পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- সেখানকার মহাদিজ খীর তৈয়ারী একটি স্থাপত্যে প্রাচীন ভারতের ছায়া খুব সুস্পষ্ট ভাবে আছে । আবুতুরাজের কবরের হিন্দু বা বৌদ্ধ মন্দিরের মত থামগুলি দেখিবার জিনিষ । দক্ষিণাত্য প্রদেশে বীজাপুরে আদিলশাহের কবরটি বেশ মাপ ও প্রমাণের সঙ্গে সুঠাম ভাবে গঠিত। ইহার গম্বুজটি পৃথিবীব মধ্যে রোমের সেন্টপিটাসের পরেই উল্লেখযোগ্য । এত বড় গম্ব,জ আর কোথাও কোন দেশের স্থাপত্যে পৃথিবীতে আজ পৰ্য্যন্তও তৈঘারী হয় নাই। সকল দেশের স্থপতির কাছেই এটি একটি বিস্মযকর ব্যাপার । ই হার গঠন প্রণালীর মধ্যে এমন একটি বিশেষত্ব আছে যে, ইহা পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি কালে তৈয়ারী হ ইলেও এখন পর্যন্ত অটুট ভাবে অবস্থান করিতেছে। সাসেরামে সূব রাজ্যের প্রধান রাজাশের সাহের যে কবরটি আছে সেটি মুঘল সমযকার একটি অপুর্ণব স্থাপত্য কলা। গম্বুজটির সঙ্গে বাড়ীটির এমন সামঞ্জস্য রক্ষা করিযী তৈযারী করা হইয়াছে যে, দেখিলে মনে হয়, এই স্থাপতাকল যেন আপনা হইতেই একটি পুষ্পের মত বিকশিত হইয়া আছে। মোটামুটি এই স্থানের স্থাপত্যের ভাবটাতে যেন বৌদ্ধ ভূপের গাম্ভীর্য অনুভূত হয়। তাজের মধ্যে যেমন হাওয়ার উপর গড় হাঙ্গা ভাব আছে, এটিতেও আছে স্কুপের মত স্তম্ভিত ভাব। বাবরের সময়ের স্থাপত্য কীৰ্ত্তির মধ্যে সাম্ভালে জুম্মামসজিদটি বিশেষ উল্লেখযোগ্য। হুমায়ুন রাজ্য লইয়া অস্থির হইয়া পড়িয়াছিলেন। র্তাহার জীবনে শাস্তিতে রাজ্য করা খুব কমই হইয়াছিল। নিৰ্ব্বাসনেই বেশীকাল তাহার কাটিয়া গিয়াছিল। به همه به tegyحه ast}== جسمچ=tجه - তাই উল্লেখযোগ্য স্থাপত্য কীৰ্ত্তি তাহার সময়ের কিছুই নাই । তাহার কবরটি তাহার বেগম সাহেব তৈযারী করিয়াছিলেন, আকবরের আমলে। তাৰপরেই আকবরের যুগ । আকবর তাহার সুদীর্ঘ রাজত্বকালে ,%3 ,t۶۱t٤ه ٦.٦t:t: ( 8ه ند-ــون ه » د ) মসজিদ প্রভৃতি নিৰ্ম্মাণ করির বিপুল কাত্তি বাগিয়া গিয়াছেন। আকবর অতিশয় স্থাপত্যানুরাগী ছিলেন । উষ্ঠ ছিল তাহার একটা নেশা। এমন কি, শোনা যায়, সম্রাট স্বয়ং রাজমজুরদের কাজ তদারক করিতেন । আকবর নিজে তদারক করিয়া ফতেপুর দুর্গ তৈয়ারা করিয়াছিলেন, এরূপ ছবি তাহারই শের সাহের সমাধি আমলেব অTাক প্রাচীন চিত্রে আমবা দেখিয়াছি । আকবর ঈশ্বরবিশ্বাসা ছিলেন ও সকল ধৰ্ম্মকে রক্ষা করাই বাজার প্রধান কন্তব্য বলিয়া মানিতেন । তিনি নিজে এক ৰণ লিপিতে পড়িতে না জানিলেও নানা শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত রাখিবা ভাবতের প্রাচীন শাস্ত্র ও শিল্প বিষযে বিশেষ ব্যুৎপত্তি লাভ করিযাছিলেন এবং তাতারই ফলে ফতেপুর সিক্রাব স্থাপত্য কলা ভারতের একটি সব্বোৎকৃষ্ট স্থাপত্য কীপ্তিরূপে পরিচিত হইয়া আছে। পৃথিবীর নানাদেশে 'আদ্যভক্ষ্যধমুগুণ রাজপ্রাসাদ অনেক আছে ΨΨι!