পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৪৬ খৃঃ পূৰ্ব্বে আসিরিয়ার রাজধানী কালাসহরে বিদ্ৰোছ উপস্থিত হয়। ইহার ফলে পঞ্চম অমুরনিরারি রাজাচুত চতুর্থ উপলখি হন, এবং পর বৎসর “পুলু” নামে བ་མིའི་ལག་གི་ একজন সাগ ব্যক্তি রাজা ' " झम । द्रांमl रुइंग्रा उिनि *ि*ालl५ পিলেসার নাম গ্রহণ করেন। এই নূতন রাজ অ্যাসিরিয়ার সর্বাপেক্ষ শক্তিশালী ও বিচক্ষণ নৃপতি । তিনিই প্রকৃত অ্যাসিরীয় সাম্রাজ্যের atয়teশাসন স্ৰষ্ট । তিনি যেমন অদ্বিতীয় যোদ্ধা गकठि ছিলেন রাজ্যশাসনেও তেমনই - অসাধারণ কৃতিত্ব দেখাইয়াছেন। এতদিন পর্য্যস্ত অ্যালিরিয়ার রাজারা অন্যান্ত রাজা জয় করিয়া হয় লুণ্ঠন ও ধ্বংস করিয়াছেন, না হয় বাজাদের নিকট হইতে কর আদায় করিয়াছেন । টিগলাখ পিলেসার কিন্তু রাজ্য জয় করিয়া তাছা অ্যাসিরিয়ার অন্তভুত করিয়াছেন। শাসনের জন্ম অ্যালিরীয় কৰ্ম্মচারী নিযুক্ত করিয়াছেন। দেশে শাসন اختی" - उs*न्छबिनबT; পৃথিবীর ইতিহাস—অ্যাসিরিয়া আসিরীয় শক্তির চরম বিকাশ-নৃতন সাম্রাজ্য প্রথমে তিনি বালিনিয়া R; নিজের প্রভাব বিস্তার করেন। 游 ప్రౌ. दTiदिगनब्राम नबनघ्छ्tद्मية (Nobonassar) *"fetto র্তাহার আধিপতা স্বীকার করেন, এবং টিগালাথ পিলেসার নিজে *সুমের আকাদের রাজা” উপাধি গ্রহণ করেন। ক্যালডিয়ার (কালডুপারস্ত উপসাগরের তীরবর্তী প্রদেশ) রাজারাও র্তাহার বগুত। স্বীকার করেন। পূৰ্ব্বদিকে জাগ্রস পৰ্ব্বতাবলীর পাহাড়ী জাতিদিগকে আক্রমণ করিয়া শক্তিহীন করেন। ইহার পর তিনি উত্তর-পশ্চিম দিকে ভ্যানহ্রদের তীরবর্তী উরার্ট, রাজ্য আক্রমণ করেন। অ্যাসিরীয়শক্তির সাময়িক দুৰ্ব্বলতার হযোগ লইয়। উরাটু রাজ্য বিশেষ শক্তিশালী হইয়া উঠিয়াছিল। উরাষ্ট্র রাজ তৃতীয় সাডুরিযাস (Sardurius 111) নাইরি দেশের অন্তান্ত রাজাদের সঙ্গে মিলিয়া ভঁাহাকে বাধা দিতে প্রস্তুত হইলেন। এমন কি, উত্তর সিরিয়ার কোন কোন রাজাও (বিশেষতঃ আর্পারাজ) তাছার সঙ্গে যোগ ব্যাবিলন ও

  • ब्राप्लेविलग्न
                                                • निशहिष्णन । हे भनिङ दाहिनीहरु हेत्रणाषनिरननाइ

অ্যাসিরিয়ায়, অথবা সাম্রাজ্যের অন্ত প্রাস্তে নিৰ্ব্বাসিত করিয়াছেন, এবং রাজভক্ত আসিরীয় দ্বারা তাহাদের স্থান পূর্ণ করিয়াছেন। অবশু, এই পন্থা প্রথম অবলম্বন করেন অস্করনাজিরপাল । তবে সে দুই এক ক্ষেত্রে। চতুর্থ টিগ লাখ পিলেসারই এই উপায় সৰ্ব্বতোভাবে সম্পূর্ণরূপে পরাস্ত করেন এবং তঁাহাদের সঙ্গ ভাঙ্গিয়৷ দেন। তারপর তিনি উরাষ্ট্র রাজ্যের বিভিন্ন অংশ অধিকার করিয়া রাজধানী তুরুম্পের ( Turuspa ) সম্মুখে উপস্থিত হন। রাজধানী কিন্তু তিনি অধিকার করিতে পাক্টিলেন না। টিগলাথ পিলেসার ছুরুষ্পের অবলম্বন করিয়া প্রথম প্রকৃত সাম্রাজ্য গঠন করেন। সম্মুখেনিজের মুক্তি স্থাপনা করিয়া দেশে ফিরিয়া আসেন