পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. -++ শিশু-ভগৱতী করিয়া, নিজেদেরও অনেক জিনিষ মিশাইয়া এক বারে নিজস্ব করিয়া লইল। এইরূপে আমাদের দেশের লোকদের সঙ্গে মিলিয়া, ভারতবর্ষের বাহিরের বহু দেশ নিজ নিজ জাতীধ সভ্যতাকে গড়িয়া তুলিল, অথবা ভারতের স ভাত, ধৰ্ম্ম-রীতি-নীতি দ্বার বরবক্তরে প্রাপ্ত সাতটি বিভিন্ন পৃদ্ধ সৃষ্টি পূৰ্ব্বেকার সভ্যতাকে আর ও নিজেদের সমৃদ্ধ কবিয়া তুলিল। এই সকল দেশের কতকগুলি আবার ভারতবসের সভাতা, ধৰ্ম্ম, পুরাণ-কথা, শিল্প প্রভূতিকে এতটা আপনার করিয়া লইল যে, নিজেদের দেশকে ভারতবর্ষের যেন একটা অঙ্গ বা অংশ স্বরূপ করিয়া ফেলিল । 8? 8 ভাবতবর্ষের বাক্টিরে নানাদেশে এইরূপে যে সকল নুতন ভারতবর্ষ গড়িয়া উঠিয়াছিল, আমরা সে গুলিকে এক সঙ্গে "বৃহত্তর ভারত" বলি । দুষ্ট হাজার বছরের আগে থেকেই এই “বৃতত্তর ভারত’-গড়িতে অrরস্ত করে। কোন কোন দেশে এই “বৃহত্তর ভারত” গড়িয়া উঠিয়ছিল, পর পৃষ্ঠার মানচিত্ৰখানি দেখিলে বুঝা যাইবে । \ আমাদের দেশের চাৰিদিকে পর্বতমালা ও সমুদ্র আছে । দেখিয়া মনে হয়, ভগবান বুঝি আমাদেব দেশকে অত্য দেশ হইতে আলাদা করিয়াই স্মৃষ্টি করিয়tiছলেন । আগে পণ্ডিতেরা মনে করিতেন, বুঝি ভারতবর্ষের লোকেরা দেশ ছাড়িয়া বাহিরে মাই তই না । ভারতবর্মে আগে আন্নলন্ত্রের অভাল তেমন ছিল না, লোকে বাহিরে মাইবে কেন ? মাঝে মাঝে লাহির হইতে শক্তিশালী বিদেশী জাতি জয়ের জন্য বা লুঠের জন্য ভারতবর্ষ তাক্রেমণ কল্পিত এবং তাহারা আসিয়া এদেশের কোন কোন অংশে রাজ হইয়া বসিত। ভারতবাসীরা তাঙ্গাদের ততটা গ্রাহা করিত না । তার পরে তাঙ্গারাও ক্রমে ভারতবাসীদের সঙ্গে মিলিয়া ভারতবাসীই হইয়া যাইত। এই সব বিদেশী জাতি বাহির হইতে নুতন নূতন মনোভাব ও চিন্তাপ্রণালী এবং নানা নূতন { 「→→癮