পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

臀 --------- ---- শিশু-ভগৱতী ------- পুরের মন্দির ও পিহার একসময়ে ধৰ্ম্মপালদেবের সোমপুৰ মহাবিহাৰ নামে পবিচিত হইয়া উঠিয়াছিল। ধৰ্ম্মপাল ধৰ্ম্মে পৌদ্ধ হইলেও প্রকৃত বাজার মত সকল ধৰ্ম্মকেই তিনি শ্রদ্ধা করিতেন। তিনি পলিতেন, যাহাব যাহ। ধৰ্ম্ম, নিষ্ঠার সহিত সে তাঙ্গাই আচরণ করুক। পালবংশের প্রতিষ্ঠার কিছু পূৰ্ব্বে আদিশূব বাঙ্গালাদেশে কান্তকুজ হইতে বেদজ্ঞ ব্রাহ্মণ অনাই যাছিলেন। এই ব্রাহ্মণদের একজনেব নাম ছিল ভট্টনাৰায়ণ । ভট্টনাবায়ণেব পুত্র আদিগ।এী ওঝাকে দিয়া পৰ্ম্মপাল বৈদিক যজ্ঞ কবইয়ছিলেন । ওঝা যজ্ঞের দক্ষিণাস্বৰূপ গঙ্গা তীরে ধামসাব নামে একখানা গ্রাম ত্রহ্মেত্তব পাইয়াছিলেন । এইরূপে তিনি লরেন্দ্রীপ্রদেশে অর্থাৎ গঙ্গাব উত্তৰ পাডে কবঞ্জ নামক একখানা গ্রাম কাশ্যপ গোলীয় স্বর্ণরেখা নামক ব্রাহ্মণকে ত্রহ্মোত্তর দিয়াছিলেন। এই গ্রামের নাম হইতে স্বর্ণরেখার এক শাখা পাবেন্দ্র ব্রাহ্মণ সমাজে করঞ্জাই নামে পরিচিত হইয়াছে । এই কবঞ্জ গ্রাম পাবনা জেলাব শাহজাদপুরেব মাইল দশেক দক্ষিণ পূৰ্ব্বে অবস্থিত। পালরাজগণের মন্ত্রী বংশ ও পৌদ্ধ ছিল না, ব্রাহ্মণাধৰ্ম্মাবলম্বী এবং শাণ্ডিলা গোত্রীয় বাহ্মণ ছিল। ধৰ্ম্মপালেব মন্ত্রীর নাম ছিল গর্গ। তিনি অহঙ্কার কবিয়া ললিতেন--**দেবরাজ ইন্দের মন্ত্রী বৃহস্পতি ইন্দ্রকে মাত্ৰ পূৰ্ব্বদিকের বাজ কবিতে পাবিয়াছিলেন,—সেই রাজা ও আবার দৈতোরা কড়িয়া লইয়াছিল। আর আমি পুৰ্ব্বদিকের অধিপতি ধৰ্ম্মপালকে পূর্বপশ্চিম উত্তৰ দক্ষিণ সমস্ত দিকেরই অধিপতি কবিয়া দিয়াছি।” ধৰ্ম্মপাল ও তাহার পুত্র দেবপালের রাজত্বে প্রাচীন নালন্দা মহাবিহার সীমান ও -- २b-१२ তাহার ছেলে বীতপাল নামে দুইজন সুদক্ষ শিল্পী লাস করিতেন বলিয়া জানা যায়। ইহার পিতাপুত্রে পাথর খু'দিয়া এবং অষ্টধাতু গলাইয়া এমন চমৎকার দেবদেবীর মূৰ্ত্তি গডিতেন যে, তাহ দেখিয়া লোকে অবাক হইয়া যাইত । নালন্দা মহাবিহার মগধেব প্রাচীন রাজধানী রাজগুহের ৬৭ মাইল উত্তরে এবং পাটনার প্রায় ৩৫ মাইল দক্ষিণ পূৰ্ব্বে অবস্থিত ছিল। তথায় খুড়িয়া এপন মহাবিহাবের ভাঙ্গা দালান কোঠা মাটিব নীচ হইতে বাতিব কবা হইয়াছে,— সঙ্গে সঙ্গে অসংখা পাথর ও ধাতুব দেবদেপাব মূৰ্ত্তিও বাহিব হইয়াছে। পাগর কাটিয়া বা পাতু গলাইযা মূৰ্ত্তি গড়াব নাম ভাস্কর্যশিল্প। বাঙ্গালা ও লিহাবে ভাস্কৰ্য্যfশল্প যে একটা কতবড় শিল্পে পরিণত হইয়াছিল, নালন্দাব মূৰ্ত্তিগুলি এবং কলিকাতা, রাজসাহী ও ঢাকাৰ যাদুঘবে বক্ষিত মৃত্তির সংগ্রহ দেখিলেই তাহা বুঝিতে পাৰা य1ग्रा । ধৰ্ম্মপাল বাঙ্গালী জাতির গৌরব ও প্রভাল যে ভালে বুদ্ধি করিয়াছিলেন, তাহাতে বাঙ্গালী জাতাব অতীত ইতিহাস চিবসমুজ্জল হইয়া রহিয়াছে। ঐ সময়ে বাঙ্গালীর এই লাব সমাটের রাজশক্তি স্থদুর উত্তর পশ্চিমের সীমা গান্ধীর প্রদেশ পর্য্যন্ত বিস্তত হইয়াছিল। ধৰ্ম্মপাল তাহার অসাধাবণ বীরত্ব প্রভাবেই উত্তর ভারতের কাহাকুজাদি রাজা জয় করিতে পাবিয়াছিলেন। কাহারও কাহারও মতে ভোজ, মৎস্য, মন্দ্র, কুরু, যন্থ, অবস্তি, গান্ধার, কীর প্রভৃতি বিভিন্ন রাজ্যের নৃপতিবর্গ তাহার বশ্যতা স্বীকার করিয়াছিল। ধৰ্ম্মপাল প্রায় বত্রিশ বৎসর পর্যান্ত রাজত্ব করিয়াছিলেন । AASAASAASAASAASAASAASAASASY