পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- -

---শিশু-ভাল্পতী সম্বন্ধে তেমন কোনও বাধা নাই। মাংস ইহার তিব্বতে স্ত্রীজাতির প্রতি বেশ সন্মান দেখান খান। কেননা, অত বড় শীতের দেশে শাকসঙ্গী হয়। সেকালে কোনও অঞ্চলের সর্দারের মৃত্যু wo ऋह क्रूरबाग्दगग्गः -o-o: তিব্বতের নরনারী হইলে তাহার বিধবা স্ত্রী কিংবা কন্থা শাসনকায্য নিৰ্ব্বাহ করিতেন। দেশের শাসনকালো স্ত্রীলোকদেরও বেশ হাত আছে । লাসা তিব্বতের রাজধানী। সহরে প্রবেশ করিবার মুখে স্তম্ভের গায়ে তিব্বতী ভাষায় এবং চীনাভাষায় খোদিত লিপি আছে। লাসা সহরের এই প্রস্তর স্তম্ভটি প্রায় হাজার বৎসরের লাসার বাজার পুরাণো কিন্তু এখনও খাইয়। জীবন রক্ষা হয় না। দালাই লামাই দেশের বেশ অটুট অবস্থায় আছে। লাসা সহরের দুই ধৰ্ম্মগুরু, দেবতা এবং রাজা, এইরূপ বলা যায়। দিকে চীনাদের ও তিব্বতীয়দের দোকানের সারি। Max o