পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উঠিয়াছে । বথ গার, বিওয়লফ ও তাঙ্গার যোদ্ধাদিগকে বহু মূল্যবান উপহার দিল— চারণ কবিরা বিওয়লফের যশোগীতিতে সমস্ত দেশ মুখরিত করিয়া তুলিল। উৎসবশেষে রথগালের লোকেরা চেরটে ঘুমাইয়া বহিল ; আজ আর তাঙ্গদের চিন্তা নাই, ভয় নাই—যে ভীষণ শত্রুর ভয়ে তাহারা বারোটি বৎসল প্ৰাণে মবিয়াছিল, সে আজ পাচিয়া নাই । কি ভুলই না তাহার। করিয়াছে পুন-হুতার প্রতিশোধ লইবার জন্য শাহাব মা ত এগনে জীবিত ৷ এবার সে নিজে আসিল এবং কয়েকজন নিদ্রিত যোদ্ধাকে তুলিয়া লইয়া তাহাৰ আধাসভূমিতে চলিয়। গেল। পর দিন ভোরে আবার দেশময় কান্নার রোল উঠিল। বিওয়লফ ও রথ গাব আর কালবিলম্ব না করিয়া জলাভূমির অপব তীবে যে পুকুরের নীচে গ্রেণ্ডেলেব মা বহু জল-দৈতোৰ সহিত বাস কবিত, সেখানে গিয়া উপস্থিত হইল। রঙ্গ গারের একজন সৈন্য যে তরবারি তাহাকে উপহার দিয়াছিল সেই যাদুগুণবিশিষ্ট তরবারি লইলা ও বম্ম পরিধান করিয়া বিওয়লফ জলের মধ্যে লাফাইয়া পড়িল । গ্রেণ্ডেলের মা তৎক্ষণাৎ তাহাকে সবলে পরিয়া ফেলিল এবং টানিতে টানিতে তাহাকে গুহার ভিতর লইয়া গেল । বিওয়লফ সেই তরবারি দিয়া তাহাকে সজোরে আঘাত করিল কিন্তু তাহাতে তাহার কোন ক্ষতিক্ট কবিতে পারিল না । তখন বিওয়লফ সেই দানবীকে তাহার বজ্ৰমুষ্টিতে ধরিয়া ফেলিল। আবাব এক ভীষণ মল্লযুদ্ধ আরম্ভ হইল । গ্রেওেলের মা বিওয়লফের বক্ষ লক্ষা করিয়া সজোরে এক ছুরিকাঘাত করিল কিন্তু তাঙ্গাব বৰ্ম্ম এ যাত্রা তাহাকে রক্ষা করিল। এমন সময় হঠাৎ বিওয়লয়, দেখিতে পাইল, প্রাচীর গাত্রে একখানি তরবারি বুলিতেছে । সে সাগ্রহে সেই তরবারিটি 嘯+ -- --- *<s-ब्ळ्पन्त्रकी --------- متمم مم مج۔ صلى الله عليه وسلم গ্রহণ করিল এবং বিদ্যুদৃগতিতে গ্রেণ্ডেলের মায়ের উপর লাফাইয়া পড়িয়া এক আঘাতে তাহাকে ধরাশায়িনী করিল। বিজয়ী বিওয়লফ দেখিতে পাইল, সেখানে গ্রেণ্ডেলের মৃত দেহ পডিয়া রহিয়াছে। সে তাহাৰ মাথাটি কাটিয়া সঙ্গে লইল এবং সাতরাইয়া উপৰে উঠিয়া গেল। বিরাঢ় আনন্দধ্বনিতে বিওয়লকে সকলে অভ্যর্থনা করিল। তাঙ্গার অপূৰ্ব্ব পরাক্রম ও ডেস্মার্ববাসীদেব | মঙ্গল সাধনের জন্য আবালবৃদ্ধবনিতা তাহাকে অজস্র ধন্যবাদ দিতে লাগিল। সমস্ত দেশে আবার উৎসবের ধুম পড়িয়া গেল । ঘরে ঘরে আনন্দের তার সীমা নাই । তারপর একদিন বৰ্তমূল উপহারাদি লইয়া বিওয়লফ তাতার নিজের দেশে ফিরিয়া গেল । তাহাব দেশবাসিগণ পৰম গৰ্ব্বভরে এই দৈত্যবিজয়ী মহাযোদ্ধাকে আপন দেশে বরণ করিয়া লইল । তারপর বিওয়লফ তাচার নিজের দেশে রাজা হইয়া বলিল । বহুদিন সুখে রাজত্ব করিবার পর আর একজন দৈত্য তাহার দেশে উপদ্রব আরম্ভ করিল। সে এখন বুদ্ধ-যৌবনেৰ দৃপ্ত তেজ আর তাহার নাই। তবু সে এই দৈতাকে হত্যা করিয়া তাহার প্রজ্ঞাগনের ধনপ্রাণ রক্ষা করিতে সমর্থ হইয়াছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই যুদ্ধে সে যে আঘাত পাইয়াছিল, সেই আঘাতের ফলেই তাহাকে এই পুথিবী হইতে চিরবিদায় গ্রহণ করিতে হইল। সমুদ্রের অনতিদূরে অবস্থিত এক অতি উচ্চ পৰ্ব্বত-শৃঙ্গে তাহার মৃতদেহ দাহ করা হইল । পরবর্বিকালে বহুলোক তাহার পুণ্য সমাধিক্ষেত্রে নতজালু হইয়া বসিবে, তাহার কথা মনে করিয়া গৰ্ব্ব অনুভব করিরে, এই উদ্দেশ্যে সেই স্থানে একটি উচ্চ মৃত্তিকা স্তুপ নিৰ্ম্মাণ করা হইয়াছিল। রিওয়লফ ছাড়াও অনুরূপ ছন্দে বহু কবিতা রচিত হইয়াছে | Widsith অথবা { 4. الله r