পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- নরনারী ইসলাম ধৰ্ম্ম গ্রহণ করে । এই সন্ধির পর বৎসর তিনি পুনরায় মক্কা দর্শনের জ্ঞস্থ্য গমন করেন । এইবার মক্কার সমস্ত নরনারীকে ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত করিয়াছিলেন। মক্কায় ইসলাম ধৰ্ম্ম প্রতিষ্ঠিত হইবার পর শীঘ্রই আরবদেশের সর্বত্র ইসলাম ধৰ্ম্ম প্রতিষ্ঠালাভ করিয়াছিল। ইসলাম ধৰ্ম্মের প্রতিপত্তি ও প্রতিষ্ঠা দিন দিন বৃদ্ধি পাইতে দেখিয়া অনেকেই তাছার বিরুদ্ধাচরণ করিতে আরম্ভ করে । এজন্য হজরত মুহম্মদের আদেশে মুসল মানগণকে তেত্রিশবার যুদ্ধযাত্রা করিতে হইয়াছিল। - איתי **.*. :ു:് of...to 2- **: - - -- - --- - வி o o נפי - * * * - S* است. م . ** * ... ફ્રેડ -, -o 4ణా f o - * -- , -t: *餐醬

  • " or **

I » Jr . # * শ্ৰজঙ্কত মুহম্মল o

    • i.

- বাহিনীর নিকট কোরাইশরা মস্তক অবনত করিতে ৰাধা হয় শক্রতাচরণ পরিত্যাগ করে । তিনি তরবারি দূরে নিক্ষেপ করিয়া প্রেম ও করুণার দ্বার। তাহাদিগকে ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত কবিয়াছিলেন। হজরত মক্কায় প্রবেশ করিলে পর মক্কার নেতার। দণ্ডের ভয়ে ব্যাকুলচিত্তে র্তাঙ্কার নিকট আলিয়া দাড়াইয়াছিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা কfরলেন—তোমরা কি ভাবিতেছ ? তাহার উত্তর করিল –হে ক্ষমতাশীল পিতার পুত্র, আপনি আমাদের উপর ক্ষমতা লাভ করিয়াছেন। মুহম্মদ বলিলেন of oz. . ~ * - * † - --~ * - -- т. - - - o -- - o ** : - * * * * , - o মকা তন্মধ্যে তের বার কোরাইশদের বিরুদ্ধে, ছয় বার ইহুদীদের বিরুদ্ধে, দুইবার খৃষ্টানের বিরুদ্ধে এবং বারো বার বারোটি বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে হইয়াছিল। ইসলাম ও মুসলমানদের ৰিক্ৰদ্ধে কোরাইশ ও ইহুদীদের শক্রতাই ছিল সকলের চেয়ে বেশি। তাহারা ইসলাম ও মুসলমানদের নাম যাহাতে পৃথিবীর বুক হইতে লুপ্ত হইয়া যায়, সেজন্যই বন্ধপরিকর হইয়াছিল। হজরত মুহম্মদ ও মুসলমানগণ আত্মরক্ষার জন্যই যুদ্ধ করিতে প্রবৃত্ত হইয়াছিলেন । মুসলমানগণ যে তেত্রিশবার যুদ্ধযাত্রা করিয়াছিলেন, তাহার মধ্যে মুহম্মদ পনেরবার তাহদের সঙ্গী ছিলেন । মুহম্মদ শেষ বার বার হাজার সৈন্যদলে পরিবৃত ছইয়া মৰুণ নগরীতে প্রবেশ করেন। তাছার বিপুল rסלו" “প্রাচীনকালে মহাত্মা ইউসফ, উৎপীড়নকারী:দিগকে ক্ষমা করিয়া যে কথা বলিয়াছিলেন, আমি তোমাদিগকে সেই কথাই বলিতেছি । তোমাদিগকে তিরষ্কার করিব না, ঈশ্বর পরম দয়ালু, তিনি তোমাদের সমস্ত অপরাধ মার্জনা করিবেন। তোমরা স্বাধীন, ইচ্ছা করিলে চলিয়া যাইতে পার - মুহম্মদের এইরূপ সৌজন্য ও সদ্ব্যবহারে মুগ্ধ হইয়া সমস্ত মক্কাৰালী ইসলামধৰ্ম্ম গ্রহণ করিয়াছিল । কিছুকাল মক্কানগরীতে অবস্থানের পর হজরত পুনরায় মদিনায় গমন করিলেন। দূর হইতে মদিন। দেখিয়া তিনি মহানন্দে চীৎকার করিয়া বলিয়াছিলেন —“জগদীশ্বরই মহৎ, ভিনি সৰ্ব্বশক্তিমান, এক ঈশ্বর