পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ i চন্দ্রগুপ্ত মৌর্য্য গ্রীক ঐতিহাসিকগণ বলিয়াছেন সে, আলেক্‌ সান্দের যখন পাঞ্জাল-জয়ে ব্যাপৃত ছিলেন, তখন চন্দ্র গুপ্ত নামে এক যুবক তাহার সহিত দেখা করিয়া তাতাকে মগধের দিকে অগ্রসর হক্টতে প্ৰবোচিত করেন । পবে কোনো কারণে আলেকসান্দের ঠাগার উপর ক্রুদ্ধ চ ওয়ায় তিনি গ্ৰীক-শিলির হ ষ্টতে পলাইয়া আসিতে বাধ্য হন। সংস্থ ৪ ও পালি গষ্ট হইতে আরও জানা মায় গে, তিনি চাণকানামে তক্ষশীলাবাসী এক ত্রাঙ্গণের সাহায্যে মগধের নন্দবাজকে ছলে বলে কৌশলে পরাজি ও করেন এলং প্রায় খৃষ্টপূর্নল ৩২৫ অব্দে সিংহাসনে আরোহণ করেন । চাণক্য সম্বন্ধে অনেক গল্প প্রচলিত আছে, তোমরাও বোধ হয় কিছু কিছু শুনিয়াছ । তিনি নাকি অত্যন্ত রাগী লোক ছিলেন এবং একলার নন্দরাজ কর্তৃক অপমানিত হইযা প্রeিজ্ঞা করেন মে, যেরূপে হউক, নন্দ বংশের উচ্ছেদ সাধন করিবেন। এই সময়ে ভাগাক্রমে তাঙ্গার চন্দ্রগুপ্তের সহিত দেপা হয়, এবং ছ’জনে পৃষ্ঠার পর 為 মিলিয়া নন্দৰংশ ধ্বংস করেন । তিনি চন্দ্র উপদেশের জন্য একখানি অর্থশাস্ত্র বা রাজনীতিংক্রান্ত পুস্তক রচনা করেন। গ্রন্থখনি 'কৌটিলীয় অর্থশাস্ত্ৰ' ৰ কৌটিল্য প্রণীত অর্থশাস্ত্র নামে খ্যাত। সংস্কৃত ভাষায় *অর্থশাস্ত্র" মানে রাজনীতি বা Politics আজকাল অনেকে Economics অর্থে ‘অর্থশাস্ত্র" শব্দের ব্যবহাব করেন। কিন্তু Economics- az ** * ata «tár ইহাতে কি রূপে রাজ্যশাসন করা উচিত, তাতার বিস্তৃত বিবরণ দেওয়া হইয়াছে। এ পবণের বই ভারতবমে খুবই কম, সেইজন্স ঐতিহাসিকদের নিকট বইখানির খুবই আদর। অনেক পণ্ডিত কিন্তু মনে করেন যে, বইখানি চাণক্যের লেখা নয়, অন্ত কেহ কৌটিল্যের নাম দিয়া আরও চার পাঁচ শত বৎসর পরে বইখানি লিখিয়াছিল। এ সম্বন্ধে অনেক বাদামুবাদ হওয়া সত্ত্বেও এখনও কিছু স্থির হয় নাই । মুদ্রারাক্ষস' নামে একখানি সংস্থত নাটক আছে । ইঙ্গার লেখক বিশাখদত্ত ఔషౌహిణి