পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

米r -- এই সময় কান্তকুজ বা কনোজে ইন্দ্রায়ুধ নামে এক রাজা রাজত্ব করিতেছিলেন। আবার বর্তমান রাজপুতনার ভিল্লমাল নামক নগৰে বাজধানী প্রতিষ্ঠা করিয়া গুর্জর প্রতীহার বংশীয় নাগভট নামক একজন রাজা প্রেবল প্রতাপে রাজপুতনা ও মালবদেশ শাসন কবিতেছিলেন। এই সময়ে বিন্ধ্যপৰ্ব্বত ও নৰ্ম্মদ নদীর দক্ষিণে রাষ্ট্রকূট বংশীয় নৃপতিগণ অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছিলেন। ইতাদের রাজধানী প্রথমে ছিল নাসিক নগরে পরে উহা মাস্তখেত নগবে স্থানান্তরিত হয়। পূৰ্ব্বভারতের রাজা ধৰ্ম্মপাল রাষ্ট্রকূটরাজ তৃতীয় পাছাড়পুব স্তপের উত্তর পশ্চিমদিকের দৃপ্ত গোবিন্দের ( নামান্তর পরবল ) কম্বা রন্নাদেবীকে বিবাহ করিয়াছিলেন । মহাবীর ধৰ্ম্মপাল বাজা হইয়া প্রথমে নিজের বাঙ্গালা ও বিহার রাজ্যের শাসনব্যবস্থ। মুন্দর ও স্বশৃঙ্খল কবিয়া ফেলিলেন । পরে তিনি লহু লৈষ্ঠ লইয়া বিদেশ জয় করিতে বাহির হইলেন। লিঙ্গাবের পশ্চিমে কাশী প্রদেশ। উহা জয় কবিয়া ধৰ্ম্মপাল গঙ্গাযমুনাসঙ্গমে প্রয়াগ অধিকার করিলেন। তিনি সৈন্য লইয়া অগ্রসর হইতেছেন দেখিয়া কান্তকুজ-রাজ ইন্দ্রায়ুধ প্রমাদ গণিলেন । শিশু-ভাল্লতী -- - ধৰ্ম্মপাল সিংহের মত যাইয়া কান্তকুজরাজ্যের উপর বাপাইয়া পড়িলেন। ভয়ানক যুদ্ধ হইল। ইন্দ্রাযুদ্ধ পরাজিত হইয়া ধৰ্ম্মপালকে কান্তকুজ রাজা ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। মহাসমাৰোহে কান্তকুঞ্জেব সিংহাসনে নবীন সম্রাট ধৰ্ম্মপালের অভিষেক হইল । পরাজিত ইন্দ্রায়ুধেব এক ভাই ছিল, তাহার নাম চক্রায়ুধ । চক্রায়ুধ এই সময় আসিয়া ধৰ্ম্মপালের বশ্যতা স্বীকার করিলেন। বলিলেন, “সম্রাট, আমার পৈত্রিক রাজ্য আমাকে ফিরাইয়া দিন। আমি আপনার অধীন বাজারূপে এই রাজ্য শাসন করিব।” উদার হৃদয় ধৰ্ম্মপাল চক্রাযুধের উপর প্রসন্ন হইয়া কাৰ্য্যকুজে ফিরিয়া চক্রায়ুধেব অভিষেক কৰাইলেন। রাজপুতনা ও পঞ্জাবের সমস্ত রাজগণ ধৰ্ম্মপালের মহত্ত্ব দেখিয়া সাধু ! সাধু ! বলিয়া ধৰ্ম্মপালকে প্রশংসা করিতে লাগিলেন। ভিল্লমালেব তেজস্বী বাজা নাগভটেব কিন্তু ধৰ্ম্মপালেব এই গৌৰৰ সঙ্গ হইল না। বাঙ্গালাদেশে যখন অবজেকতা ছিল, বাঙ্গলার রাজারা যখন দুৰ্ব্বল ছিলেন, তখন নাগভটের পিতা বৎসরাজ বাঙ্গালাদেশ আক্রমণ কবিয়া তথায় রক্তস্রোত বহাইয়াছিলেন,—বাঙ্গালার ছুইটী রাজছত্ৰ কাড়িয়া আনিয়াছিলেন। সেই পদদলিত বাঙ্গালার রাজা আজ সমগ্র পূর্ব ও উত্তরভারতের সম্রাট হইতে চলিলেন, ইহা নাগভটের সহ্য হইল না। নাগভট প্রকাণ্ড বাহিনী লইয়া কান্তকুজ আক্রমণ করিলেন, চক্রায়ুধ পরাজিত হইয়া ধৰ্ম্মপালের আশ্রয় গ্রহণ করিলেন। এইবার নাগভটের সহিত নবীন সম্রাট ধৰ্ম্মপালের ভীষণ যুদ্ধ উপস্থিত হইল। Հb-Գ