পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী, করিতেন। এইভাবে প্রকৃত বৈজ্ঞানিক বিধানাচুসারে চিকিৎসা শাস্থেব প্রবর্তন হইল। ঈজিয়ান (Egean) দ্বীপপুঞ্জেব অস্তভূত কস্(Cos) নামক দ্বীপে তাহার জন্ম হয়। র্তাহার শিক্ষা-সম্বন্ধে কিছুই জানা যায় না। তবে কিংবদষ্ঠী এইরূপ যে, হিপোক্রেটিস নান। দেশ-লিদেশে ভ্রমণ কবিযাছিলেন। চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে জ্ঞান লাভ কৰাই ছিল এইরূপ ভ্রমণের উদেশ্ব। তিনি গ্রেস (Thrace), থশালি (Thessaly), catatt (Delos), zwas ergfs স্থানে শিক্ষাদান এবং চিকিৎস ব্যবসায় কৰিলে ৭ প্তাহার জীবনের বেশীর ভাগ সময় জন্মভূমি কসেই অতিবাহিত হইয়াছিল। এখানকার চিকিৎসা সমিতিৰ তিনিই প্রধান অধিনায়ক ছিলেন। র্তাহার নির্দেশ অনুযায়ী চিকিৎসকমণ্ডলী বোগ নির্ণয়েব জন্তু যত্বপূর্বক গবেষণা করিতেন। চিকিৎসা শাস্ত্র বিসয়ক গ্রন্থ ইত্যাদি ও তিনি কসে থাকিসাই বচনা করিয়াছিলেন। হিপোক্রেটস্ প্রণীত চিকিৎসাশাস্ত্র বিষয়ক অনেক গ্রন্থ এখনও আমব দেখিতে পাইতেছি। এই সকল গ্রন্থে ভিন্ন ভিন্ন জবেব লিময়, পথ্যাদিব বিষয় এবং বিশেষ করিয়া রুগ্ন ও স্বস্থ ব্যক্তিব মধ্যে পথ দিব বিভিন্নতা সম্বন্ধে অনেক কথা লেখা আছে। আজকালকার বড় বড় চিকিৎসকেরা রোগেব বিভিন্ন অবস্থার chronic(পুরাতন বা দীর্ঘকাল স্বাধী রোগ) Acute (ET: ct") s. Crisis (Ifco Tro Xo R R চাবিশত শুষ্ট পুপদে গ্ৰীৰু চিকিৎসকেৰ চিকিৎসালবেল লোগীদের ঔষধ প্রযোগ ও অস্তোপচাবে দুঙ্গ কাল, প্রভৃতি যে সব শব্দ ব্যবহার করিয়া আসিতেছেন, তাহা হিপোক্রেটিস প্রথমে ব্যবহাৰ করিয়াছিলেন। র্তাহার ব্যবহৃত এই তিনটি শব্দ বর্তমান সময়েও সেই অর্থেই ব্যবহৃত হইয়া আসিতেছে। এই স্থবিজ্ঞ চিকিৎসক বিশ্বাস কবিতে যে, মানুষ নিজে শরীরের মন্ত্রগুলিব প্রতি এবং স্বাস্থ্যের প্রতি লক্ষ্য কবিয়া চলিলে অনায়াসেই নালোগ শরীরে দীর্ঘজীবন লাভ করিতে পারে। অনেক সময় তিনি অনেক পীড়িত ব্যক্তিকে কোনরূপ ঔষধ ব্যবহার কবিতে না দিয়া স্থান পবিবৰ্ত্তন কবিতে বলিতেন । জল, বায়ু । স্থানের পবিবর্তন করাষ্টযু তিনি বহু জটিল বাগকেও স্বস্থ এবং সবল কৰিয়ছিলেন। শরীরেব ও রোগের অবস্থাহসাবে শীতল জলে বা উষ্ণ জলে স্নান কবিতেও তিনি বহু ব্যক্তিকে উপদেশ দিতেন এবং ঐরুপ • স্বান কলাইয়। তিনি বহু: রোগীকে বোগমুক্ত করিতেন। প্রত্যেক সহরে যাহাতে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ হয়, সেদিকে তাহাব বিশেষ লক্ষ্য ছিল। র্তাহাব বচিত zt", so owta (on airs, wators and places সম্পর্কিত বহিখানি বহু ভাষায় অনূদিত হইয়াছে। কসে অবস্থান কালে এই বিজ্ঞ চিকিৎসক শরীর সংস্থানবিস্কা (Anatomy) সম্বন্ধে অনেক তথ্যান্থসন্ধান কবিয়াছিলেন। নর-কঙ্কালের সহিত অন্যান্য মেরুদণ্ডী জীবের কঙ্কালের তুলনামূলক আলোচনা করিয়া তিনি চিকিৎসা শাস্ত্রের এক নূতন পথ উন্মুক্ত جه به بهانه دههاه o +