পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- রণ-কোলাহল ও বিদ্রোহের রাজ্য নয়। অর্গ ও সাম্রাজ্য লইয়া যে দ্বন্দ্ব, ঈশ্বরের সাম্রাজ্যে তাহার ঠাই নাহ। তাহার রাজা মাহুষের মনোভূমিতে—সে রাজা স্নেহের ও প্রেমের—লে ভালবাসার শান্তিময় সাম্রাজা। মানুষমাত্রই যে ঈশ্বরকে ভাল লাসে, ভক্তি করে, সে ঈশ্বরের শান্তিময় রাজো স্থান পায়। বিশ্বপ্রেমিক র্যীশুর কাছে তাহার দেশের লোকেরাও যেমন ব্যবহার পাঠত, বিদেশী রোমীয় সৈন্তেরাও তেমনি মিষ্ট ব্যবহার পাষ্টত । য়ীত্বদীদের দলপপতি আসিয়া যখন শী শুকে জিজ্ঞাস। করিল—আমরা কি রোম সমাটকে রাজস্ব দিব । جبتدويهnد এদিকে দেশের যাহারা ধন্মের নেতা, তাছারাও যীশুর প্রতি চটিয়া গেলেন। এ লোকটা সে ধৰ্ম্মদোহী নীচ ও পতিত জাতির লোকের সঙ্গে একসাণে বসিয়া খায় ! যীশু এই সকল ধৰ্ম্মান্ধ নেতা দিগকে বলিতেন—-ঈশ্বর মানুষকে ভাল লাসেন, মামুবের কলাণ চাহেন, মামুষের গড় ধন্মের প্রচলিত রীতি নীতি তাঙ্কার কাছে কিছুই নয়! ঈশ্বর তাখাকে পাপীদের ত্রাণকৰ্ত্তাক্ষপে এক্ট - পূপিণীতে প্রেরণ করিয়াছেন। আর একদল যীশুর অলৌকিক প্রভাবের জন্য দীশুর তাঙ্কার উপর ভয়ানক রাগিয়া গেলেন। অন্ধের দৃষ্টিশক্তি লাভ যীশু হাসিয়া বলিলেন—সীজারের ( রোম সমাট । প্রাপ্য তাছাকে দেও, আর যাই। ঈশ্বরের প্রাপা তাং ঈশ্বরকে দেও। একথা শুনিয়া দলপতি রাগিয়া আগুন হক্টল—কেমন করিয়া ধীশুর প্রাণনাশ করিতে পারিবে, একমনে সে তাহারই চিন্তা করিয়া উপায় অন্বেষণে বাস্ত হইয়া উঠিল।


8 న কুণ্ঠ রোগীর রোগ আরোগ্য হুকোমল করম্পর্শে রোগী রোগমুক্ত হয়, বিধবার মৃতপুল জীবন লাভ করে, সমুদ্রের ঝড় থামিয়া যায়, পাচগান রটিতে পাচ হাজার লোক খায়, মুত ব্যক্তি কবর হইতে উঠিয় আসে,—এই মহামানবের কাছে সাধারণ পুরোহিতের প্রভাব যে আর কিছুতেই টিকে না। দলে দলে লোক র্তাহারই



© ! + + + + : + + : + 4. 4. + : + + { + : + + { - + + ! + + ! 4. + ! + + + ! { i { + †: