পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fietss sfērē


পড়ার ঠেলা কুঁড়েছেলে—সেই যে কবে হাত খড়ি ক’রে ইস্কুলেতে দিলেন বাবা মোরে, সেই অবধি কত বছর ধ’রে প’ড়ে আসছি ভাই । s مسير

  • 〜、 ヘ

সেদিন হতে ঘুচে গেছে খেলা, না খেলিতে আসে পড়ার বেলা, তার উপরে পরীক্ষার ঠেলা, সময় কোথা পাই ?


or to o

কাজেরছেলে---পড়তে বসে মন খেলার দিকে খায়, খেলতে গিয়ে মরে পড়ার ভাবনায়, সেজন কোন কাজে সময় কৰ্ভু পায় ? পড়ার বেল পড়ে, খেলার বেলা খেলে, সময় যে বা নাহি কাটায় অবহেলে, তারেই সবে তবে বলে কাজের ছেলে । কুঁড়েছেলে—মৌমাছি ঐ বেড়ায় ফুলে ফুলে, \ টুনি পাখী নাচে লেজটি তুলে, \ যেতে তাদের হয় না ত ইস্কুলে, ভাবনা কিছু নাই । সাবি সাবি পিপড়ে চলে লুটে, কাট-বিড়ালী ঐ পালাল ছুটে, ইচ্ছা করে সবার সাথে জুটে আমিও ছুটে লাই। কাজের ছেলে—মৌমাছি কি শুধু বেড়ায় ফুলের বনে ? টুনী পাণী শুধুই নাচে আপন মনে ? কাজ কি কিছু কারো নাইকোত্রিভুবনে ? বল ত ভাই তবে, এত যতন ক’রে কে গড়িল বাসা ছানাগুলির তরে ? কেই বা রাখে মধু মৌচাকটি ভরে ?