পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

c>नव्वळfcजनका कपांझ

  • tzáff**t*t*[(Carboniferous) *!** ¢# পৃথিবীর সব জায়গাতেই দেখিতে পাওয়া যায়। কোথাও অল্প পরিমাণে, কোথাও কাৰোধিকাংশ অনেকটা স্থান জুড়িয়। এই ভাবে সৰ্ব্বত্রই কার্বোনিফারাস যুগের স্তর-বিস্তাসের চিহ্ন দেখিতে পাই। এ যুগের স্তর-বিস্তাসের মধ্যে আমরা দুইটি প্রধান বিশেষত্ব দেখিয়া থাকি। (১) প্রবালের মত প্রাণীৰ দ্বারা গঠিত সামুদ্রিক স্তর, (২) বেলে পাথর এবং শ্রেট পাথরে গঠিত স্তর বিন্যাস। এই শ্রেণীর স্তর বেশীর ভাগ হ্রদের জলের মধ্যে কিংবা পুকুর বা দীঘির অগভীর জলের নীচে পাওয়া যায়। এ যুগের স্তরের মধ্যেই পাথুরে কয়লা ও লোহার স্তর পাওয়া গিয়াছে। মানুষের সভাতার ও উন্নতির ইতিহাসে কাবোনিফারাস যুগ নানাদিক দিয়াই কণ্যাণকর বলিতে ইষ্টৰে । বাঙ্গালা ভাষায় আমরা এযুগকে অঙ্গারজনক স্তর বলি ।

এ সময়ে প্রাণিজগতে অনেক কিছু পরিবহন চষ্টয়া ছল। এ যুগের স্তর-বিস্তাসের মধ্যে যে সকল প্রাণীর কঙ্কল চিচ পাওয়। গিয়াছে ঙ্গেত্রিনgে|ড়োন্ট । সে সকলের মধ্যে লেখ্রিসূত্রেীvir- 3 (Labryinthrodonts) olo উল্লেথযোগ্য । এ সময়ে উভয়চর জীবের প্রাধান্ত হইয়াছিল। ডিভোনিয়ান সগে যেমন মাছ, জুরাসি" (Jurasic) যুগে যেমন সরীস্কপের, তেমনি এই সময়ে উভচর জীবেরাই পৃথিবীতে প্রাধান্ত লাভ করে। লেন্ত্রিনদোডোন্টসদের দাতের গঠন ছিল বিচিত্র রকমের। ইছারাই স্মৃষ্টির প্রথম উভচর জীব। জলে ও স্থলে উভয় স্থানেই ইহার বাস করিত। ইশদের শরীর ছিল লম্বা, অঙ্গ-প্রতাঙ্গ ছিল পল । তইদের আকার সচরাচর আট ফিট হইত। দেখিতে অনেকটা কুমীরের মত ছিল। গেব্ৰুিদ্রোডোন্টন্সর নদীতে বাস করিত এবং বোধ হয় মাছ খাইয়া বাচিত । এই অঙ্গারজনক স্তরে, উদ্ভিদজগতে এক নুতন যুগের সৃষ্টি হুইয়াছিল তখন পুথিবীর অনেকটা স্থান জুড়িয়া নিবিড় বন ছিল। সেই বনে আকাশ ছোঞ্ছা তরুশ্রেণী শাখা-প্রশাখায় বেড়িয়া চারিদিক অন্ধকার করিয়া থাকিস্ত। এই সব বিস্তুত भनङ्कबिहे লক্ষ কোটি বৎসর পরে ধ্বংসলীলার মধ্য দিয়া পাথুরে চিত্রা ---- কয়লার স্মৃষ্টি করিয়াছে। বর্তমান যুগে পাথুরে কয়লার প্রয়োজনীয়তা যে কত বেশী, তাই ত ক কষ্টিয়াস তোমর প্রতিদিনই দেখিতে পাইতে ছ। কালেনি ফারাল বা -- هره ه ه, ه بط অঙ্গারজন ক যুগের অস্তিত্ব ছিল বৎসর, আর ইহার আরম্ভ হয় *৮৫,• • • • • • বৎসর পূর্ব হইতে । এই অঙ্গার জনক স্তরের পরবর্তী কালের নাম পারমিয়ান (Permian) যুগ। এ সময়ের স্তরবিন্যাস মপো লাল বেলে পাথর এবং চুণা পাথরই বেশীর ভাগ দেখা যায়। অঙ্গারজনক স্তরে যে সকল প্রাণী জীবিত ছিল এ সময়ে ও তাছারা বিদ্যমান ছিল। উভয়চর জীবের সংখ্যা এ সময়ে খুব বাড়িয়া গিয়াছিল। এ সময়ের শেষের দিকে টিলোবিটদের বংশ লোপ পায় । আর তাছাদের সামান্ত কঙ্কালচিঙ্গ ও দেখা যায় না। পৃথিবীর ইতিহাসে এ সময়ে একটা পরিবর্তম দেখা গিয়াছিল। সে পরিবর্তন শুধু প্রাকৃতিক জগতে নয়, জীব-জগতেও বটে। বহু, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির গলিত ধাতুনিঃশ্রাবে অনেক বড় বড় দেশ ঢাকা পড়িয়া গিয়াছিল। অনেক ভূখণ্ডের আকারের পরিবর্তন হইয়াছিল। আগ্নেয়গিরির ধাতুনিঃস্রাবে অনেক স্থান একেবারে ধ্বংস হইয়াছিল । এই ভাবে বহু প্রাণী চিরদিনের জন্ত পৃথিবীর বুক হইতে লুপ্ত হইয়া গিয়াছিল। এক যায় আর আসে। এই ধ্বংসের পর আবার নূতন জগতের স্বষ্টি হইল, তাহাতে আবার নূতন নুতন জীবের আবির্ভাব দেখা গেল । \,\l-l