পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

园-→→→→→ মেয়েটি বলে উঠল, ওটা কেন হ’লে ? ও ত ব্যাঙ ডাক্‌ছে । কিন্তু আমরা পায় এসে পড়েছি—আর বেশী দূব যেতে ছ’বে না। এই বলে আঙ্গুল দিয়ে একটা উচু গাছের ডালে একটি ছোট পার্থীকে দেখিয়ে দিলে । প্রধান পাশ্বচব বল্লেন, এ যে একেবারে সাদাসিদে। নিশ্চয়ই রাজসভার লোকদের দেখে পাখীট ভয়ে তার লঙ বদলে ফেলেছে। §§§ S 7. মেয়েটি ছাত তুলে বল্পে মেয়েটি হাত তুলে বল্পে ছোট্ট পাখী, আমাদেব রাজা তোমাল গান শুনতে চেয়েছেন। —নিশ্চয়ই গাইব—বলে বুলবুল, এমন চমৎকার গান গাইতে স্বরু করলে যে, সবাই শুনে অবাক । প্রধান পাশ্বচর বল্লে, অপূৰ্ব্ব ! কি আশ্চৰ্য্য আমবা আগে এর কথা জানতাম না। বুলবুল মনে করলে, নিশ্চয়ই এর ভেতর রাজাও আছেন, তাই শুধোলে, রাজা মশাই কি আর একটা গান শুনবেন ? প্রধান পাশ্বচর বলেন, আজ সন্ধ্যাবেল রাজাকে গান শোনাতে তোমায় আমি নিমন্ত্ৰণ কচ্ছি— Ն Հգ F.4—11 চীনেন্স লুলবুল, পাখী মাথা নেড়ে বলে, আমার গান বনেই শুনতে ভালে। কিন্তু বাগা মশাই যখন শুনতে চেয়েছেন— তখন নিশ্চযহ আমি যাবে। সন্ধ্যাপেল রাজ্যে সাগ-সাজ রব পড়ে গেল। গোট রাজপুবীটা গেজে গুণে যেন লক্ষ লক্ষ সোনার প্রদীপের মতো জলতে লাগলো। বুলবুল আল রাঙ্গাকে গান শোনাবে। রাঙ্গা সমস্ত রাজসভার লোককে নিসে আকুল আগ্রহে অপেক্ষ। কবতে লাগলেন। পাকশালাল ছোট্ট মেয়েটিকে দরজার পাশে দাড়tলার ঠাই দেওধা হ’ল । কেন না, সে তখন লাজ পাচি কা আখ্যা লাভ কলেছিল । BBS KKS SDD KJJK KKBB BBB বুলবুল, গান গাইতে স্বরু করলে। পাখী এত মিষ্টি গান গাইলে যে, রাজার দু'চোখ আপন পেকেই জলে ভরে এলো। পার্থী তখন আরো মধুপ্ত কণ্ঠে এগার্কে গান শোনাতে লাগলে । পান। তখন উচ্ছসিত হ'য়ে লল্লেন, পাখীর গলাপ সোনাব মাল ছলিয়ে দে গুদা হবে। পাখী fক গু মাথা নে৬ে বলে, বাজা মশাই, আমি কোনো পুরস্কাপ চাহনে ৷ আমি আপনার চোখে জল দেখেছি । সমাটের চোখের গণই আমার গান শোনাবার শ্রেষ্ঠ পুরস্কাপ । রাগসাভাব সহচরী থেকে নুরু করে সেদিন রাজপুীতে এমন কেউ ছিল না ষে, বুল বুলের স্বধাকণ্ঠের গান শুনে মুগ্ধ হয়নি। রাজা তখন আদেশ দিলেন, রাজপুরীর ভেতর মণিমাণিক-খচি৩ খাচায় পাখাটির থাকবার ব্যবস্থা হ’বে । দিনে দুবার এবং পাত্রে একবার করে তার লাইবে যাবার আধকার থাকৃবে। বারো জন দাস সব সময় তার পরিচর্য্য করবে এবং তাদের প্রত্যেকে একটি রেশমের স্বতে পার্থীটির পায়ের সঙ্গে বেঁধে রাখবে। সংর শুদ্ধ লোকের মুখে শুধু ঐ পাপীর কথা । এমন কি, কত ছেলে মেয়ের নাম রাখা হল বুলবুল । কিন্তু শুধু ঐ নামই । করে। গলা দিয়ে আমন মিষ্টি গান বেরুলো না। একদিন চীনের রাজা একটি কেটে উপঢৌকন পেলেন—তার উপর লেখা “বুলবুল ।" রাজা মনে করলেন, তার বুলবুল সম্বন্ধে নুতন কোনো পুথি । কিন্তু কেটে খুলে দেখেন তার ভেতর কৃত্রিম একটি বুলবুল পাখী। ঢাকনা তোল বামাত্র সে আসল