পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* শিশু-ভগৱতী চলিতে থাকে, কখন বা অজাতশত্রুর জয় হইত, কখন বা প্রসেনজিৎ অজাতশক্রকে হারাইয়া দিতেন। অবশেষে তুই রাজার মধ্যে সন্ধি হইল, ফলে কাশীরাজ্য মগধের অধিকারে আসিল । অজাতশত্রু বৈশালীর অধিবাসী বুজিগণকে বিনাশ করিতে সঙ্কল্প করেন । কথিত আছে, ষোল বৎসর ধরিয়া যুদ্ধ চলে। অবশেষে অজাতশত্র কৌশলে বৈশালী অধিকার করিয়া লন । এষ্টরূপে বিম্বিসারের সময় অঙ্গ এবং অজাতশত্রুর সময় কাশী ও বৈশালী অধিকৃত হওয়াতে মগধসাম্রাজ্য বেশ বিস্তত হইয়া পড়িল । বৌদ্ধগ্রস্থে দেখিতে পাওয়া যায় যে, অজাতশত্রু রাজা হইবার কিছু দিন পবে পিতৃহত্যার জন্য অনুতপ্ত হইয়া বুদ্ধেব শরণ প্রার্থনা করেন । বুদ্ধ তাহাকে প্রকৃত অমুত্তপ্ত দেখিয়া ক্ষমা করেন ও বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত করেন। অজাতশত্রুর মৃত্যুর পর তাহার পুত্র উদয়৷ ( ৪৫৯ হইতে ৪৪৩ খৃষ্ট পূর্ববাদ ) রাজা হন। তিনি গঙ্গা ও শোণ নদের সঙ্গমস্থলে পাটলিপুত্র ( বর্তমান পাটনা ) নামে এক বিরাট নগর স্থাপিত কবেন। বহুশত বৎসর ধরিয়া এই নগর সমগ্র ভারতবর্ষের রাজধানী ছিল। ইহার অহা নাম ছিল কুহুমপুৰ বা পুষ্পপুর । গ্রীকগণ ইহাকে পালিবোথু ( পাটলিপুত্রের অপভ্রংশ ) বলিয়া জানিতেন। উদয়ীর বহু বৎসর পরে মগধে শিশুনাগ নামে এক রাজা হন ( ৪১১-৩১৩ খৃষ্ট পুৰ্ব্বাদ ) । রাজা হইবার পূৰ্ব্বে তিনি , কাশীরাজ্যে রাজপ্রতিনিধি ছিলেন। পরে মগধের রাজাকে অত্যন্ত দুৰ্ব্বল দেখিয়৷ বাহুবলে সিংহাসন অধিকার করেন। অনেক ঐতিহাসিক মনে করেন যে, শিশুনাগ বিম্বিসারের পূর্বপুরুষ ছিলেন, কিন্তু একথা সত্য q 58 বলিয়া মনে হয় না। ङिfन ठयवस्रौब्रांछ প্রস্তোতের বংশধরকে সিংহাসনচু্যত করিয়া অবস্তীরাজ্য অধিকার করিয়া লন। এইরূপে মগধ অত্যন্তু পরাক্রমশালী রাজ্য হইয়। পড়ে। শিশুনাগের স্থই তিন পুরুষ পরে মগধে মহাপদ্ম নন্দ নামে এক প্রবল রাজা হন। অত্যন্ত নীচবংশে সম্ভবতঃ নাপিতের ঘরে, ইহার জন্ম হইয়াছিল। সেইজন্য তাহার প্রজারা তাহাকে ঘৃণা করিত । কিন্তু ইহার মত পরাক্রান্ত রাজা ভারতে খুব কমই হইয়াছেন। র্তাহার একটি প্রকাও সেনা ছিল, ' उाझाएउ २०,००० श्रद्माएग्नाशे, २,००,००० পদাতিক, ২, • • • রথ ও ৩,০০০ রণহস্তী ছিল। এই প্রকাণ্ড বাহিনী লইয়। তিনি পাঞ্জাব ব্যতীত সমস্ত উত্তর ভারতবর্ষ ও সম্ভবত: দক্ষিণভারতেরও অনেকখানি অংশ জয় করেন । এইরূপে তিনি ভারতের একচ্ছত্র সম্রাট্‌ বলিয়া খ্যাত হইলেন । কোন কোন গ্রস্থে দেখিতে পাওয়া যায় যে, মহাপদ্ম ও তাহার আট জন পুত্র (নবনন্দ ) মিলিয়া প্রায় ১০০ বৎসর রাজত্ব করিয়াছিলেন । এ কথা সত্য বলিয়। বোধ হয় না এবং খুব সম্ভব নন্দগণ প্রায় ২৫ বৎসর বাজত্ব করেন । নন্দ গণ তাহাদের ধনসঞ্চয়ের জম্বা বিখ্যা ৩ ছিলেন । তাহাদের রাজকোষে নাক ১৯০০ কেটি মুদ্র জমা ছিল। অনেক গ্রন্থে দেখিতে পাওয়া যায় যে, নন্দগণ চাণক্য বা কৌটিল্য নামে এক ব্রাহ্মণের প্রতি আসদ্ব্যবহার করেন । এই কারণে চাণক্য চন্দ্র গুপ্ত নামে এক বীরপুরুষের সাহায্য লইয়া নন্দ বংশের উচ্ছেদসাধন করেন এবং চন্দ্র গুপ্তকে সিংহাসনে স্থাপিত दGN...म | -- নন্দগণ যখন মগধে রাজত্ব করিতেছিলেম সেই সময় (খৃষ্টপূৰ্ব্ব ৩২৭—৩২৬ অব্দে ) পাঞ্জাবদেশ গ্রীকদেশীয় বীর আলেকজান্দার

  • مجم م۔م۔م۔