পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

崇→→...


M---

ঘর ছেড়ে বেরিয়ে এল। বড় সওদাগর আর তার বে তখন নাক ডাকিয়ে খুমোচ্ছে। ছোট সওদাগর কিন্ধ থালাখানা নিয়ে তখনই বাড়ী গেল না। কারণ, এ তো তার জানাই আছে জলেব নীচে পাকের মাঝে থালাখানা লুকিয়ে রাখল যে, থালা না পেলেই বড় সওদাগর আসবে তার বাড়ী মেজ করতে । কাছেই ছিল পুকুর, তার জল প্রায় শুকিয়ে গিয়েছে, তাবই ভিতর নেমে গিয়ে খালাটিকে সে জলের নীচে পাকের মাঝে লুকিয়ে রাখল—সুযোগ পেলেই উঠিয়ে এনে বিক্ৰী করে দিবে। জায়গাটিতে চিহ্ন রাখবাব জন্য জলের ধার থেকে লম্বা একটা ঘাস এনে সেখানে পুতে দিলে-যেন জলের মধ্যেই ঘাস হ'য়ে আছে । পরদিন খুব ভোর বেলায় বড় সওদাগরের তো ঘুম ভেঙ্গেছে। চম্কে চোখ চেয়েই দেখে যে, শিকের উপর খালা নেই! তখনি বুঝে নিলে যে, এ ছোট সওদাগরেরই কীৰ্ত্তি : "আচ্ছা, দেখা যা" বলে সে তো বাড়ী ছেড়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে পুকুর-ধারে এলে ভালে নেয়ে নিৰে। জলে নামৃতে গিয়ে দেখে—বা, এ তো ভারি মজা ! কোথাও কিছু নেই, মাঝপুকুরে শুধু একটি ঘাস হ'য়ে আছে! মনে মনে ভাল ক'রে ভেবে দেখলে,--না, কোথায়, কাল এটাকে এখানে দেখেছি বলে তো মনে পড়ছে না। ব্যাপারটা তবে দেখতেই হচ্ছে। এই ভেবে চিন্তে সে তখনি নেমে সেখানে গেল। গিয়ে একটু এদিক eनिद् श७फ़ारडहे *ांएकद्र नौफ़ थांनाद्र श७ পড়ল। খুলী মনে বড় সওদাগর থালাখানা তুলে নিয়ে কাপড়ে ঢেকে বাড়ী ফিরে এল। শুধু F. 6 দুই সওদশগল্প

  • Հծ

জলের মাঝে ঘাসটি যেখানে ছিল সেইপানেই যেমন ছিল তেমনি দাড়িয়ে হাওয়া হেলতে ছলতে লাগল। ছু'তিন দিন বাদে ছোট সওদাগর এসেছে— থালাখানা তুলে বিক্ৰী করতে নিয়ে যাবে! নেমে গিয়ে জলের মধ্যে বসে পড়ে সে কত খুজতে লাগল, একবার এদিকের পকে হাত দিচ্ছে, একবার ওদিকের পকে হাত দিচ্ছে । কাদায় জলে তার সর্বাঙ্গ ছেয়ে গেল, কিন্তু তবু কি তার খোজার শেষ হয় । অবশেষে যখন বুঝলে যে থালাগান সেখানে সত্যি নেই, বড় সওদাগর তুলে নিয়ে গিয়েছে, তখন উঠে নেয়ে ধুয়ে নিয়ে বড় সওদাগরেব বাড়ী যেয়ে স্থাক দিলে। বড়ও বেরিয়ে এল। তখন তো দুই শেখানে শেয়ানে কোলাকুলি! তারপর ছোট সওদাগর বল্পে, “ভাই, বুদ্ধিতে দেখছি আমরা কেউই কম নই ; দুজলে মিলে একসঙ্গে এতদিন বাণিজ্য করেছি, চল এবার দুজনে মিলে স্বদেশে গিয়ে নূতন রকমে ভাগা পরীক্ষা ক'রে দেপা যাক। এবার বুদ্ধির জোরে লোক ঠকিয়ে টাকা-পয়স! উপার্জন করতে হবে। এমনি ক’বে তো দিন আর চলছে না ।" বড় সওদাগরও দেখলে যে, এ বুদ্ধি মন্দ নয়। cनe ऊ९***ा९ ब्रfछौ झ’rग्न ८१त्र । ऊांद्र*द्र দুজন বেরিয়ে পডল। চলতে চলতে অনেক দূরে এক নূতন রাজ্যে তার যখন এসে পৌছল, তখন বেশ বেলা হয়েছে। খাবার সদ্ধানে বেরিয়ে তাদের মনে হ'তে লাগল, সাবা সহরের লোক যেন অত্যন্ত ব্যস্ত। পথে যেতে যেতে তাদের কথাবার্তা খুব মন দিয়ে শুনে দুই বন্ধু বুঝতে পারল যে, সেই সহরের সবচেয়ে ধনী সওদাগর ধনপতি শেঠের আগের দিন রাতে হঠাৎ भृङ्गा श्'tश्रझ । cनदेमि नकारण उँटक श्रञ्चारम নিয়ে যাওয়া হ’বে, তাই সহর জুড়ে সবাই বাশু । শুনতে শুলতে বড় সওদাগরের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ছোট সওদাগরকে ডেকে আড়ালে নিয়ে এসে কি করতে হবে তা সব তাকে ভাল ক’রে বুঝিয়ে দিলে। তারপর রাত্রির অন্ধকারে গা ঢেৰুে যেখানে ধনপতি শেঠের চিতা জগছিল দুজনে মিলে সেখানে এল। অন্ধকারে বেশ ক'রে একটা গৰ্ত্ত খুড়ে ছোট সওদাগর তার ভিতর লুকিয়ে রইল। বড় সওদাগর তার উপর পোড়া কাঠ-ফুটে এমন ---4