পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

華

লৈল* অগ্ন্যুৎপাত ১৪ত। ক্রমশঃ চাদ আরও ঠাণ্ড হইয়৷ পৃথিবীর এখনকার যে অবস্থা সেই অবস্থা পাইল। আগেই বলিয়াছি যে, রাসেল সাহেবের মতে চাদ পৃথিবী হইতে পৃথক্ হইবামাত্রই নিজের বাষ্প ও বাতাস হারাইয়া ফেলিল । রাসেল সাহেবের মত যদি সত্য হয় তাহা হইলে কোনও কালে চাদ জীব-জন্তুৰ বাসের উপযোগী ছিল নN~অামাদের কিন্তু মনে হয় চাদ অল্পে অল্পে নিজেৰ জল ও বাতাস হা বাইয়াছে । তাত। হইলে কোনও এক সময়ে চাদের প্রাকৃতিক অবস্থা গাছপাল। জন্মিবার ও জীবজন্তু থাকিলার উপযোগী ছিল। অবশেষে চাদের ভিতরটাও ঠাও। হইয়। গিয়া একেবারে জমাট বাধিয়া গেল এবং এখানকার অবস্থায় আসিয়া পড়িল । আমরা কিন্তু নিশ্চয়ভাবে বলিতে পারি না যে চাদে কোনও প্রাণী কখন বাস করিত কি না এবং সেখানখার সমতল ক্ষেত্রগুলি পৃথিবীর ন্যায় শস্তশ্যামল ছিল কি না। এখন এই সমতলক্ষেত্রগুলি মরুভূমিতে পরিণত হইয়াছে। দিনের বেলায় ও রাত্রিতে তাপের বেশী তারতম্য হওযাতে চাদের উপরিভাগের অনেক জায়গা ফাটিয়৷ গিয়াছে। পৃথিবীরও এককালে এই চাদের प्रभ। झठेrत । অধ্যাপক পিকারিং (Pickering) একজন নামজাদা জোতিবিদ ছিলেন। জ্যামাইকার (Jamaica) উপরকার বায়ুমণ্ডলখুব পরিস্কার रुलिग्ना डिनि ८नई थाहन गिग्ना नूतरौन निग्रा চাদকে ভাল করে পরীক্ষা করিলেন। তিনি লিখিয়াছেন যে ঋতু বদলাইবার সঙ্গে সঙ্গে চাদের কোনও কোনও অংশের পরিবর্তন ঘটে ইহা তিনি বিশেষ ভাবে লক্ষ্য করিয়াছেন । তাহার মতে এই সকল स्राग्नणाग्न गाइ•ाजा छद्माग्न रुनिम्ना३ ७हेग्रात्र هجحیح -

হয়। পিকারিং সাহেবের দেখিতে ভুল হইতে পাবে, সত্য সত্যই এই সকল অংশে উদ্ভিদ জন্মায় কি না তাহার কোন ও বিশ্বাসযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায় নাই । আমাদের মনে হয়, পিকারিং সাহেবের অনুমান সভ্যতা নয়। চাদের এখনকার অবস্থ৷ বৃক্ষলতা জন্মিবার উপযোগী নষ্ঠে । তার একটি মজার কথা বুলিয়। এই প্রবন্ধ শেষ করিব। তামেৰিকার ক্লার্ক বিশ্ববিদ্যালয়েৰ পদার্থবিদ্যার অধ্যাপক গডার্ড (Goddard) সাহেব একটি বড় এবং অতি দ্রুতগামী রকেট (RockeL) নিৰ্ম্ম:ণ করিয়৷ চাদে পাঠাইবাব ব্যবস্থা কলিতেছেন। কোন ও কোন ও বৈজ্ঞানিক এমনও মতলব আঁটিয়াছেন যে, তাহারা মস্তবড় একটা রকেট তৈয়ার করিবেন—এবং এমন বাবস্থা করিবেন যে, যখন রকেট শূন্যে ছুটিবে ইহার গতির বেগ কিংবা মুখ ইচ্ছামত বদলাইতে পারা যাইবে। পৃথিবী থেকে প্রতি সেকেণ্ডে সাত মাইল বেগ হিসাবে রকেটটিকে ছোড়া হইবে এবং ইহা গিয়া চাদের চাদ কিংবা উপগ্রহ হইয়া চাদকে কয়েকমাস প্রদক্ষিণ করিয়া পুনরায় পৃথিবীতে ফিরিয়া আসিবে। এই রকেটটিতে যাত্রী যাবার বন্দোবস্ত করিতে হইবে এবং এক বৎসরের জল রসদ ও আমজানের জোগাড় রাখিতে হইবে । কতদিনে বৈজ্ঞানিকদের এই সঙ্কল্প কার্য্যে পরিণত হইবে তাহ বলা যায় না এবং কোনও কালে হইবে কি না তাহাতেও গভীর সন্দেহ আছে । তোমাদের মধো কি কেহ রকেটে চড়িয়া চন্দ্রলোকের যাত্ৰী হইতে ज्ञाखौ श्राङ् ? পরে তোমাদিগকে চন্দ্র ও সূৰ্য্য গ্রহণের कथांe किछू बलिद 4य१ फट्य पूर्शाङ्ग আকর্ষণের জঙ্ক পৃথিবীতে কিরূপে জোয়ার ভাটা হয় তাহাও বলিব । - --- →→→→→ →豪