পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

∎ቀ! sitfirst from gofota (William the Conqueror ) ইংল্যাণ্ডের সিংহাসন অধিকার করিয়া বসেন। র্তাহার সঙ্গে যে দল আসিল তাহারা সকলেই ফরাসী-ইংরাজী বিজয়ী উইলিয়ম কথা তাহারা বলিতে পারিত না, কাজেই ইংল্যাণ্ডে তাহারা নিজের ভাষা প্রচলন করিল। আমাদের দেশে আমরা যেমন ইংরাজ-অধিকারের পর হইতে ইংরাজী ভাষার আলোচনা করিতে বাধ্য হইয়াছি, এবং ঐ ভাষা শিক্ষা না করিলে রাজকাৰ্য্য পাইবার কোন আশাই থাকে না, সেইরূপ ইংল্যাণ্ডেও একদিন ফরাসী ভাষা শিক্ষা না করিলে উচ্চ রাজকাৰ্য্য পাইবার কোন উপায়ই ছিল না। ব্যাপার এমন দাড়াইল যে, বিদ্যালয়ে পড়াশুনা, আদালতের রাজকাৰ্য্য প্রভূতিতে ফরাসী ভাষার ব্যবহারই চলতি হইয়া গেল। অবস্থা এইরূপ থাকিলে ইংরাজী ভাষা আবার মাথা তুলিয়া দাড়াইতে পারিত কি না কে জানে ? কিন্তু দৈবের ঘটনা অন্যরূপ। যতদিন পর্য্যস্ত ইংল্যাণ্ডের ফরাসী রাজগণ নম্যাণ্ডির (Normandy) সঙ্গে সম্পর্ক রাখিয়া কাৰ্য্য Գ *կ sालाश्रङ *ाब्रिाउन ऊऊनिन *éाख कब्रानैौ ভাষা ইংল্যাণ্ডে আধিপত্য বিস্তার করে । কিন্তু শীঘ্রই এমন একদিন আসিল যখন নমাণ্ডি তাহদের হস্তচু্যত হইয়া গেল । তখন হইতেই তাহারা ইংল্যাণ্ডকেই নিজেদের মাতৃভূমি বলিয়া গ্রহণ করিলেন। র্তাহাদের সংখ্যা বেশী ছিল না বলিয়া ইংরাজদের সহিত বিবাহ ও সর্বপ্রকার সামাজিক আচার ব্যবহারে আদান-প্রদান চালাইতে হইল। এইরূপে বাধ্য হইয়া ইংরাজী ভাষা তাঙ্গদের গ্রহণ করিতে হইল । কালক্রমে নিজেদের মাতৃভাষা ভুলিয়া গিয়া ইংরাজী ভাষাকেই তাঙ্গর মাতৃভাষা বলিয়] গ্রহণ করিলেন । ইংরাজী ভাষার ইতিহাসে। ইহা একটি স্মরণীয় দিন। স্কুল-কলেজে, রাজদরবারে এবং বিচারালয়ে আবার ইংরাজী ভাষার প্রচলন হইল । কিন্তু ইতিমধ্যে ফরাসী ভাষা হইতে ইংরাজী ভাষায় বহু কথার আমদানী হইয়া গিয়াছে । ফরাসী ভাষা আবার মূলত: ল্যাটিন ভাষা হইতেই আগত সুতরাং এই ফরাসী কথাগুলিকে আমরা লাটিন কথা বলিয়াই ধরিয়া লইতে পারি। কোমও ভাল ইংরাজী অভিধান আলোচনা করিলে দেখিতে পাইবে যে, প্রায় অৰ্দ্ধেক কথাগুলি হয় ল্যাটিন, না হয় ফরাসী ভাষা হইতে আমদানী হইয়াছে। কিন্তু এখন আর এই কথাগুলি ল্যাটিন বা ফরাসী কথা বলিয়া সহজে ধরিবার উপায় নাই। ইংরাজের] ঐ কথাগুলি সম্পূর্ণ নিজেদের করিয়া লইয়াছে এবং প্রকৃত ইংরাজী কথার মতই উহাদের উচ্চারণ করা হয়। খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীতে যখন ইংল্যাণ্ডে প্রাচীন গ্রীক ও ল্যাটিন ভাষার আলোচনা আরম্ভ হয়, তখন হইতে আজ পর্যন্ত অনেক নুতন ল্যাটিন ও গ্রীক কথা ইংরাজী ভাষাতে স্থান পাইয়াছে। ইহাদের অধিকাংশই -o-o-o-o-o