পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マエーエtびー*要○**ー●t**s下 ক্ষেত্রের উপর দিয়া চলিতে বাধ্য হইলে কৃষককে নষ্ট শস্তের মূল্য দেওয়া হইভ । দেশে দাসত্ব প্রথা ছিল না। গ্ৰীসদেশে দাসদের জন্য অতান্ত কঠিন নিয়ম ছিল বলিয়। ভারতে এই প্রথা নাই, এই কথা গ্রীক ঐতিহাসিকগণ বারবার উল্লেখ করিয়াছেন । বেশ-ভূষার দিকে লোকের খুব দৃষ্টি ছিল। ভাল দেখাইবে বলিয়া তাহাব। সোনার গয়না ও মসলিনের ফুলতোলা কাপড় পবিত । নগরে মাঝে মাঝে খুব উৎসব হই ৩, ৩1হ1র একটি অঙ্গ ছিল ষাড়েব লড়াই । মেগাস্থে নীসের বিবরণ পড়িঘা মনে হয় নে, নাগরিকদের জীবন বেশ সহজ ছিল। ভারতীয়দের খাওয়া-দাওয়ার নিয়ম কি স্ব মেগাস্তেনীসের ভাল লাগে নাই । তিনি বলিয়াছেন যে, লোক দের গা ওয়ার কোনো লাধা সময় ছিল না এবং খাওয়াব সময তাহার একলা পাঠত। এই দুইটা গুণ আমাদের এখনো অনেক পরিমাণে অাছে, না ? গ্রীক ঐতিহাসিকগণ কিন্তু ভারতবস সঙ্গন্ধে কয়েকটি অবিশ্বাস্ত্য কথা লিখিয়া গিয়াছেন। ভারতবর্ষে নাকি এক প্রকার লোক থাকিত তাহাদের কান এত বড় ছিল যে, তাহার কানের উপরেই শুষ্টয়া থাকিত । আর এক রকম লোকের নাকি তিনটি করিয়া চোখ থাকিত, এক রকম পিপড়া ছিল তাহার। নাকি মীট হইতে সোন খুড়িয়া বাহির করিত, ইত্যাদি অনেক হাস্যকর কথা দেখিতে পাওয়া যায়। বলা বাহুল্য, এই সব কথা তোমরা হাসিয়া উড়াইয়া দিবে। ভারতের লোকের নাকি লিখিতে পড়িতে পারিত না, লোকে টাকা লইয়া শোধ ন করিলে নাকি হাকিমের কাছে কোনও বিচার হইত না। মেগাস্থেনীস এই সব কথা কতদূর লিখিয়া গিয়াছিলেন, বলা শক্ত । কারণ, তাহার বই আর পাওয়া যায় না । যে সব পরবত্তী ঐতিহাসিক তাহার গ্রন্থের সাহায্য লইয়া নিজেরা গ্ৰন্থ লিখিয়াছেন, তাহারা অনেক কথা কল্পনায় রঙীন করিয়া লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। মেগাস্থেনীস যে প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের উল্লেখ করিয়াছেন, চন্দ্রগুপ্তের কঠোর ও স্থব্যবস্থিত শাসন তাহার একটি প্রধান কারণ, তাহাতে সন্দেহ নাই । ইহা হইতে বোঝা যায় মে, তিনি কেপল দেশ জয় কfরয়৷ ষ্ট ক্ষান্ত হন নাই, দেশের শাসনের দিকে ও তাতার প্রখর দৃষ্টি ছিল । তখনকার দিনে দুব দেশে শীঘ্ৰ যাতাযtাতব কোনও উপায় ছিল -1, তৎসত্ত্বেও ভিনি যেরূপ পারিদর্শিতার সচিত তাতার বিশাল সাম্রাজ্য শাসন কfরতেন, তাহাতে তাঙ্গার প্রশংসা না করিয়া থাকিতে পারা যায় না। চন্দ্রগুপ্তের পব তাঙ্গার পুত্ৰ বিন্দুসার প্রায় খৃষ্টপূর্ব ৩০ অব্দে সিংহাসন লাভ করেন । গ্রীক্ ঐতিহাসিকগণ তাহার নাম fa`att%a Amitrochades al sifwAwfWt (শ ক্রজয়ী)। একবাব তিনি সীরিয়ায় গ্রীক রাজা আস্তণ্ডকস সোভেরের নিকট কিছু ফল, আঙরের মদ একজন গ্ৰীকৃপণ্ডিত চাহিয়া পাঠাইয়াছিলেন। অন্তিওবস ফল ও মদ সানন্দে পাঠাষ্টয়া দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বলিয় পাঠাষ্টলেন যে, গ্ৰীকগণ কোনও পণ্ডিত বিক্রয় কৰা পাপ বলিয়া মনে করে। বিন্দুসাবের রাজত্বে রাজ্যের সকর্বত্র অশান্তি উপস্থিত হয়। একবার তক্ষশিলায় বিদ্রোহ হওয়ায় বিন্দুসার তাহার পুত্র অশোককে ঐ প্রদেশের শাসক করিয়া পাঠান। অশোক অতি সহজেই প্রজাদিগকে শাস্ত করেন। পরে তিনি আবার উজ্জয়িনীর শাসকরূপে প্রেরিত হন । প্রায় খৃষ্টপূৰ্ব্ব ২৭৪ অব্দে বিন্দুসারের মৃত্যু হয়। \ബ് -