পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SË HRÄG 352|| তোমাদের কাছে চাদের কথা বলিয়াছি, এইবার মঙ্গলগ্রহের কথা বলিব । to তোমরা অনেকেই বোধ হয় মঙ্গলকে দেখিয়া থাকিবে। সাধারণতঃ ইহাকে লালরঙের নক্ষত্রের মত দেখায়। সেইজন্যই প্রাচীনকালে জ্যোতিষীরা ইহার নাম "লোহিতাঙ্গ" রাখিয়াছিলেন। সেকালের হিন্দু জ্যোতিষীরা মঙ্গলকে নবগ্রহের একটি গ্রহ বলিয়া ইহার স্তব ও স্তুতি করিয়াছেন। এই মঙ্গলকে লইয়া পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক পণ্ডিতেরা অনেক দিন হইতেই নানারূপ জল্পনা কল্পনা করিতেছেন। অনেকে বিশ্বাস করেন, পৃথিবীর মত মঙ্গলগ্রহও জীব-নিবাসের উপযুক্ত। সে সকল কথা একে একে তোমাদের কাছে বলিৰ। তাহার পূর্বে মঙ্গল সম্বন্ধে অন্যাস্ত যাহা জানা গিয়াছে তাহাই তোমাদিগকে বলিতেছি । - মঙ্গলও পৃথিবীর স্কায় সূর্ঘ্যের চারিধারে ঘুরিতেছে। সৌরজগতে মঙ্গল ও শুক্র এই ছই গ্রহকেই পৃথিবীর প্রতিবেশী বলা যাইতে পারে। পৃথিবী অপেক্ষা শুক্র আরওনিকটে o এবং মঙ্গল আরও দূরে থাকিয়া সূৰ্য্যকে অনবরত প্রদক্ষিণ করিতেছে। সূৰ্য্য হইতে মঙ্গলের দূরত্ব - গড়ে دsه ۰ ۹۰۰,۰,لا মাইল, किस्त्र ইহার পথ অনেকটা ডিমের আকারের মত বলিয়াইহার দূরত্ব কখনও কখনও ert Reه ه ۰۰۰,۰, جدد মাইল কমিয়া যায় এবং কখনও বা ১৪,•••,••• মাইল বাড়ে। মঙ্গলের ও भूदिरीद्र कक श्हेबि (orbits) हिज cनeब्र গেল। তোমরা দেখিতে পাইবে যে, মঙ্গলের কক্ষের স্বায় পৃথিবীর কক্ষ অতটা ডিম্বাকার নয়। সূর্য্যের চারিধারে একবার প্রদক্ষিণ করিতে মঙ্গলের ৬৮৭ দিন লাগে । পৃথিবীও যথাকালে সূৰ্য্য আসিয়া উপস্থিত झग्न । श्रांछ बनि भूथियौ भूéी ९ मऋणब्र মাঝখানে থাকে, তাহা হইলে ৭৮• দিন পরে পুনরায় পৃথিবী এই মধ্যস্থলে আসিয়া পৌঁছিবে। পৃথিবী যদি স্থির থাকিত, छाश झहेरण uहे कारणब्र दाववांन७-१ मिम