পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f**ise elast ফিনিসীয় নাবিকেরা আসিয়া বাণিজ্য উপলক্ষে এই উপদ্বীপেল নানাস্থানে তাইবিরীয় জাতীয় লোকদের মধ্যে উপনিবেশ স্থাপন করে। ফিনিসীযানরা ছিল বড় সাহেব, আর তাষ্টিবিরীয়গণ মুটে-মুজুর হইয়া তাহাদের প.rবপানামা বা জাহাজে কাজ করিত। পরে এই সমস্ত উপনিবেশ প্রসিদ্ধ কার্থেজ নগবেল দগলে তাসে। কার্থেজীযগণ স্পেন দেশে কেডিজ, সেভিল প্রভৃতি বিখ্যাত বন্দর স্থাপন কবেন। পরে খুষ্টেল তিন শতাব্দী পূৰ্ব্বেল রোমানগণ কার্থেজীয়গণকে প্রায় শত বৎসর-ব্যাপী যুদ্ধে তারাইয়া দিয়া সমস্ত স্পেন দেশে তাধিপত্য বিস্তার কবেন। রোমান শাসন এই উপদ্বীপে এত বদ্ধমূল হয় যে, ক্রমে ক্রমে এই দেশেল লোকেরা রোমানদের ভযা, ধৰ্ম্ম ইত্যাদি গ্রহণ করে। এখনও পৰ্ত্ত গাল ও স্পেনের ভাষা প্রাচীন ৰোমানদেল ভাষা যাঙ্গকে লাতিন ভাষা বল। হয়, তাহ। তইতে উদ্ভূত। যেমন সংস্কৃত ভাষ৷ তইতে বাঙ্গলা, হিন্দী প্রভৃতি ভাষার উৎপত্তি হইয়াছে। খৃষ্টের পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্য ধ্বংস হইলে, জাৰ্ম্মানজাতীয় লোকেরা স্পেন ও পর্তুগাল জয় কবে, কিন্তু তাহারাও ক্রমে ক্রমে খৃষ্টান ধৰ্ম্ম ও বোমাক সভ্যতা গ্ৰহণ করিয়া দেশের লোকের সহিত মিলিয়া যায়। এই রাজবংশ ৭১২ খৃঃ আব্দ পর্য্যন্ত রাজত্ব কবে, তৎপরে মুসলমান ধৰ্ম্মাবলম্বা আরবেরা কি করিয়া সেনাপতি তাবিকের (Turk) অধীনে স্পেন দেশ জয় কবে, তাত৷ পূৰ্ব্ব প্রবন্ধে বলা হইয়াছে। মুসলমানেরা স্পেন দেশ কখনও সম্পূর্ণ রূপে জয় কবিতে পাবেন নাই । তাঁহাদের পূর্ণ প্রভূর্বে সময় খৃষ্টানেরা স্পেন ও পর্তুগালের উত্তৰ-পশ্চিম অংশে পলাইয় পৰ্ব্বত-বহুল স্থানে তাশ্রয় গ্রহণ করেন। এই সমস্ত গিবি দুর্গ হইতে মুসলমান সম্রাটগণ কখনও খৃষ্টনদিগকে স্থনচু্যত কবিতে পারেন নাই। অবশেষে প্রতিক্রিয়। আবন্ত হইল। মুসলমান বিজেতাবা সহরে বাস করিয়া ক্রমে বিলাসী ও যুদ্ধপরায়ুখ হইলে পৰ্ব্বতবাসী খৃষ্টানের ক্রমে ক্রমে র্তাহাদিগকে দক্ষিণদিকে কটাইতে তারম্ভ করিল। ক্রমে এই উপদ্বীপে তানেক খৃষ্টান রাজা প্রতিষ্ঠিত হইল এবং মুরগণ শুধু রাজ্যের দক্ষিণভাগে গ্রানোড়। নগবকে কেন্দ্র কবিয়া একটি ক্ষদ্র বাজে তাবদ্ধ রহিল। যখন পৰ্ব গলে বিদেশীঘ মুলদিগকে তাড়াইবাল জন্য এইরূপ দদেশ আন্দোলন চলিতেছিল, তপন সেই দেশে এক দৃদশী বীজনীতিজ্ঞের তালি ভাব হয় । হনি এই সময়ে না জন্মিলে কলম্বসেপ তামেলিক তাবিদার, ভাঙ্গোডিগামাল ভপলবমে যাওয়ার জলপপ আবিপ4প ই গ্র্যাদি লোপ হয় বহুদিন পিছষ্টয়া যাই । ইনি পহু গালের রাজা প্রপণ জনেপ তৃষ্ঠায় পুত্ৰ হেনরী। ঈগল মাত ছিলেন ইংলণ্ডেল পরাক্রমী রাজা তৃতীয় এডোযার্ডেপ পাবা। হেনরী বালাকাল হইতে তাতান্ত মেপাপী, তেজস্বী এবং বিদ্বান ছিলেন। অ্যান্য খুষ্ঠান রাজপুত্রের মত তিনি ও বালাকাল হইতে আশা পোষণ কবিতেন যে, মুসলমানদিগকে খৃষ্টানদের পবিত্র তীর্থ জেরুজালেম হইতে তাডাইয়া দিয়া তিনি খৃষ্টান-জগতে নিজেব নাম চিরস্মরণীয় করিয়া রাখিবেন। কপিত আছে, হেনীল মাতা ইংরেজ রাজকুমাৰী ফিলিপার শিক্ষাতেই, হেনরী ও র্তাহার ভ্রাতারা শিক্ষায় ও বীরত্বে ইউলোপের রাজপুত্রদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অদিপাব করেন। তখন আফ্রিকাব মুরদের বিরুদ্ধে যুদ্ধাভিযান করা সমস্ত খৃষ্টান রাজপুত্ৰই কৰ্ত্তব্য ও গৌরবের বিষয় মনে করিতেন। ফিলিপার তিন পুত্র প্রাপ্তবয়ঙ্গ হইলে তাহারা X X > * f