পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস | 5.!!!!w' l >


অ্যাসিরিয়া \ - l অস্থর অম্বর সহরই ভবিষ্যৎ আসিরিয়া রাজ্যের প্রথম ; কেন্দ্র ও রাজধানী। এখানকার দেবতার নামও . ব্যাবিলনিয়ার কিছু উত্তরে টাইগ্রিস নদের জ্যাসিনি দেশ श्रशद्र । ईशcनद्र नाभ श्हे८उद्दे পশ্চিম পারে (বর্তমান কিলে শেরঘাটে গ্রামের সমগ্র দেশের ও দেশবাসীর নাম निकट) aाफ़ौनकारण थशद्र बलिग्ना ***** (জ্যাপিরিয়া)। ধীরে ধীরে অ্যাসিরিয়ের একটি সহর ছিল। কখন ও কাহারা প্রথম এই সহরের পত্তন করে, তাহা লইয়া পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেহ কেহ বলেন, খৃষ্টের জন্মের অন্ততঃপক্ষে ৩••• বৎসরেরও পূৰ্ব্বে একদল সেমিটিক লোক এই সহর স্থাপন করে। অবশ্ন তাহারা আসিবার পূর্বে এখানে এক পাহাড়িয়া জাতি বাস করিত। তাহদের সঙ্গে সংমিশ্রণে ইতিহাস-প্রসিদ্ধ আসিরিয় জাতির উদ্ভব श्छ ।. ८दा५ श्ब्र गरे ८नभिकिछाडोग ८नारकब्रा ব্যাবিলনিয়া হইতে আসিয়া এখানে উপনিবেশ স্থাপন করে (অবশ্য কোন কোন পণ্ডিজের মত যে, তাহারা অন্তস্থান হইতে আসে)। আবার কেহ কেহ বলেন যে, প্রাগৈতিহাসিক যুগে প্রথমে এখানে শুমেরিয়ানরাই সহর স্থাপন করে। পরে সেমিটিকজাতীয় লোকেরা আসিয়া প্রাধাঙ্ক স্থাপন করে। সে যাহাই হউক, অ্যাসিরিয় ধর্ম ও সভ্যতা যে মূলতঃ ব্যাবিলনীয়, সে বিষয়ে কোনই সন্দেহ নাই। তাহাদের চরিত্রে কিন্তু বিশেষ পার্থক্য লক্ষিত হয়। তাহারা অধিকতর সাহসী, -কৰ্ম্মঠ ও দৃঢ়চেতা। তাহাদের স্বভাবেও এমন একটা হিংস্রভাব দেখা -ৰ সহরের পত্তন যায়ু যাহা ব্যাবিলনীয়দের স্বভাবের সঙ্গে মোটেই অস্বর (অ্যাসিরিয়ার প্রধান দেবতা) খাপ খায় না। পোষাক-পরিচ্ছদ ও চেহারায়ও উত্তর দিকে অগ্রসর হইয়া টাইগ্রিস নদের পূৰ্ব্বতীরন্থ चrनक <acख्न cनव1याग्र । দেশ অধিকার করিয়া বসে। এই দেশের চারিটি


r#