পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

中ま琴。 جعهt به همه به همه جت আমি আর তোমাকে বসিয়ে বসিয়ে থাওয়াতে পারবো না, তুমি তোমার পথ দেখ, এ বাড়ীতে আর তোমার ঠাই হবে না। দাদার মুখে এমন কথা শুনে ছোট ভাইয়ের মনে খুব কষ্ট হলো। সে কাদতে কঁদিতে গিয়ে সব কথা জানামে। তার মাকে । মা শুনে খুব রেগে গেলেন, বল্লেন– এত বড় হতভাগা হয়েছে ? ছোট ভাইকে বাড়ী থেকে তাড়িয়ে দেয় ? আমি এমন ছেলের বাড়ীতে অার একদিন একবেলাও থাকবে না, আমিও তোর সঙ্গে যাব। আমি আর তোমাকে খাওয়াতে পারব না পরদিন মা আর ছোট ছেলে বাড়ী ছেড়ে চলে গেল। কতদূর গিযে একটি ছোট পাহাড়েব নীচে একখান কুঁড়ে ঘর দেখতে পেল । ঘবে জন-প্রাণী নেই। ও কুঁড়ে ঘরে যে হয়ত বা একদিন বাস করতো, লে যে আৰার ফিবে আসবে তার কোনও চিহ্নও ছিল না—কাজেই মা ও ছেলে সেখানেই থাকবার বন্দোবস্ত করলো। এখান থেকে সহরও খুব দূরে নয়। পরদিন ভোরের বেল। কুডুল কাধে করে ছোট ভাই চলুলো বনেব দিকে । চারিদিকে ছোট-বড় পাহাড় । বনজঙ্গল—চৗড়, দেবদার, কত সব গাছ । ছোট ভাই অল্প সময়ের মধ্যেই অনেক কাঠ কেটে একটা মস্ত বড় বোঝ। পিঠে করে সহরে গেল । সেখানে বেশ ভাল দামে তার কাঠের বোঝা বিক্রি হয়ে গেল। সন্ধো বের্লা খাবার জিনিষ-পত্র এবং উদ্ধৃত্ত টাকা-কড়ি নিয়ে এসে মাকে বললে—ম, আর ভাবতে হবে না। আমি আমাদের খোরাক জোগাড করতে পারবো। মা খুব খুশী হলেন । পরের দিনও কুড়, কাধে করে সে চলুলো বনের দিকে । আজ সে পাহাড়ের উপরে অনেক জায়গায় ভাল কাঠের সন্ধান কবতে লাগলো। তার ৰত্নাত কালে পাথরে গড় মস্ত বড় একটা সিংহের মূৰ্ত্তি ভালো— অনেক-কিছু ভাল কাঠ মিললো, সেগুলোর অাটি বেঁধে আর একটু দূর যেতেই সে দেখতে পেল, একটা ছোট ঝরণ। ঝির ঝির করে বয়ে যাচ্ছে, তার এক পাশে কতকগুলি ছোট-বড় গাছ, সামনে একটু সমতল জায়গা, সেখানে কালে। পাথরে গড় মস্ত বড় একটা সিংহের মূৰ্ত্তি। লে ভাৰলে—এ সিংহ নিশ্চয়ই এ বনের দেবত।। আমি যে এত সহজে ভাল কাঠ পাচ্ছি সে হচ্চে এই দেবতারই দয়ায় ; কাল সম্বর থেকে দু’টো মোমবাতি কিনে আনবে, তারপর এই বনদেবতার পুজো করবো। সেদিন সন্ধ্যার সময় লহর থেকে বাড়ী ফিরবার সময় সে বাজার থেকে দু’টো মোমবাতি কিনে নিয়ে এল br> X •---------------------.-به -