পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مم--م-حہ * 来→→ - সমস্ত ভূমিতে কৃষিকার্য্যের যাহাতে উন্নতি ছয়, লেজস্থ দীঘি ইত্যাদি খলিত হইতে থাকে, সে সিংহলের রুয়াল ভেলিব জলে ডোবা পাথরের হাতী জন্তই সিংহলের কৃষিকাৰ্য্য এতদূর উন্নতি লাভ করিয়াছে। ৩-২ খৃষ্টাব্দের রাজা মহাসেনের পর হইতে নিম্নজাতীয় শুলুবংশীয রাজার সিংহলে রাজত্ব আরম্ভ করেন। লিজয়সিংহের বংশে ৫১ জন রাজত্ব করেন। গুলুবংশে ৬২ জন রাজা ৩-১ খৃষ্টান্ধ হইতে ১১৫৩ খৃষ্টাব্দ পর্যান্ত সিংহলে রাজত্ব করেন । সিংহলের রাজাদের মধ্যে তিস্লের পর প্রক্রমবাহু নৃপতির গ্যাতিই ছিল খুব বেশী। এই নৃপতি ১৩৯৫টি কৃষি-দীঘির সংস্কার করেন। বৌদ্ধধৰ্ম্মের উন্নতি বিধান করেন এবং কম্বোডিয়া ও অররমন আক্রমণ করেন। তাছার মৃত্যুর পর সিংহলের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়াছিল।" ১২১২ খৃষ্টাব্দে মগদেব অধিনায়কতায় মালাবারীগণ সিংহল অধিকার করেন। ১২৬৬ খৃষ্টাব্দে পালিত প্রক্রমবাহ (তৃতীয় ) আবার মালাবারীগণেব নিকট হইতে পুনরুদ্ধার করেন। একবার ১৪-৫ খৃষ্টাব্দে চীনের সৈন্তাধ্যক্ষ চিংহো লঙ্কার বৌদ্ধমন্দিরে উপহার দিতে আগমন করিলে, সিংহলরাজ বিজয় ( ষষ্ঠ ) তাছাকে আক্রমণ করেন। ইহার ফলে কিছুদিন পরে চিংছো বিপুল সৈন্তবাহিনী লইয়া বিজয়বাহকে পরাজিত করিয়া সপরিবারে তাহাকে - F. 9–36 &br&Q সিংহল বন্দী কবিয়া চীনদেশে ইয়া গেলে পর চীন সম্রাটু র্তাহাকে দেশে পাঠাইয়া দেন। লঙ্কা-বিজয়ী মালাবারীগণ হিন্দু ছিলেন। এ জন্যই সিংহলে বৌদ্ধ বিহারের সহিত অনেক হিন্দু মন্দির দেপা যায। এই সমস্ত হিন্দু মন্দিরে গণেশ, নটরাজ শিল এবং সুব্রহ্মণ্যদেৰ ( কাৰ্ত্তিকের ) বিষ্ণুমূৰ্ত্তি প্রভৃতি দেখা যায়। - ১৫ •৫ পৃষ্টাব্দে নলম ধৰ্ম্ম প্রক্রমবাহু যখন দক্ষিণ লঙ্কায রাজত্ব করেন, সে সময়ে মালাবারীরা জাফনা পটমে রাজধানী প্রতিষ্ঠা করিয়া রাজত্ব করিয়াছিলেন। পতুগিজেরা ১৬১৭ খৃষ্টাঙ্গে মালাবারীদের হাত হইতে জাফনা বাজধানী অধিকার কবেন। ১৬২৭ খৃষ্টাব্দে বিমলধৰ্ম্ম নৃপতির লাতা বাজা সেনরাট পর্তুগীজদের পরাজিত কবেন। পর্তুগীজেরা এসময়ে বাটাভিয়ার ওলন্দাজগণের সাহায্য প্রার্থনা করেন। পোলানারাওয়ার পাহাড়ের গায়ে খোদিত বুদ্ধের বৃহদাকার প্রচার মূৰ্ত্তি—সিংহল ওলন্দাজের এই সুযোগে এ দেশে আধিপত্য বিস্তার করিবার সুযোগ লাভ করে এৰং বাণিজ্য দ্বারা