পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই= c ==ত্ৰভূত । মাসস্থান ও লঙ্গের জিনিষপত্রের রক্ষণাবেক্ষণের সুব্যবস্থার কথা তিনি শত মুখে বলিয়াছেন। সে সময়ে দেশের প্রত্যেকটি ধৰ্ম্মশালা, অতিথিশালা ভোজনালয় প্রভূতির তত্বাধধানের ভার এক একজন বিচক্ষণ শাসনকৰ্ত্তার হস্তে কস্ত ছিল। যদি কোন অতিথির প্রতি কেহ কোন অন্যায় ব্যবহার করিত, এমন কি তত্ত্বাবধায়কেরও যদি কোনরূপ ক্রটি বিচূতি প্রকাশ পাইত, তাহা হইলে তাহাকেও কারারুদ্ধ থাকিতে হইত। চীনের রাজধানী পেকিন (পিকিন) সহরে ইবনে বতুতা ৰাজীকরের কৌতুকজনক খেলাধুলা দেখিযা মুগ্ধ হইয়াছিলেন। যাহকর একটি দড়ি শূন্তে অসাধারণ ক্লেশ ও ধৈয্যের সহিত লাহারা মরুভূমি পার হইয়া নাইগার (Niger) নদীর কুলে যাইয়া উপস্থিত *= ax coota'ots fixoto (Timbuctoo) যাইয়া পৌঁছেন। সেখানে কিছুদিন থাকিবার পর পুনরায় নিজের দেশে ফিরিয়া আসিয়াছিলেন। মরক্কোর সুলতান ইবনের ভ্রমণ-কাহিনী শুনিয়৷ এতদূর লস্কষ্ট হইয়াছিলেন যে, তিনি তাহাকে সাদরে আহবান করিয়া নিজ দরবারে আনয়ন করেন এবং র্তাহার ভ্রমণ-কাহিনী লিপিবদ্ধ কৰিবাব ব্যবস্থা করিয়াছিলেন। ইবনে মুখে মুখে তাছার ভ্রমণবিবরণ বলিয়া যাইতেন আর স্বলতানের একজন বিচক্ষণ কাৰ্য্যাধ্যক্ষ তাহা লিখিয়া লইতেন। অনেক ইবনে বতুতা তাহার ভ্রমণ কাহিনী বলিয়া যাইতেছেন ছুড়িয়া মারিত আর একটি ছেলে সেই দড়ি ধরিয়া উপরে উঠিয়া এক একবার অদৃগু হইয়া যাইত, আবার দর্শকদের কাছে আলিত । বতুতা ইহা দেখিয়া এত দুব আশ্চর্যা হইয়াছিলেন যে, এ খেলা শুধু যে যাদুকরের কৌশল মাত্র, তাহা জানিয়াও তিনি মূচ্ছিত হুইয়া পড়িয়াছিলেন। ১৩৪৯ খৃষ্টাব্দে ইবনে তাহার মাতৃভূমিতে ফিরিয়া গিয়াছিলেন। মাকে পোলোর স্থায় বতুতাও চল্লিশ বৎসর কাল প্রবালে ছিলেন। এত দীর্ঘকাল ভ্রমণ করিয়াও ইবনের ভ্রমণ-স্পছ নিবৃত্ত হয় নাই। কিছুদিন বিশ্রামের পর পুনরায় ইবনে স্পেন দেশে ভ্রমণ করিয়া আফ্রিকাতে গিয়াছিলেন। এ সময়ে তিনি কাল পরে ইবনের এই ভ্রমণ-কাহিনী ফরাসীদের হাতে পড়ে। ফরাসীভাষায় ইহা অনুদিত হয় এবং পরে ফলাসীদের নিকট হইতে এই অপুৰ্ব্ব ভ্রমণকাহিনী অস্কাঙ্ক দেশেয় লোকেদের হাতে যাইয়। পড়ে। বতুতা হিন্দুস্থান (ভারতবর্ষ), মালদ্বীপ, সিংহল, সুমাত্রা, যবদ্বীপ, চীন, আরব, ইরান, তাম, মিশর, ইস্পাহান, মরক্কো প্রভৃতি স্থান পৰ্য্যটন করিয়াছিলেন। এই সব ভ্রমণ-বিবরণ হইতে আমরা শত শত বৎসর পূৰ্ব্বের প্রাচীন ইতিহাস অনেকটা যথাযথরুপে জানিতে পারি। סיטי"ש