পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জুল্লামা-রণ * মনলি বচলি কায়ে জাগরে স্বপ্রসঙ্গে यनि यभ *ठिउt८दा द्रtददtनन्छ**नि । ज्रमिश्। नश् भभात्र९ श्रादन९ श्राव८कन९ স্বকৃতত্ত্বরিতভাগাং ত্বং হি কৰ্ম্মেক সাক্ষী। এই বলিয়া অগ্নির ভিতরে প্রবেশ করিলেন। রামচন্দ্র হয়ে স্থায় করিয়া উঠিলেন। এই সময়ে অগ্নিকুণ্ড হইতে অগ্নিদেব সীতাকে কোলে করিয়া উঠিলেন ও সীতাদেবীর পাতিব্ৰত্যের কথা জানাইলেন। রাম সীতাদেবীকে অতি সমাদরে গ্রহণ করিলেশ । রামচন্দ্র অযোধ্যায় ফিবিয়া অtlসয়াছেন । শুভদিনে বশিষ্ঠদেব তাহাকে রাজা করিলেন। = এবার আমরা রামায়ণের যে অংশ লিখিব, তাহাতে অনেকগুলি সুন্দর সুন্দৰ গল্প আছে । তোম বা বড় হইয়া সেগুলি পড়িবে । আমরা এথানে শুধু রাম চরিতেল সঙ্গে যে টুকুর সম্বন্ধ আছে, তাহাই আলোচনা করিব । রাম অযোধ্যার রাজা হইয়াছেন। অযোধার অধিবাসীদের আনন্দের সীমা নাই। কিন্তু হঠাৎ এই মুখের রাজ্যে শোকের ছায়া পড়িল । একদিন রামচন্দ্র হঠাৎ শুনিতে পাইলেন, তিনি সীতাকে পুনরায় গ্রহণ করিয়াছেন, এজন্ত প্রজাদের মধ্যে কেহ কেহ নাকি তাছাকে দোষ দিতেছে । এই কথা শুনিয়া বামচন্দ্র সীতাকে বাল্মীকির তপোবনে তাগি করিয়া অভ্যাপিতে লক্ষ্মণকে আদেশ দিলেন। লক্ষ্মণ পূর্ণ গভী সীতাদেবীকে বাল্মীকির আশ্রমে রাখিয়া কাদিতে কাদিতে অযোধায় ফিরিয়া আসিলেন। বাল্মীকি মুনি সমস্তহ জানিতেন। তিনি সীতাদেবীর কান্না শুনিয়া সেইখানে আপিলেন ও আদর করিস্থ। তাঁহাকে আশ্রমে লইয়া গেলেন । তপবনে আসিয়া সীতাদেবীর দুইটি যমজ পুত্র হইল। বাল্মীকি তাহাদের নাম রাখিলেন লব ও কুশ। লব কুশ বড় হইলে বাল্মীকি র্তাহাদিগকে নানা শাস্ত্র ও ধমুৰ্বেদ শিথাইলেন এবং তিনি যে রাম-চরিত লিখিয়া রাখিয়াছিলেন তাঙ্ক। তাহাদিগকে সুর লয় সংযোগে শিথাইলেন। এই সময়ে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করিতে ইচ্ছা করিলেন। অশ্বমেধ যজ্ঞ সস্ত্রীক করিতে হয়। এজন্য কেহ কেহ রামচন্দ্রকে পুনরায় ৰিবাহ করিতে বলিলেন। কিন্তু রামচন্দ্র বিবাহ না করিয়া সোনার সীতা তৈয়ারি করিয়া অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করিলেন। ৰামীকি মুনি লব-কুশকে লইয়া রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণে নৈমিষারণে আসিলেন। লৰ-কুশ বাল্মীকি মুনির আদেশে নানা স্থানে রামায়ণ গান করিতে লাগিল। রামচন্দ্র এই বালক ছুটিকে এক সভাসদ ব্রাহ্মণ দ্বারা নিজের কাছে ডাকাইয়া আনিলেন । দূর চাইতে কৌশল্যাদেবী লব-কুশকে দেখিয়। আর স্থির থাকিতে পারিলেন না। পরিচয়ে জানিলেন, তাহার। বাল্মীকির শিষ্ণু বাল্মীকি মুনি আসিয়া লব ও কুশের পরিচয় দিলেন । সীতাকে পুনরায় গ্রহণ করিবার কথা উঠিল । বাল্মীকি মুনি সীতাদেবীকে আশ্রম হইতে আনাইলেন। কথা হইল, সীতাদেবীকে পুনরায় এই সমস্ত লোকের সম্মুখে অগ্নিপরীক্ষা দিতে হইবে । কিন্তু সীতাদেবী এ দুঃখের ভাল আর সহ কfরতে পাfরলেন না । এই সময়ে সহসা পৃথিবী-পূঃ বিদীর্ণ হইয়া গেল। ধরণীদেবী { সীতাদেবীকে কোলে চাইধা অন্তহিত হইলেন । ইহার পর বামচন্দ্র বেশী দিন রাজত্ব করেন নাই। তিনি ভলতের পুত্র তক্ষকে তক্ষশিলার ও পুষ্কলকে পুষ্কলাধতের এবং লক্ষ্মণের দুই পুত্র অঙ্গদ ও চন্দ্রকেতুকে কারুপথ ও চন্দ্রকান্ত দেশের রাজা করিলেন। শক্রস্কের দুই পুত্র স্বৰাছ ও শত্রুঘাতী মথুরা ও বৈদিশপুরীর অধিপতি ইষ্টলেন। এইরূপে কিছুদিন কাটিয় গেল। একদিন কাল পুরুষ আসিয়। বামের সঙ্গে নিৰ্জ্জনে দেখা করিতে চাছিলেন। লক্ষ্মণ দ্বাবে এই বা রছিলেন। এই সময়ে দুৰ্ব্বাস মুনি তথায় আপিয়া বলিলেন, আমি এখনি রামের সঙ্গে দেখা করিতে চাই । লক্ষ্মণ রামচন্দ্রকে খবর দিলেন । কালপুরুব ও দুৰ্ব্বাসা চলিয়া গেলে, লক্ষ্মণ পূর্বের কথামত রমেচক্সের নিকট হইতে fৰদ{য় লক্ষবাব বাসন জানাইলেন। লক্ষ্মণকে ত্যাগ করিতে রামচঞ্জের বুক যেন ফাটিয়া যাইতেছি। তথাপি সত্য রক্ষার জন্ম লক্ষ্মণকে পরিত্যাগ করিতে হইল। লক্ষ্মণ সরধূর জলে নামিয়া প্রাণ বিসর্জন করিলেন। এইবাব রামচন্দ্র লব ও কুশকে যথাক্রমে কোশল ও উত্তর কৌশলে স্থাপন করিয়া কুলগুরু বশিষ্ঠের পরামর্শে মহাপ্রস্থান করিলেন এবং প্রায় ছুহ ক্রোশ পথ গিয়া যেখানে সর, পশ্চিমবাহিনী হুইয়াছেন তথায় প্রাণ পরিভ্যাগ করিলেন। ►ፃቂ