পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حمامه مصممة ssجتمدfFas মঙ্গোলিয়ার দিকে তিববতী ব্যবসায়ীরা গরুর পিঠে ভেড়ার লোমের বোঝা চাপাইয়া যাতায়াত করে। কোকোনোরে হ্রদের পারে বণিকেরা তাহীদের বাণিজ। দ্রবা লইয়া মিলিত হইয়। ভিন্ন ভিন্ন পথে রওনা হয় । কোকোGTA (Kokonor) ইদকে পূৰ্ব্বে চীনারা পশ্চিম সাগর নাম দিয়াছিল । ՎԶ*թt ইহার নাম নীল সাগর। ইহার জল লোনা । দস্থা তস্করাদির ーび。 তিববতীয় বণিকেরা এক সঙ্গে বাণিজ্য দ্রবাদি লইয়া পথ চলাচল করে । শিমলা পাহাড হইতে ও তিব্বতের দিকে পপ গিয়াছে। - - খচ্চর ও লাসার সম্রাস্তবংশীয় মহিলা—সিকিমের রাণীর চিত্র সহিত তিব্বতের শ্রেষ্ঠ বাণিজ্য-পথ মকের ( হিলিক্টী গরুর । পিঠে পশম বোঝাই দিয়৷ ভারতবর্ষে প্রেরিত হইতেছে কিন্তু ভারতবর্ষেব কালিম্পোং । সিকিমের দক্ষিণ-পূৰ্ব্বদিকের পথে চুম্বি উপতাকায় পৌছিতে হয়, সেখান হইতে ফারি Phari), ভারপর ধীরে ধীরে লাসার দিকে পথ তিববত ও ভারতের বেশীর চলিয়াছে । ভাগ - - - - - - |-- --- o -- --له-کس= বাবসা বাণিজ্য এই লাল৷ কালিম্পোংএর পথেষ্ঠ হয় । ভবিষ্যতে আসামের দিক দিয়া একটি সহজ পথে তিব্বতের সহিত বাণিজ্য-বাবসা চলিতে *রে। ঘোড়ায় চড়িতে ও পার ডেব চড়াই উৎরাই ভাঙ্গিতে তিববতীঘেরা খুব পঢ়। reাদের মপো একটি পবাদ অাছে যে,-- পিঠে লোলা লয়ে উঠে পাহাড়ের গায় ঘোড়া বলি তায় ! চড়াই উৎরাই ভাঙ্গছে তিনি উচু পাগড় গায় মানুষ বলি তায় ! তোমরা মানুষের পৃষ্ণ-পুরুষ পড়িতে যায়৷ পণ্ডিত ডারউইনের নাম শুনিয়াছ । তিনি মাহুষের পূৰ্ব্বপুরুষ বানর ছিল একথা পলিয়াছিলেন। তিববতীয়েরা তাঙ্গর একথার সাক্ষী দেয়। তাহার বলে যে তাছাদের পূর্বপুরুষ বানর ছিল। একথায় তাহারা লজ্জা বোধ করে না। তাহদের এই কিংবদন্তীমূলক ইতিহাসের কথা বৈজ্ঞানিকেরা বিশ্বাস করেন না । তাহারা বলেন–তিব্বতীয়েরা মঙ্গোলিয় জাতির অন্তর্ভুক্ত এবং অতি প্রাচীন কালে এশিয়ায় বাস করিত। সাধারণতঃ মনে হয় যে, ইহারা কতক আসাম অঞ্চল হইতে এবং কতক ব্ৰহ্মদেশ হইতে তিববতে や〉°