পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------------------------- =ि ८e-स्वठोन्त्वप्डौ সিংহ, ব্যাক্স, হাঁয়েনা বা তরক্ষু, শৃগাল প্রভৃতি হিংস্র জন্তু পপান । মরূদ্ধানের কাছে অনেক অষ্ট্ৰীচ পার্থী দেখা যায় । খনিজ দ্রবাদির মধ্যে গন্ধক, লবণ, পেটেলিয়ম এ সকল প্রচুর পরিমাণে মিলে । আরবের মা ওরা পুরুস স্কারবদেশের প্রাচীন ইতিহাস ভাল করিয়া জান৷ যায় না। হজরত মুহম্মদের জন্মের পূৰ্ব্বে আরণের আরবের হামুমী ও কাথির পুরুষ লোকের পৌত্তলিক ছিল, তাহার নানা দেল দেবীর পূজা করিত। ৭• খৃষ্টাব্দে জেরুজালেম Jerusalem ংস হুইবার পর একদল ইহুদি আরবদেশে আলিয়া বসবাস করিতে থাকে। তাহারা আরবদেশের লোকের কাছে সৰ্ব্বপ্রথমে একেশ্বরবাদের কথা প্রচার করিয়া আরবের ইয়াফি পুরুষ ছিল। এই ভাবে থষ্টধর্মের মূলতত্ত্ব আরবে প্রচারিত ভূইয়াছিল। হজরত মুহম্মদের অসাধারণ প্রতিভাবলে একেশ্বরবাদের মূলমন্ত্র আরবের সব্বত্র প্রচারিত হইয়। তথাকার অধিবাসৗদিগকে এক ধৰ্ম্ম, এক নীতি, এক শিক্ষা ও অাদশে উন্নত করিয়া এক অসাধারণ শক্তি শালী জাতিতে পরিণত করিল। তাছার পর হজরত মুহম্মদের উত্তরাধিকারী খলিসার একে একে সিরিয়া, মিশর ও উত্তব আদিক জয় করেন এবং স্পেনদেশ অধিকার করিয়া এক মুসলমান সামাজ্যের প্রতিষ্ঠা করেন। ১২৫৮ খৃষ্টাব্দে খলিফাদেৰ পতন ঘটে। পঞ্চদশ শতাব্দীতে স্পেন সাম্রাজ্য আরবদের হস্তচু্যত হয় । ষোড়শ শতাব্দীতে হেজাজ এবং জেমেন প্রদেশ (আরবের দক্ষিণ-পশ্চিমস্থিত হেজাজ ও এডেনের মধ্যবৰ্ত্তী দেশ) তুর্কীদের হাতে আসে। আরবের অন্তান্ত প্রদেশের উপরও স্বলতানের প্রভাব বিস্তৃত হয়, তবে সেটা নামমাত্র বলা যাইতে পারে। הן ס5fs ৬৭২ ---- |