পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- fosisse sfērēt -- তবে রিংটিব মত তাহাকে কখনও পূর্ণ গোলাকার এবং কখনও ডিম্বীকার (Oval ) দেপিতে পাওয। যাইত । অথচ ইন্দ্ৰধনু সকল স্থানেই একই আকাবের । তাহ মাঠের মধ্যে সকল বালক যখন ইন্দ্ৰধনুকে একই আকারে দেপিলে, তপনই বুঝিলাম তোমবা নূতন কিৰূপে ইন্দ্ৰধনু তৈয়ারী হয় ? নূতন ধস্থ দেখিতে পাইতেছ—একজন যাহ। দেপিতেছে, অপব জনের নিকট তাহা অদৃশ্ব রহিয়া যাইতেছে। ইন্দ্রধতুর মধ্যে কত বিস্ময়ই না নিজেকে গোপন করিয়া রাখিয়াছে । তাহা হইলে তো নব দেপিতেছ, স্বর্ষ্যের আলো জলবিন্দুর উপর পতিত হইয়াই ইন্দ্রধতুর স্বাক্ট করে। পাশ্বের চিত্রে এই বিষয়টি মোটামুটিভাবে বুঝান হইতেছে। মনে কর, স্বৰ্য্য পশ্চিম আকাশে ক্ষিতিজতল রেগাব ঠিক উপরে আছে, এবং পুৰ্ব্বাকাশে ক, খ, গ, ঘ প্রভৃতি কয়েকটি জলবিন্দু রহিয়াছে । স্বর্যোব কিরণ পৃখিবীব সমান্তরাল ভাবে আসিয়া (চিত্রেব ডানদিক হইতে) বিন্দুগুলির উপর (obliquely) পড়িতেছে । ইহার ফলে আলোক বশ্মি ক বিন্দুৰ ভিতরে প্রবেশ করিয়৷ একবাবপ্রতিফলিত হইয়া.বাহির হইতেছে । কিন্তু বাহির হইবার সময় ইহ। লাল হইতে লে গুনে পৰ্য্যস্ত সাত বঙে ভাগ হইয়া পড়িতেছে । দ্বিতীয় বিন্দু 이 হইতেও ঐরুপ यांद्भ একটি বর্ণচ্ছত্ৰ তৈয়াবী হইয়াছে । ভয ক্ষেত্রেই বর্ণচ্ছত্রের লাল রঙ নীচেব দিকে ও বেগুনে রঙ উপরের দিকে হইবে । ইহার ফলে ক বিন্দু হইতে বেগুনে রঙ, ও প বিন্দু হইতে লাল রঙ তোমার চোখে আসিয়া পড়িবে। অবশিষ্ট পাঁচটি রঙ ক ও প এর মধ্যস্থ জলবিন্দুগুলি হইতে তোমার চোগে আসিবে। এই রূপে সাতরঙা ইন্দ্ৰধনু তুমি দেখিতে পাইবে । একটি বিষয় লক্ষ্য করিও । একই বিন্দু হইতে সাতটি রঙ, তোমার চোখে আসিতে পারে না। আবার গ, ঘ বিন্দু দুইটিতে আলোক-রশ্মির পথ লক্ষ্য কর । দেখিবে, ইহার প্রত্যেকটি বিন্দু হইতে আলোকরশ্মি দুইবার প্রতিফলিত হইয়া বাহির হইতেছে। এক্ষেত্রে যে ইন্দ্রধহতৈয়ার হইতেছে, তাহা প্রথম ধন্থ হইতে ভিন্ন প্রকারের। ইহার বাহিরের দিকে বেগুনে রঙ ও ভিতরের দিকে লাল রঙ দেখা যাইবে। প্রথম ধন্থটিকে Primary ও দ্বিতীয়টিকে =bی * *