পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাখা হইয়াছে যথা, উপর হইতে নীচে নামিলে তাপ ক্রমশঃ বুদ্ধি পাওয়ায় শব্দের গতিবেগও বাড়ে এবং সেই কারণ শব্দের পথ নিদেশক রেখার গতি আঁকিয়া বাকিয়া যায়। একথা পূৰ্ব্বেহ বুঝান হষ্টয়াছে । আরও একটি কথা বুঝিতে হইবে । শব্দ যদি বায়ু প্রবাহের দিকে হয়, তাহ হইলে শব্দের গতিবেগ বাড়িৰে এবং বামু বিপরীত হইলে শব্দের গতিবেগ কমিয়া যাইবে । মনে কর, শব্দের গতিবেগ ১২ •• ফিট এবং যেদিকে শব্দ বিস্তার করিতেছে সেই দিকেই বায়ু সেকেণ্ডে ২ • ফিট অগ্রসর হইতেছে । তাছা হইলে শব্দের গতিবেগ সেই দিকে ১২ • • গিঁট হইল। কিন্তু বিপরীত त्रिएक ४०४० कि मान" zSeA AA BBB BB BBBBBB BBBB SAAAAA উড়োজাহাজের সংস্থিতি বাহির করিতে যত সময় লাগিলে সেই সময়ের মধ্যে সেন্স উড়োজাহাজ অন্তর পলাইয়া যাইবে । বাস্তবিক পক্ষে মোটেই সময় লাগে না সকল প্রকার উপদেশের নক্সা (Chart) তৈয়ার থাকে। পৃথিবীর উপর শব্দের পথের দিক্‌নির্ণয় করিয়া এবং চাট দেখিয়া তৎক্ষণাং গোলাবর্ষণকারী (artilley man কে টেলিফোনের দ্বার। জানহয় থাকেন এবং সকল কাজ খুব তাড়াতাড়ি সুসম্পন্ন ই য়ু থাকে । তোমরা জান, সমুদ্র গভে জাহাজের পক্ষে কত পাহাড় পাকিলে বিপজ্জনক বিশেষ শু: রাত্রে মাত্র হইবে । দ্বিতীয় কথা, তাপের ন্তায় উপরে উঠিলে বায়ুর ) বেগ কমে না বরং বুদ্ধি পায়। ২নং চিত্রে বায়ুর বেগ কেমন উচ্চতা হিসাবে বাড়িতেছে, তাহাই দেখা, হইয়েেছ।

এখন ভাবিয়া পেপ, বায়ু এবং তাপের ক্ষতিবুদ্ধি হওয়ায় শব্দের পথ কতই I كصـ সমাগুরাল গতিবেগ জটিল হইয়া উঠিৰে । বায়ুর বেগ কখন কি থাকে তাহ নিদ্ধারণ করা বড়ই কঠিন । কাজে কাজেই. শব্দভেদ করিয়া উড়োজাহাজ ধ্বংস কর। আতিশয় কঠিন ব্যাপার । ১মং চিত্রে আমরা দেখিতেছি যে পুধিবীর উপর যে দিক হইতে শব্দ আসিতেছে উড়োজাহাজ মোটেই সেই দিকে অবস্থান করে না। শব্দের আঁকা-বাকা জটিল পথ দেখিলেই তোমরা ইহা বুঝিতে পারিৰে। পৃথিবীর উপর শন্ধের পথ অনুসরণ করিলে শব্দকারীর উচ্চতা অতি অল্প মনে হইৰে । কিন্তু শব্দের পথপ্রদর্শক রেখার পিছু পিছু গেলে আমরা শব্দকারী উড়োজাহাজকে ধরিতে পারিব । অতএব গোলাবর্ষণকারীদের নিকট শব্দের পথপ্রদর্শক ম্যাপ থাকিলে তাহারা অনায়ালে শত্রুর উড়োজাহাজকে লক্ষ্য করিয়া ধ্বংস করিয়া নিজেরা নিৰ্ব্বিঘ্নে ঘুমাইতে পারিৰে। তোমরা হয়ত মনে করিতেছ যে, এই প্রকার Վ Տ(: r Ye মানক্রম ২নং চিত্র-বায় র বেগ উচ্চতা হিসাবে বাড়িতেছে এবং কুয়াসার সময় । সেইজন্ত সেই সমুদ্রে নিমগ্ন ছোট ছোট পাহাড়ের উপর আলোক-স্তস্থ (Light House) তৈয়ার করা হইয়াছে। সেখানে রাত্রে রেল-এঞ্জিনের সার্চ লাইটের মতন আলো ছড়াইয়া এইরূপ নিকটবৰ্ত্তী জাহাজকে সতর্ক করা হয় । - ৩নং চিত্র-ফগ হর্ণের শব্দ-রেখা আলো প্রায় ১• মাইল পৰ্য্যন্ত দেখিতে পাওয়া যায়। কিন্তু ঘন কুয়ালার সময় আলোক সেই কুয়ালা ভেদ করিতে পারে না। তখন কুয়ালভেী ( Fog Horn ) দ্বারা সতর্ক করিখ দেওয়া


چ--چ- -به-به-به-ه--ه