পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

----------- শিশু-ভগৱতী ---- কবিতে থাকে। এই সকল পাহাড়ের পাশ্বে ছায়াময় অঞ্চল দেখা যায়, সেই গুলি সমতল ক্ষেত্র। চাদের গায়ে অনেকগুলি ধূসরবর্ণ দাগ দেখা যায়। পণ্ডিতেরা অনুমান করেন যে, এই গুলি চাদের জলশূন্ত সমুদ্র । এই সমুদ্র গুলি খুবই গভীর এবং শত শত মাষ্টল জায়গা জুড়িয়া তাছে। চাদের ত নিজস্ব তালো নাই । চীদেব উপর সূর্য্যকিরণ পড়াতেই ইহার উচ্চ পৰ্ব্বতশিখৰগুলি ঝকমক কবে । কিন্তু যেখানে গভীর গৰ্ত্ত, সেইখানে সূর্যোব সালে প্রদেশ কলিতে পারে না, সেইজন্যই গর্তগুলি কালে দেখায । চাদে অনেকগুলি বড় বড় আগ্নেয়পৰ্ব্বত অাছে, কিন্তু তাই বলিয়া মনে করি ও না যে, এই সকল জ্বালামুখী হইতে এখনও অগ্ন্যুৎপাত হয় । চাদের ভিতরকার তাপ এখন অনেক কমিয়া আসিয়াছে, সেইজম্বাই চাদের ভিতরটা একেবারে জমাট বাধিয়া গিয়াছে। কিন্তু পুথিবীর ভিতরটা এখনও খুব গরম এবং সেখানে ধাতুগুলি এখনও গলা অবস্থায় আছে । চাদের অভ্যন্তবটা লক্ষ লক্ষ বৎসব পূৰ্ব্বে পৃথিবীর মত খুব গৰম অবস্থায় ছিল এবং ধাতুগুলি ফুটন্ত তরল তলস্থায় ছিল । কোনও কারণে যদি ভিতরকার চাপেব কমবেশী তষ্টত তাহা তক্টলে জলহু তরল ধাতু ও ধূম আগ্নেয় পৰ্ব্বত্তের খোলা মূখ দিয়া বাতির হষ্টত । আগেই বলিয়াছি যে, পুথিবীব হিসাবে চাদের অাকর্ষণশক্তি খুবই কম । চন্দ্রলোকে সব বস্তু ওজনে খুবই লঘু এবং সেজন্য তথায় তরল ধাতুর ফোয়ারা অনেক পরিমাণে বাহির হইয়া অনেক উচুতে উঠিতে পারে এবং সেইজস্যই চাদে অনেক আগ্নেয় পাহাড়ের মুখ বেশ বড় হয়, এমন কি কোন কোনটার ব্যাস একশত মাইল পৰ্য্যপ্ত হয়। চাদের কতকগুলি আগ্নেয় গিরির ছবি পর পৃষ্ঠায় দেওয়া গেল। উপরে টাইকো '! ছবি দেখিতে পাইবে । প্রায় মধ্যস্থলে কোপারনিকস (Copernicus) গিরি, তাহারই ডানদিকে কেপ্লার (Kenler) পৰ্ব্বত দেখিতে পাইবে। הייזהדף bftwa চাদের ক্ষয়বুদ্ধি তোমরা সকলেক্ট দেখিয়াছ । তামাল স্যার রাত্রে চাদকে একে Éitनब्र कनm বারে দেখিতে পাওয়া যায় না। সেইদিন চাদ, সূৰ্য্য ও পৃথিবীর মাঝখানে থাকে। to 8