পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I -------- মধ্যে প্রধান ছিল অশ্মক—গ্ৰীকৃগণ যাহাকে বলিত অস্কেনস্। এই দেশের রাজধানীর গ্রীক ঐতিহাসিকগণ নাম দিয়েছেন মস্সগ (Massaga) ; ইহার ভারতীয় নাম কি ছিল বলা যায় না । ইহার ব্লগ অত্যন্ত সুদৃঢ় ও স্বরক্ষিত ছিল, কিন্তু আলেক্সান্দের নয়দিনে ইহা অধিকার করিয়া লন। হুগ জয়েব পর আলেক্সান্দের ভারতবর্ষ অধিকারের জন্য এই ৭,০০০ ভারতীয় সৈথকে নিজের দলভূক্ত করিয়া লন। কিন্তু সৈন্যগণ লিদেশীকে ভারত জয়ে সাহায্য আলেকসান্দর করিতে অনিচ্ছক ইয়া পলায়ন করিতে চেষ্টা করে। আলেক্সান্দের এই সংবাদ জানিতে পাfরয় সহসা সৈন্যদুলকে আক্রমণ করেন। সৈন্তগণ প্রাণপণে যুদ্ধ করিল, কিন্তু আলেকসান্দেরের বিরাট সৈন্যদলের সম্মুখে বেশীক্ষণ দাড়াইতে পারিল না। অবশেষে তাহার দেশের সম্মানের জন্ত বীরের মত যুদ্ধ করিতে করিতে প্রাণবিসৰ্জ্জন করিল। গ্রীক ঐতিষ্ঠা সকদের মধ্যে অনেকে আলেকসান্দেরকে বিশ্বাসঘাতকতার জন্য নিন্দ করিয়াছেন। 64 میل --অামালেক্স দেশ-ভাল্পতৰ*ৰ অশ্মক রাজ্য হইতে বন-জঙ্গল ভেদ করিযা এীকদল খৃষ্টপূর্বব ৩২৬ অব্দের জানুয়ারী মাসে সিন্ধুনদের তীরে বর্তমান আটকের নিকটবৰ্ত্তী কোনও স্থানে আসিয়া উপস্থিত হইল। গ্রীকৃগণ সিন্ধুনদ পার হইতে না হইতেই তক্ষশিলার রাজা অস্তি আলেক সান্দেরের বশ্যত স্বীকার করিয়া দুত পাঠাইলেন । আস্তির ব্যবহার দেখিয়া আলেক্সানোর ভাবিলেন যে ভারতবসের সকল রাজাই লিনা যুদ্ধে পরাজয় স্বীকার করিয়া লইবে । এই মনে করিয়া তিনি ঝিলাম ও চেনাব নদীর মধ্যবস্তী ভূভাগের শাসকের নিকট দূত পাঠাইলেন যেন তিনি শীঘ্ৰ উপঢৌকন লষ্টয়া আলেকসান্দেরের সহিত দেখা করেন । পুরু (গ্ৰীক Poros) নামে এক ক্ষত্রিযবীর তখন ঐ প্রদেশের রাজা ছিলেন । তিনি উত্তর পাঠাইলেন যে, তিনি শীঘ্রষ্ট সৈন্য লইয়া যুদ্ধের জন্ম আলেকসান্দেবের সহিত দেখা করিতে আসিবেন । আলেক্সান্দেবের ঝিলাম (গ্ৰীক্ Hydaspos) নদীর তীরে আসিয়া দেখিলেন যে, পুরু নদীর অপর পারে সৈন্য লইয়। দাড়াইয়া আছেন। তখন বসাকাল, নদীতে পুপ লক্ষ্য। আলিয়াছে । আলেকসান্দের অনেক ভেলা ও নৌকা প্রস্বত করাইয়া অতি কটে নদী পার হইয়া খৃষ্টপূৰ্ব্ব ৩২৬ অব্দের জুলাই মাসে পুরুর সন্মুখীন হইলেন। পুরুর পদাতিকগণের অস্ত্র ছিল বর্ষা ও ধনুৰ্ব্বাণ । ধমুকগুলি ৫/৬ ফুট ও তীর এক একটি ৩ গজ করিয়া লম্বা ছিল । গ্রীক ঐতিহাসিকগণ বলিয়াছেন যে, ভারতীয় তীরন্দাজদের লক্ষ্য অব্যখ ছিল এবং ভtহাদের তীর ঢাল বা বৰ্ম্ম ভেদ করিয়া শরীরে প্রবেশ করিত। পদাতিক ছাড়া পুরুর সৈন্তে ছিল অশ্বারোহী রণহস্তী ও রথ । সমস্ত দিন ধরিয়া গ্রীক ও