পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিব্রুsজাভি ও ওল্ড ডেষ্টামেণ্টচ ভার্ষ্যারা ও তাহারই সঙ্গে ছিল। এইবার ভীষণ দুৰ্য্যোগ আরম্ভ হইল। চাবিদিক হইতে কাতারে काष्ठt८द्र ८भच श्रनिग्न श्रtदf* ६३प्रl cगगिण । ইহাতেও কিন্তু পাপীদের চোখ ফুটিল না। গ্রামে গ্রামে নগরে নগরে সমান ভাবেই স্মৃত্তির ছত্ৰপাচলিতে লাগিল। সাতদিন পবে বৃষ্টি আরম্ভ হইল—উ:, সে কি বর্ষণ ! যেন আকাশের ছিদ্র দিয়া দুনিয়ার সমস্ত সাগরের জল ভাঙ্গিয়া পড়িতে লাগিল। এইবার সবার মনে ত্রাল উপস্থিত ইল ! যে যেখানে পারিল, ছুটিয়া পলাইতে লাগিল। বৃষ্টি কিন্তু সমানভাবেই চলিতে লাগিল। চল্লিশ দিন মুষলধারে বারিপতনের ফলে সমগ্র পৃথিবী (এমন কি অভ্ৰভেদি পৰ্ব্বতশৃঙ্গ পর্যন্ত) জলে চুৰিয়া গেল। যেখানে যে প্রাণী ছিল সল মৃত্যুমুখে পতিত হইল। এই বিরাট মহাসমুদ্রে একখানি cwts: থোগার ন্যায় নোয়ার জুteাজখানি ভাসিয়া বেড়াইতে লাগিল । ১৫ • দিন পরে প্রবল বেগে বায়ু ৰfহতে লাগিল। সব মেঘ উড়িয়া চলিয়া पां७att७ पठाtवांद्र আকাশ পরিস্কার इ३ण। ७श्वt4 अग কমিতে আরম্ভ করিল। স্থানে স্থানে পাহাড়েব চূড়াগুলি এতদিন পরে আবার মাথাঠেলিয়া উঠিতে লাগিল। সপ্তম মাগে নোয়াব জাহাজ আরালাত (Arart) পৰ্ব্বতেগিয়া ঠেকিল। চল্লিশদিন পরে জানল। খুলিয়ানোয়া একটি দাড়কাক ছাড়িয়া দিলেন। リ。 এদিক সেদিক উড়িয়া বেড়াইতে লাগিল। তিনি একটি ঘুঘুও ছাড়িয়া দিলেন–কিন্তুডাঙ্গা দেখিতে না পাইয়া সে আবার ফিরিয়া আসিল । সাতদিন পরে নোয়া আবার তাহাকে উড়াইয়া দিলেন। এইবারে সে একটি জলপাই গাছের পাতা মুখে করিয়া আনিল । আবার সাতদিন পরে তাহাকে ছাড়িয়া দেওয়া হইল। এবার আর সে ফিরিল না। এইবার ভগবানের פו* סיג আদেশমত নোয়া ও তাছার আশ্রিত প্রাণীরা জtছজি হইতে বাহির হইল। যে পাহাড়ে নোয় অবতীর্ণ হইলেন, সেখানে একটি বেদী স্থাপন করিয়া ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করা হইল। পূৰ্ব্বদিকের আকাশে একটি বামধনু প্রকাশ পাইল । অন্তরীক্ষ হইতে ভগবান নোয় ও তাছার পুত্রদের সম্বোধন করিয়া বললেন, “দেখ, আমি তোমাদের ও তোমাদের বংশধরদের কাছে প্রতিশ্রুতি দিতেছি যে, আর কখনও প্লাবন হইয়া জগতেল সমুদায় প্রাণী পলংস প্রাপ্ত হুইবে না। আমার প্রতিশ্রুতির চিহ্ন ঐ রামধন্থ।” ইছার পর তিনি নোয়ু ওঠাখার পুত্রদের নোয়া জাহাজ হইতে ঘুঘু ছাড়িয়া দিলেন আশীৰ্ব্বাদ করিয়া সমগ্র প্রাণিজগতেক আধিপত্য তাহাঁদের দিলেন । দিন দিন নেয়ার বংশ দ্রুত বৃদ্ধি পাইতে লাগিল। এইবার খাদ্যের অনটনের জন্য তাeাদিগকে নানাদিকে ছড়াইবা পড়িতে হইল। ঘুরিতে ঘুরিতে তাহারা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবৰ্ত্তী দেশ হইয়া সিনারে (shinar) উপস্থিত হইল। এখানে তাহারা একটি শহর ও গগনস্পশী স্তম্ভ (Tower) নিৰ্ম্মাণ করিতে আরম্ভ করিল। উদ্দেশ্য, যেখানেই কেন তাহারা যাউক না, পুনরায় এই চিহ্ন দেখিয়া এক জায়গায় জড় হইতে পরিবে। ভগবান তাহদের দম্ভ দেখিয়া বিশেষ ক্রুদ্ধ হইলেন, --