পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী । এই পৃথিবীতে ‘সতীন কাটা’ বলে একটা কথা আছে । মেয়েদের পক্ষে সে একটা অসহ বেদন । AI o " | || ལའང་། | | ബ o - t - | | o ГР - --" চিত্র ৭—বশিষ্ঠক তার স্ত্রীকে বাড়ী থেকে বের করে দিলে তারা সব সজ করতে পারে কিন্তু সতীনেব বেদনা 米-- -- లం: তাদের কাছে অসহ বশিষ্ঠক আবাব বিবাহ করছেন শুনে তার স্ত্রী অত্যন্ত বেদনা বোধ করলে। কি উপায় করলে সে তার স্বামীর এই বিবাহ বদ্ধ করতে পারে এই চিন্তা করতে লাগলো। শেষে সে বেশ বুঝতে পাবলে যে, তবেই দোষে এইরূপ মখটন ঘটুতে বসেছে। তখন সে তার জীবনেব ইতিহাস খুলে তার কত কাধোর জন্য অতুতাপ করতে লাগলে। শেষে অতুতাপেব অসহ্য বেদনায় সে আব শ্বির থাকতে পারলো না। ছুটে এসে ছেলের কাছে দুহাত জোড় করে বয়ে, *বাবা, এবার আমাকে ক্ষমা কর । আর কখনও এমন পাপ কাজ আমি করব না।" (চিত্র –১-) তখন ছেলে বাবাকে ব'লে আবার মাকে ঘরে আনালে । সে শ্বশুর ও স্বামী সকলের কাছে নতজাহ হয়ে করজোড়ে ক্ষমা চাইলো। (চিত্ৰ—১১) সেই থেকে বশিষ্ঠকের