পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-. א-טירי"ייר 岂 πτπτπ - 255 o --- r --- o MES . 巴洋三 Z级姿娶三 ইবনে बडू で5| মাকো পোলোর স্থায় আর একজন সাহসী প্ৰমণকারীর কথা এইবার বধিতেছি । ইহার নাম ইবনে বতুতা। ইবনে বতুত। কিন্তু ইহার প্রকৃত নাম নয়। এই বিখ্যাত পর্যাটকের প্রকৃত নাম আবদুল্লা-আল-মুহম্মদ লাওস্কৃতি তানজি ওরফে ইবনে বতুতা। ৭.৩ হিজরী (১৩০৩ খৃষ্টাব্দ) ১৭ই বুজব সোমবার দিন মরক্কো রাজ্যেৰ তানজিস্থার নগরে ইবনে বতুতার জন্ম হয়। ইচ্ছার পিতার নাম আবদুল্লা। ৭২৫ হিজরী ২রা রঞ্জল বৃহস্পতিবার ইনি জন্মভূমি ত্যাগ করেন পুথিবীর বিখ্যাত দমণকারিগণের মধ্যে ইবনে বতুতার নামও উল্লেখযোগ্য। ইনি ক্রমাগত আটাশ বৎসর কাল পৃথিবীর নানা দেশ ভ্রমণ করিয়া বেড়াইয়াছিলেন। আজকাল যেমন চলা-ফেরাব নানা সুবিধা, সেকালে ত আর তেমন ছিল না, কাজেই, ইবনে বতুতার এইরূপ ক্লেশসাধা ভ্রমণের ग:षा पt५ठे दाश्Iइब्रेि श्राtछ । ১৩২৪ খৃষ্টাব্দে মার্কে পোলোর মৃত্যুর বৎসরে ইৰনে বতুতা তানজিয়ার ত্যাগ করিয়া মক্কা তীর্থে যাত্রা করেন। উত্তর আফ্রিকা, মিশর ও সিরিয়া পার হইয়৷ তিনি বোগদাদে পৌছেন এবং সেখানে কিছুদিন বিশ্রাম করিয়া লোহিত সাগর পার হইয়৷ আফ্রিকার পুৰ্ব্ব উপকূলে মোম্বালা প্রদেশে উপস্থিত হইয়াছিলেন। তার পর তিনি দক্ষিণ আরব অভিমুখে যাত্রা করেন এখানে নামিকেল ফল দেখিয়া ইবনে বতুতা তাহার এক কৌতুকজনক বর্ণনা দিয়াছেন— “এখানে একজাতীয় গাছ আছে, তাহাতে মানুষেয় মাথার মত এক রকম ফল হয় । সেহ ফলের মাথায় দুটো চোগের মত ও মুখের মত দাগ আছে। এই ফলের উপরের অংশ হইতে দড়ি ইত্যাদি তৈয়ার হয়।" এই বর্ণমটি কৌতুকজনক হইলেও একেবারে খাটি সত্য, কিন্তু মুক্তার বর্ণনা কবিতে যাইয়া তিনি লিথিয়াছেন “স্বর্ষোর তাপে , পোড়ান ঝিনুক” । ठांश ५८य दांtद्रश् छूण । ইবনে বতুতা ইহার পর পারস্ত উপসাগর পার ইহয়। মক্ক যান এবং তার পল লোহিত সাগর পরি হইয়া নীলনদের উপকূলে কাইরে (coire) সছরে অবতীর্ণ হন। এশিয়া মাইনরে কিছুদিন ঘুরিয়া তিনি ভল্গা নদী পার হইয়া উত্তর রাশিয়াতেও উপস্থিত হইয়াছিলেন। এখানে কুকুরে টানা শ্লেজ গাড়ী দেখিয়। ইবনে বতুতা আশ্চর্য হইয়াছিলেন। পূৰ্ব্ব রোম সাম্রাজ্যের বাজধানী কনষ্টানটিনোপলু দেখিয়াও ইবনে বতুতা বিশেষরূপে মুগ্ধ হইয়াছিলেন। ইহার পর তিনি পারস্ত ও আফগানিস্থান হইয়া ভারতবর্ষে যাত্রা করেন। তিনি তাহার ভ্রমণ-বিবরণের একস্থানে লিখিয়াছেন যে, পথে "তাংরি ৩৫০ বৎসরের একজন বুদ্ধের সহিত দেখা হষ্টয়াছিল, প্রত্যেক ১•• শত বৎসর পর পর তাছার নূতন দাত বাহির হইত। এই ঘটনা আমাদের নিকট অসম্ভব বানানো গল্প বলিয়া বোধ হয় । তবে তিনি যে আফগানদের চুরি-ডাকাতি কবিয়া পথিকদের ধন-যুত্ব লুণ্ঠন কমিয়া লইবার কথা লিখিয়াছেন, তাহ সত্য ।