পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ । সূৰ্য্যদেব তাহার রথে, রথেরই কষ্কার মত, সাতটি উজ্জল অশ্বা যোজনা করিয়াছেন। তাহারা নিজে নিজেই রথে যুক্ত হইয়াছে, বাস্তবিক কাহাকেও রথে যুতিয়া দিতে হয় নাই। সেই অশ্বাগুলি সূৰ্য্যদেবকে টানিয়া আনিয়াছে। ১• । যে উপরের জ্যোতিঃস্বরূপ সূৰ্য্য অন্ধকারকে ঢাকিয়া আলোক আনিয়া দিয়াছেন, দেবতাদের মধ্যে সেই শ্রেষ্ঠ দেবকে দেখিতে দেখিতে আমরা সকলের উপরের জ্যোতিলোকে আসিয়াছি। ১১। হে মঙ্গলজ্যোতিঃ সূৰ্য্যদেব, আজ উদিত হইয়। আকাশের উপরে উঠিয়া আমার হৃদরোগ" - এবং পাণ্ডুরোগ + দুব করিয়া দিন। ১১ । আমার শরীরের পীত বর্ণ শুক, সাবিকা ও হারিদ্র। পাখীর উপরে সরাইয়৷ দিতেছি । ১৩ । এই আদিত্য (সূৰ্য্য) তাহার সকল বল লইয়া উদিত হইয়াছেন। আমার শত্রুকে ইনি আমার বশে আনিয়া দিয়াছেন, আমি যেন আমার শত্রুর বশে না পড়ি। (৩) মরুৎদেব স্তুতি (১মঃ । ৮৫ সৃঃ) ১। যে অশ্বের স্বায় শীঘ্ৰগতি, বিচিত্রকৰ্ম্ম, রুদ্রপুত্র মরুদ্ৰগণ চলিবার সময় স্ত্রীলোকের মত অঙ্গে অলঙ্কার পরিধান করেন, তাহারা স্বর্গ ও পৃথিবী বিস্তার করিয়াছেন ; এই বীরগণ যজ্ঞে উৎসাহের সহিত সোমপান করেন। ২। র্তাহারা বলবান হইয়া মহিমান্বিত হইয়াছেন, রুদ্রপুত্ৰগণ স্বর্গে স্থান অধিকার করিয়াছেন ; নানাবর্ণের গাভীর (পৃথিবীর) এই সস্তানগুলি গান গাহিতে গাহিতে, ইন্দ্রের শক্তি উৎপাদন করিতে করিতে বিশিষ্ট শোভা ধারণ করিয়াছেন। ৩। যখন গাভীব সন্তান মরুদগণ অলঙ্কারে শোভিত হন, তখন র্তাহারা শরীরে দীপ্ত অস্ত্র-শস্ত্র ধারণ করেন। তাহারা সকল প্রতিদ্বন্দ্বীকে দূৰ করিয়া দেন এবং ইহাদের পথের পিছনে পিছনে মৃতধারা (অর্থাৎ পুষ্টিকর বৃষ্টির ধারা ) বহিতে থাকে। \ ৪৫ যে বিশিষ্ট যোদ্ধাগুলি, স্বীয় বলে অচল বস্তুকেও বিচালিত করিতে করিতে র্তাহাদের দীপ্ত বল্লমের দ্বারা শোভা পান, মনের মত শীঘ্ৰগতি সেই বৃষষুধের মত মরুদ গণ যখন তাহাদের বথে বিচিত্রগাত্র অশ্ব৷ যোজনা করিয়া যুদ্ধে পৰ্ব্বত চালনা করেন, তখন সূৰ্য্যালোক হইতে বৃষ্টির ধারা পতিত হয় এবং তাহারা জলের মশকের মত পৃথিবী জলে ভিজাইয়া দেন। ৬। হে শীঘ্ৰগামী মরুদগণ, আপনাদের শীঘ্রগামী অশ্বাগুলি আপনাদিগকে এখানে লইয়া আসুক। আপনারা বাহু মেলিয়া আসুন। এই কুশের উপর বস্থন, আপনাদের জন্য বিস্তৃত আসন বিছাইয়াছি। মরুদগণ, মধুর সোমরস পান করিয়া মত্ত হইল। ৭। নিজ বলে বলী সেই মরুদ্ধগণ নিজ মহিমায় স্বৰ্গ আরোহণ করিয়াছেন, নিজেদের জন্ত অতি বিস্তৃত স্থান করিয়া লইয়াছেন। যখন বিষ্ণু সোমপানে মত্ত বলবান ইন্দ্রের সাহায্য করিয়াছিলেন, তখন কাৰ্য্য শেষ হওয়ায় মরুদ্ৰগণ পাখীর

  • বুকের অমুখ, বুক ধড়ফড়নি। * ধরুতের দোষ "ন্যাৰা”। এই রোগে চোখ ও শরীরের অঙ্গাঙ্ক

ভাগ হরিদ্রাবণ হইয়া যায়। Vo