ-প্রথার উচ্ছেদসাধন, বিশুদ্ধ ধৰ্ম্ম-প্রতিষ্ঠা ইত্যাদি নানা বিষয়ে তখন কলিকাতায় আন্দোলন চলিতেছিল ; প্রতিভা ও ঔদার্যাগুণে রামমোহন সে সকলে অগ্রণী হইলেন । বাঙ্গালা ভtষায শাস্ত্র ও অন্যাস্থ্য বিষয় অালোচনার জন্য তিনি এখন অবসর ও যপেস্ট পাইলেন । ब्रामप्भाश्न কলিকাতায প্রায ষোল বৎসর কাটাই বার পর তিনি বিদেশ যাত্রা করিবার সুযোগ পান ; দিল্লীর বাদসাহের কোনও কৰ্ম্মের ভার লইয়। ১৮৩০ খৃষ্টাব্দের শেষ ভাগে তিনি ইংলণ্ড যাত্রা করেন। কোম্পানী বাদসাহের বৃত্তি কমাইয়া দেন, তাহার বিরুদ্ধে পালামেণ্ট বা ইংলণ্ডের মহাসভার নিকট আবেদন कद्रांद्र खांद्र थtकि व्न ऊँtट्tद्र ऍछ*त । ब्राiभcभfश्न AASAASAASAASAASAASAASAASAASASASS טר לס