পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমাদের মধ্যে অনেকেই নিজের হাতে অনেক রকম ফুল, ফলব। সব জীগাছেরচায়। রোপণ রোপন কপিধার পূৰ্ব্বে কোদাল, পুংপী প্রভৃতির সাহায্যে মাটী গভীপ ভাবে ভাল করিয়া আলুগ করিয়া লইয়াছ। ধান, পাট, আলু, তামাক, ইক্ষু, গম পড়তি শস্তের বীজ বপন কারবার পূৰ্ব্বেও লাঙ্গল দিয়া ক্ষেত্রেঃ মাটী এইরূপ আলুগ৷ করিয়া দেওয়া হয়। কোন প্রকারের গাছ জন্মাইবার পূৰ্ব্বে এইরূপ ভাবে মাটী অাগ করিয়া দেওয়াকেই তুমি কর্ষণ বলে । তোম। জান যে, শিকড়ই গাছকে মাটর সহিত দৃঢ়ভাবে আট্‌কাইয়া লাখে। তোমরা যদি একটি বে গুন গাছকে মাট হুঃ তে টানিমু। উঠাইবার চেষ্টা কব, দেখিবে, উহাকে উপভাইয়। তুলিঙে তোমাদের কত জোরের দরকার হইবে। ইহা হইতেই শিকড় কি ভাবে গাছকে মাটির সহিত শক্ত ভাবে আটকাইয়ু। রাখে, ঝড়-ঝাপট ও জীব-জন্তুর আক্রমণ হইতে রক্ষা করে, তাহ তোমরা অনাঘালে বুঝিতে পরিবে । তোমরা ত কতবার দেখিয়াছ যে, প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ কত বেশী নাড়া পাইয়াও সহজে পড়িয়া যায় না ; শিকড়ই তাহাদিগকে সবলে ধরিয়া রাখে বট, অশ্বথ, আম, কঁাটাল প্রভৃতি গাছের শিকড়ের তুলনায় পেঁপে,লেবু,বেগুন, মরিচ,লাউ,কুমড়া, ধান, ভুট্রা ইত্যাদি গাছের শিকড় খুব ছোট ও সরু ; তাছা হহলে তোমরা বুঝিতে পারিতেছ যে, যে গাছকে আঠুকাইয়া পাখিতে যেমন জে{aালো শিকড়ের প্রয়োজন, সাধাৰণত: সেইগাছের সেইরূপ শক্ত ও বড় শিকড়ই থাকে। গাছকে মটার সহিত দৃঢ়ভাবে আটকায়। রাখিবার জন্য অনেক রকম গাছের শিকড় উহার দেহের দুই পাশ হইতে আড়াআড়ি ভাবে অনেক শাখা-প্রশাখা বাহির করিয়া চারিদিকে ছড়াছযু দেয়। সুতরাং তোমরা অনায়াসে বুঝিতে পারবে যে,মাটর ভিতরে শিকড় যাইতে অনায়াসে ও অবাধে শাখা প্রশাখা বাহির করিয়। বিস্তুত হইতে পারে, সেই জন্তই ভূমি কর্ষণের দ্বারা ক্ষেত্রের মাটী উত্তম রূপে আল্গাকরিয়া ८न Sध्र1 श्प्र । শিকড়েল আর একটি কাজ মটীর ভিতর হইতে গাছের খাদ্যের উপাদান সংগ্ৰং কর। মাটী ধন্তই গভীর ও আলুগু ভাবে কধিত হুইৰে, শিকড় ততই মাটীর ভিতবে ও আশে পাশে ছড়াইয়া গিয়া গাছের খাদ্যের উপাদান সংগ্ৰহ করিতে পরিবে। কিন্তু গাছের খাদ্যের উপাদানগুলি মাটীর ভিতরের জলের সহিত মিশ্রিত হইয়া তরল অবস্থা প্রাপ্ত ন হইলে শিকড় তাহা গ্রহণকরিতে পারেন। সুতরাংমাটীতে যথেষ্ট পরিমাণে জল-থাকা একান্ত আবশুক । যদি কোন মাটীতে জলের অভাব হয়, তাহা হইলে জল সেচন করিয়া উহার জলের অভাব পুরণ করিতে হয়। গাছ যে কৈশিক আকর্ষণের সাহায্যে মাট হইতে খাদ্যের উপাদান সংগ্রহ করে, ইহা “মাট” প্রবন্ধে তোমাদের বলা হইয়াছে। যে মাটার কণা য৩ থস্ম,