পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাম্মংগুল সমাট অশোক দক্ষিণে চোল, চের, পাণ্ড্য প্রভৃতি যে সকল স্বাধীন রাজ্য ছিল সে সকল দেশেও তিনি দূত পাঠাইয়াছিলেন। আফগানিস্তান, সীরিয়া, এমন কি মিশর দেশের গ্ৰীক রাজ্যসমূহেও তিনি ধৰ্ম্মপ্রচারের চেষ্টা করেন। এইজন্য বিভিন্ন দেশে যে দূত পাঠান হষ্টত, তাহাদেব নাম ছিল ‘ধৰ্ম্মমঙ্গমাত্র’ । বৌদ্ধগ্রন্থ হইতে জানা যায় যে, অশোক তাতার পুত্র ( বা ভ্ৰাত ) মহেন্দ্র ও কন্য। ( ব: ভগিনী ) সঙ্ঘমিত্রাকে সিংহলদেশে প্রেরণ so o: oo:: .بود * .....: Es ::23 يناير 3 يونيو ټ****************************************** or..o: - -- o অশোকের মন্দির–বুদ্ধগয়। করেন। যাইবার পথে মহেন্দ্র ও সঙ্ঘমিত্র বুদ্ধগয়া হইতে বোধিবৃক্ষের একটি শাখা ভাঙিয়া সঙ্গে লইয়া যান এবং সেখানে সেই ডাল পুতিয়া দেন। কালে সেই শাখা একটি প্রকাণ্ড বৃক্ষে পরিণত হয়। ধৰ্ম্মপ্রচারের জন্য অশোক বহুবিধ উপায় অবলম্বন করেন, তাহার মধ্যে প্রধান উপায ছিল পৰ্ব্বত-গাত্রে ও শিলাস্তস্তে লিপি


ףס"ל حههای مهم ماهه উৎকীর্ণ করা। কতগুলি লিপি যে তিনি উৎকীর্ণ করাইয়াছিলেন, তাহা এখনো সঠিক জানা যায় নাই। তবে এপন পৰ্য্যন্ত ছয়টি স্তম্ভ-গাত্রে সাতটি ও সাতটি পৰ্ব্বতগাত্রে চোঁদটি লিপি পাওযা গিয়াছে । ইহাছাড়া কতকগুলি অপ্রধান লিপিও পাওয়া গিয়াছে, যাহাকে ইংরাজীতে (MinorEdict) বলা হয়। ৰোপিতরু-মুলে উপাসক ও উপাসিক। অশোকের সময়কার কারুশিল্পও অত্যন্ত চমৎকার । তাহার কয়েকটি স্তম্ভের পালিশ এত চমৎকার যে, তাহার উপরে তাত দিলে হাত পিছলাইয়া যায়। বাইশ শ বৎসর অতীত হইয়াছে কিন্তু স্তস্তগুলির পালিশ এখনও অক্ষুন্ন বহিয়াছে। স্তস্তুগুলির উপর সৌন্দর্ঘ্যের জন্য কোনও পশুর প্রতিকৃতি ছিল। সারনাথ স্তস্তের উপর যে চারিটি شمهاجم مهاجم:جع - حج -